সোমবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, স্বর্ণের চালান পার হবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৩/৩-এস এর বাংলাদেশের অভ্যন্তরে শিংনগর হালদারপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি। এ অভিযান চালানোর সময় সন্দেহ হলে এক ব্যবসায়ীকে ধাওয়া করলে তার মাথায় থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায় সে।
ফেলে যাওয়া বস্তাটির ভেতর থেকে কাগজে মোড়ানো ৪টি প্যাকেট থেকে ৭৮টি আংটি, ৬২ জোড়া কানের দুল, ৪০ জোড়া পাশা, ২১ জোড়া ঝুমকা, ৬টি ব্যাচলেট ও ৩টি হার জব্দ করা হয়, বিজিবির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁনের ভাষ্যমতে, জব্দ করা স্বর্ণালঙ্কারের ওজন এক কেজি ২১০ গ্রাম (২২ ক্যারেট)। এ সবের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা।
জব্দ করা স্বর্ণালঙ্কার চুয়াডাঙ্গা জেলার ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।