বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
চুয়াডাঙ্গা সীমান্তে ৬টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বিজিবি
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় ছয়টি এয়ারগান উদ্ধার করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার রাতে দর্শনার ফুলবাড়ী সীমান্তের বেদেপোতা মাঠ থেকে এয়ারগানগুলো উদ্ধার করে বিজিবি। তবে দুই ‘পাচারকারী’ পালিয়ে যায়। এ ঘটনায় দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক শাহ মো. ইশতিয়াক জানান, ভারত থেকে অবৈধভাবে অস্ত্রের চালান বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।
আরও পড়ুন: কক্সবাজারে ৫.৬ কোটি টাকার মাদক উদ্ধার: বিজিবি
ফুলবাড়ী বিওপির নায়েব সুবেদার ফারুক হোসেন সীমান্তের ৮৬নং মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছিল। এ সময় ভারত থেকে দুইজন মাথায় করে কার্টুন নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কার্টুন ফেলে পালিয়ে যায়। কার্টুনের মধ্য থেকে ছয়টি ভারতীয় অত্যাধুনিক এয়ারগান উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, সীমান্তে বিজিবির এ ধরনের টহল অব্যাহত থাকবে। বিজিবির সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত
কক্সবাজারে ৫.৬ কোটি টাকার মাদক উদ্ধার: বিজিবি
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে রবিবার রাতে প্রায় পাঁচ কোটি ৬২ লাখ টাকার নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার বিজিবি-২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন যে তারা নাফ নদীর তীরবর্তী বেড়িবাঁধ সংলগ্ন খারাংখালী এলাকা থেকে এক দশমিক ৬৫ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন ও ১০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
তিনি আরও বলেন, খবর পেয়ে বিজিবির দুটি টহল দল মধ্যরাতে খারাংখালীতে অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা এক ব্যক্তি তাদের দেখে ভয় পায়।
পরে বিজিবি দল ঘটনাস্থলে গিয়ে কাপড়ে মোড়ানো ক্রিস্টাল মেথ ও ইয়াবা ট্যাবলেট দেখতে পায়।
ইফতেখার জানান, বিজিবি সদস্যরা সম্ভাব্য মাদক চোরাকারবারীদের ধরার তৎপরতা চালালেও অবৈধ মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
আরও পড়ুন: নভেম্বরে ১৩৪ কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি
কক্সবাজারে ১৯১ টি চোরাই মোবাইল জব্দ, আটক ৩
টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও ইয়াবা জব্দ: বিজিবি
কক্সবাজারের টেকনাফে প্রায় ১১ কোটি ৪৬ লাখ টাকার ক্রিস্টাল মেথ ও ইয়াবা উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মো. ইফতেখার এ তথ্য জানান।
শেখ খালিদ মো. ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল শুক্রবার সন্ধ্যায় টেকনাফের নাফ নদীতে অভিযানে যায় বিজিবির একটি অভিযানিক দল। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সন্দেহভাজন এক ব্যক্তিকে নৌকায় করে বেরীবাধ এলাকার দিকে যেতে দেখে তার পিছু নেয় বিজিবি।
তিনি বলেন, বিপদ টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তি পালিয়ে গেলেও বিজিবি সদস্যরা ১১ কোটি ৪৬ লাখ টাকা মূল্যের দুই দশমিক ১১ কেজি ক্রিস্টাল মেথ ও ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
আরও পড়ুন: কক্সবাজারে ১৩ কোটি টাকার মাদক জব্দ বিজিবির
অক্টোবরে ৯৮ কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি
চোরাচালানে বাধা দেয়ায় বিজিবি সদস্যকে ট্রাকচাপায় দেয়ার অভিযোগ!
কক্সবাজারে ৪ কেজি ক্রিস্টাল মেথ ও দেড় লাখ ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফে রবিবার অভিযান চালিয়ে চার কেজির বেশি ক্রিস্টাল মেথ ও দেড় লাখ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
টেকনাফ ব্যাটালিয়নের (বিজিবি-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, খবর পেয়ে বিজিবি-২ এর একটি দল ভোর ৫টার দিকে মিয়ানমার থেকে ৩-৪ জন সন্দেহভাজন চোরাকারবারি জালিয়ার দ্বীপের দিকে যাওয়ার পথে একটি নৌকাকে আটক করে।
আরও পড়ুন: কক্সবাজারে এক কেজির বেশি ক্রিস্টাল মেথ জব্দ
তবে পাচারকারীরা নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।
পরে উক্ত নৌকা থেকে ২৫ কোটি ৮৯ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ, ইয়াবা ও ২৫ কেজি কারেন্ট জাল জব্দ করে বিজিবি সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ১ কেজি হেরোইন উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে এক কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমীর হোসেন মোল্লার নেতৃত্বে বিজিবির
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৭৫০ গ্রাম হেরোইন জব্দ, যুবক আটক
একটি টহল দল রবিবার রাত ১১টার দিকে সোনামসজিদ সীমান্তের ১৮৪/৫ নম্বর সীমান্ত পিলার থেকে বাংলাদেশের প্রায় ২০ গজ অভ্যন্তরে তোহাখানা এলাকা থেকে দুই জনকে দেখতে পায়। এসময় টহল দল তাদের ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ২০ লাখ টাকা।
আরও পড়ুন: গাজীপুরে হেরোইন-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ওয়ান সুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার শিয়ালমারা সীমান্ত এলাকা থেকে গুলিসহ অস্ত্রটি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
৫৯ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমীর হোসেন মোল্লার নেতৃত্বে বিজিবির একটি টহল দল বৃহস্পতিবার রাত ১০টার দিকে শিয়ালমারা সীমান্ত পিলার এলাকা থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি আম বাগানে দুজন চোরাকারবারীকে দেখে তাদের ধাওয়া করে। এই সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা একটি ব্যাগ ফেলে দৌঁড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ব্যাগ থেকে ওয়ান সুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি সদস্যরা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১: র্যাব
উদ্ধার করা মালামালের আনুমানিক বাজার মূল্য ৫৫ হাজার ৪০০ টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কক্সবাজারে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ
কক্সবাজারের উখিয়ায় ছয় কোটি টাকা মূল্যের দুই লাখ বার্মিজ ইয়াবা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বালুখাল কাটাপাহাড় এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অবৈধভাবে পাচারকালে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, খবর পেয়ে বালুখালী বিওপির অধীনে বিজিবি-৩৪ এর একটি টহল দল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালায় এবং ৪-৫ জনকে চ্যালেঞ্জ করে।
আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা একটি বস্তা ফেলে গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে টহল দল ঘটনাস্থল থেকে তাদের ফেলে যাওয়া বস্তা থেকে ইয়াবা উদ্ধার করে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে ইয়াবা সেবনে ২ বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কক্সবাজারে ইয়াবা কারবারির মালামাল ক্রোক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৮ কেজি কচ্ছপের হাড় উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৮ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় কেউকে আটক করতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে জেলার ভোলাহাট উজেলার সীমান্তবর্তী চামুষা মাঠ এলাকা থেকে হাড়গুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ঝিনাইদহ সীমান্তে আটক ৭: বিজিবি
শুক্রবার বিকালে ৫৯ বিজিবি বাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমীর হোসেন মোল্লার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে জেলার ভোলাহাট উজেলার সীমান্তবর্তী চামুষা মাঠ এলাকায় অভিযান চালায়।এসময় মালিকবিহীন অবস্থায় ৩৮ কেজি কচ্ছপের হাড় জব্দ করা হয়।
আরও পড়ুন: ভারত থেকে ৫ বাংলাদেশিকে ফেরাতে ব্যর্থ বিজিবি
এর আনুমানিক মূল্য ৫৭ লাখ টাকা। এ বাপারে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শার্শায় ৮২ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক ১
যশোরের শার্শার শ্যামলাগাছি এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এক পাচারকারীকে আটক করা হয়েছে। এই সময় তার কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ইসমাইল হোসেন (৩৮) বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিপুল স্বর্ণেসহ মুদ্রা উদ্ধার, দম্পতি আটক
এ ব্যাপারে বেনাপোল ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার আকবার আলী জানান, বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে- এমন খবরে অভিযান চালিয়ে শ্যামলাগাছি এলাকা থেকে ইসমাইল হোসেনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।
আরও পড়ুন: যশোরে স্বর্ণের ২০ বারসহ যুবক আটক
উদ্ধারকৃত সোনার ওজন এক কেজি ১৬৫ গ্রাম। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৮২ লাখ টাকা।
আটক ইসমাইল র্দীর্ঘদিন ধরে চোরচালানের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত স্বর্ণের বারসহ ওই যুবককে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
নভেম্বরে প্রায় ৮৭ কোটির টাকার চোরাচালান ও মাদক জব্দ: বিজিবি
চলতি বছরের অক্টোবর মাসে অভিযান মাধম্যে ৮৭ কোটি ৯৬ লাখ ৮৬ হাজার টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার বিজিবির সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জব্দের বিষয়ে বিস্তারিত জানানো হয়।
আরও পড়ুন: উখিয়ায় বিজিবির অভিযানে ১ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা জব্দ
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে তিন কেজি ২৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১৩ লাখের বেশি পিস ইয়াবা, ২৪ হাজার ৫৫০ বোতল ফেনসিডিল বিদেশি মদ, বিয়ার, আগাছা, হেরোইনসহ অন্যান্য।
অন্যান্য চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে, ৩ কেজি ২৯৪ গ্রাম স্বর্ণ, ৪৩ কেজি ৯৯৯ গ্রাম রূপা, প্রসাধনী, ইমিটেশন জুয়েলারি, শাড়ি, কাপড়, কাঠ, কয়লা এবং ১২৬টি গাড়ি। এছাড়া ১১টি বিভিন্ন ধরনের বন্দুক ও চারটি চাইনিজ কুড়াল জব্দ করেছে বিজিবি।
আরও পড়ুন: কুমিল্লায় কুরআন অবমাননা: ২২ জেলায় বিজিবি মোতায়েন
এছাড়াও সীমান্তে বিজিবির অভিযান চলাকালে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩০২ জন চোরাচালানীকে ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩১ জন বাংলাদেশি নাগরিক ও তিনজন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।