করোনা পরিস্থিতে ক্রেতা ও তার পরিবারের সুরক্ষা দিতে নিরাপদ ও পরিচ্ছন্ন কোরবানির সুবিধা দিতে অনলাইন কোরবানির হাটের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
রবিবার বেঙ্গল মিটের এক প্রেস বিজ্ঞপ্তিতে বরা হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতিতে হাটে গিয়ে গরু কেনার স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখেই এবারের প্লাটফর্মটি সাজিয়েছে মাংস সরবরাহকারী এ প্রতিষ্ঠানটি।
অনলাইন কোরবানির হাট থেকে ক্রেতারা সহজেই স্টেরয়েড, এফএমডি, এনথ্রাক্স ও গ্রোথ হরমোন মুক্ত সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ কোরবানির গরু কিনতে পারবেন।
প্রতিষ্ঠানটি জানায়, উন্মুক্ত স্থানে কোরবানি ও স্বাস্থ্যকর পরিবেশে প্রসেসিংয়ের পরিসেবায় গ্রাহকরা হালাল কোরবানি ও বিশ্বমানের নিরাপদ খাদ্য নীতিমালা অনুযায়ী মাংস প্রসেসিং এবং ডোর-স্টেপ ডেলিভারির সুবিধা পাবেন।
এছাড়া, কোরবানির গরু বাছাই থেকে শুরু করে অনলাইন পেমেন্ট সব কিছুর সুবিধা পাওয়া যাবে এ অনলাইন কোরবানির হাট থেকে।
বেঙ্গল মিটের এ সার্ভিসটি ঢাকা সিটির গ্রাহকরা ঈদের দ্বিতীয় দিন থেকে এবং সিলেট ও চট্টগ্রাম সিটির গ্রাহকরা ৬ষ্ঠ দিন থেকে এ সার্ভিসটি নেয়ার সুযোগ পাবেন।