শনিবার সকালে উপজেলার হোসেনাবাদে আকিজ বিড়ি কারখানার মূল ফটকের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে কারখানায় প্রবেশের নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর বেশ কিছু শ্রমিক জোর করে কারখানায় ঢোকার চেষ্টা করেন। এ সময় নিয়মানুযায়ী কারখানার নিরাপত্তা কর্মীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে কারখানা ম্যানেজার আমিনুল ইসলাম দৌলতপুর থানায় খবর দেন।
পরে পুলিশ এসে শ্রমিকদের সেখান থেকে জোর করে সরিয়ে দেয়ার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ প্রথমে লাঠিচার্জ এবং পরে পরিস্থিতি সামাল দিতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। কিন্তু এতে শিপুল ইসলাম নামে একজন শ্রমিক গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হন। আহত শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাজীপুরে সোয়েটার কারখানায় শ্রমিক বিক্ষোভ, অন্য কারখানায় হামলা
এদিকে সংঘর্ষের এক পর্যায়ে কারখানার সকল শ্রমিক কাজ বন্ধ করে হোসেনাবাদ বাজারে কুষ্টিয়া প্রাগপুর সড়ক অবরোধ করে রাখে। তাদের সাথে উপজেলার ফিলিপনগর কারখানার শ্রমিকরাও যোগ দেন।
শ্রমিকদের অভিযোগ, কারখানা ম্যানেজার আমিনুল ইসলামের নির্দেশে পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালিয়েছে। অবিলম্বে ম্যানেজারের অপসারণ দাবি করেছেন তারা।
সাভারে বেতনের দাবিতে সিরামিক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ
দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, তারা আত্মরক্ষার্থে তিন রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে। রাস্তা অবরোধকারী শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।