হৃদরোগের চিকিৎসা নিতে মঙ্গলবার আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বেলা সাড়ে ১১টার দিকে ল্যাব এইড বিশেষায়িত হাসপাতালে তিনি ভর্তি হন বলে তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানিয়েছেন।
তিনি বলেন, বিএনপি নেতা অধ্যাপক ডা. এপিএম সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘হৃদরোগের পরবর্তী চিকিৎসার জন্য রুহুল কবির রিজভী হাসপাতালে ভর্তি হয়েছেন। একটি মেডিকেল বোর্ড বসে তার পরবর্তী চিকিৎসার বিষয়ে করণীয় স্থির করবে।’
গত ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হৃদরোগে আক্রান্ত হলে তাকে ল্যাব এইডে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা করে তার হার্টে একটি ব্লক পান এবং তা অপসারণ করেন।
২৮ অক্টোবর তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পান।