খুলনার কয়রা উপজেলায় সুপার সাইক্লোন আম্পানের কারণে জোয়ারের তোড়ে ১১ জায়গায় নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করতে শুরু করেছে।
প্রচণ্ড ঝড়ো হাওয়ায় ঘরবাড়ি ভেঙে গেছে। গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া আম্পানের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে বৃহত্তর খুলনা জেলা।
কয়রার উত্তর বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান কবি শামসুর রহমান জানান, উপজেলার উত্তর বেদকাশী, দক্ষিণ বেদকাশী, মহারাজপুর, কয়রাসদর ও মহেশরীপুর ইউনিয়নের ১১টি জায়গায় নদীর বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কয়েক হাজার কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে এবং মাছের ঘের প্লাবিত হয়েছে।
তারা জানান, ঘূর্ণিঝড় সিডরের মতোই আম্পানের বাতাসের গতিবেগ ছিল। ঝড়ে গোটা উপজেলায় কয়েকশ গাছপালা উপড়ে গেছে। সেই সাথে আম, কলাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে, সন্ধ্যায় ঝড় শুরু হওয়ার পর থেকেই খুলনা বিদ্যুৎহীন হয়ে পড়ে। এই উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে।