খুলনা মহানগরী এলাকাতে মঙ্গলবার থেকে স্বল্প পরিসরে সুলভ মূল্যের (ওএমএস) চাল ও আটা বিক্রয় কার্যক্রম চালু হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বিভাগ কর্তৃক সারা দেশের ন্যায় খুলনাতেও চালু হওয়া এ প্রকল্পের উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মো. হেলাল হোসেন।
তিনি জানান, নগরীর ২০টি পয়েন্টে এই চাল ও আটা বিক্রি চলবে। শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে সপ্তাহে ছয়দিন প্রতিটি পয়েন্টে এক মেট্রিক টন চাল ও এক মেট্রিক টন আটা বিক্রি অব্যহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জিয়াউর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তানভীর রহমান।