তবে, এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত বা মৌখিকভাবে কোনো কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন আমদানিকারকরা।
হিলি স্থলবন্দর সূত্রে জানা যায়, সোমবার দুপুর থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতীয় রপ্তানিকারকরা। এদিন সকাল থেকে কোনো পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। ভারতের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে ও মূল্যবৃদ্ধি ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পেঁয়াজ আমদানি করতে বাংলাদেশের ব্যবসায়ীদের যেসব এলসি খোলা হয়েছিল সেগুলোর বিপরীতেও পেঁয়াজ দেয়া হবে না।
যদিও এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে দাবি আমদানি-রপ্তানিকারক গ্রুপের।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও সিঅ্যান্ডএফ এজেন্ট হারুন-উর রশিদ বলেন, পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দেয়ার বিষয়ে আমাদেরকে ভারত থেকে কিছু জানানো হয়নি। তারপরও ভারত রপ্তানি বন্ধ করে দিয়েছে।
তিনি বলেন, ‘দিল্লিতে তাদের একটি সভা হওয়ার কথা রয়েছে এবং সেখান এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু রপ্তানি বন্ধের জন্য এখন পর্যন্ত চিঠি কিংবা মৌখিকভাবে তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি।’