বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
সাতক্ষীরায় ১১টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
সাতক্ষীরার ভোমরা লক্ষীদাঁড়ি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগে জাকির হোসেন (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রামের ১১টি স্বর্ণের বার জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৮টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়।
জাকির ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ি গ্রামের আরিজুল মোল্লার ছেলে।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বারসহ দুই নারী আটক
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক আশরাফুল হক বলেন, জাকিরের কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫২৮ টাকা।
তিনি আরও বলেন, স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচার হচ্ছিল। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের ও স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৪ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ, আটক ২
৩ মাস আগে
কক্সবাজারের টেকনাফে ২.২০ লাখ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি
কক্সবাজারের টেকনাফ থেকে মঙ্গলবার ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-২ এর একটি দল রাত ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার গফুরের মৎস্য প্রকল্প এলাকায় অভিযান চালায়।
আরও পড়ুন: কুড়িগ্রামে ইয়াবা জব্দ, কলেজশিক্ষক গ্রেপ্তার
সীমান্তরক্ষীদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন চোরাকারবারিরা তাদের বহন করা ৪টি পলিথিন ব্যাগ ফেলে নাফ নদের তীরে গভীর জঙ্গলে পালিয়ে যায়।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই ব্যাগগুলো থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে এই মাদকদ্রব্য উদ্ধার করার পরে একটি আইনি প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: ভোলায় ইয়াবা জব্দ, রোহিঙ্গা যুবক আটক
সিরাজগঞ্জে ১১ হাজার পিস ইয়াবা জব্দ, যুবক গ্রেপ্তার
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ কেজি হেরোইন উদ্ধার: বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ সীমান্ত এলাকা থেকে বুধবার রাতে পাঁচ কেজি হেরোইন উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিজিবির একটি টহল দল রাত পৌনে ৯টার দিকে সোনা মসজিদ সীমান্তের ১৮৫নং মেইন সীমান্ত পিলার থেকে বাংলাদেশের প্রায় দেড়শ’ গজ অভ্যন্তরে তহাখানা নামক স্থানে অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দু’জনকে চ্যালেঞ্জ করলে তারা মোটরসাইকেল ও একটি বস্তা ফেলে পালিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া বস্তা থেকে পাঁচ কেজি হেরোইন উদ্ধার করে ও মোটরসাইকেলটি তাদের হেফাজতে নেয়।
আরও পড়ুন: রাজশাহীতে ২ কোটি ৪০ লাখ টাকার হেরোইন জব্দ, গ্রেপ্তার ১
দিনাজপুরে দেড় কেজি হেরোইন ও দেশীয় অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৩
১ বছর আগে
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ১৭ দিন পর হস্তান্তর
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আরিফুল ইসলামের লাশ ময়নাতদন্ত শেষে ১৭ দিন পর হস্তান্তর করেছে বিএসএফ।
শুক্রবার বিকালে শ্যামকুড় সীমান্তে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ঘটনার ১৭ দিন পর মহেশপুর উপজেলার শ্যামকুড় চেয়ারম্যান ঘাট সীমান্ত দিয়ে তার লাশ ফেরত দেয়া হয়।
এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বিএসএফ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। নিহত আরিফুল ইসলাম (২৮) শ্যামকুড় গ্রামের মৃত আফিজ উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: হিলি সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত: অবশেষে লাশ হস্তান্তর
বিএসএফ ও ভারতের হাঁসখালী থানা পুলিশ লাশ নিয়ে পৌঁছালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেন। পরে বাংলাদেশ পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে লাশ হস্থান্তর করেন ভারতীয় পুলিশ।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ভোরে ভারতের হাঁসখালী থানার পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আরিফুলের মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়।
আরও পড়ুন: হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
১ বছর আগে
বেনাপোল সীমান্তে ৮টি স্বর্ণের বার উদ্ধার
বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৭৫ লাখ টাকা মূল্যের আটটি স্বর্ণের বার উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পুটখালী সীমান্তের সজলের মোড় নামক স্থান থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, খবর পেয়ে তারা বিজিবির একটি টহল দল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পুটখালী সীমান্তে অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সজলের মোড় এলাকায় কালো কাপড়ে মোড়ানো একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ব্যাগের ভেতর থেকে প্রায় ৯৩৮ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার পাওয়া গেছে।
উল্লেখ্য, বিজিবি গত ১৩ মাসে এ পর্যন্ত ২৩টি অভিযানে ৬৬ কেজি স্বর্ণ জব্দ করেছে এবং এসবের সঙ্গে জড়িত ২৩ জনকে আটক করেছে।
আরও পড়ুন: খুলনায় জুতার ভিতর থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার, আটক ২
লালমনিরহাট সীমান্তে ১ জন আটক, ৪৫টি স্বর্ণের বার জব্দ
১ বছর আগে
চুয়াডাঙ্গা সীমান্তে ৬টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বিজিবি
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় ছয়টি এয়ারগান উদ্ধার করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার রাতে দর্শনার ফুলবাড়ী সীমান্তের বেদেপোতা মাঠ থেকে এয়ারগানগুলো উদ্ধার করে বিজিবি। তবে দুই ‘পাচারকারী’ পালিয়ে যায়। এ ঘটনায় দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক শাহ মো. ইশতিয়াক জানান, ভারত থেকে অবৈধভাবে অস্ত্রের চালান বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।
আরও পড়ুন: কক্সবাজারে ৫.৬ কোটি টাকার মাদক উদ্ধার: বিজিবি
ফুলবাড়ী বিওপির নায়েব সুবেদার ফারুক হোসেন সীমান্তের ৮৬নং মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছিল। এ সময় ভারত থেকে দুইজন মাথায় করে কার্টুন নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কার্টুন ফেলে পালিয়ে যায়। কার্টুনের মধ্য থেকে ছয়টি ভারতীয় অত্যাধুনিক এয়ারগান উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, সীমান্তে বিজিবির এ ধরনের টহল অব্যাহত থাকবে। বিজিবির সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত
১ বছর আগে
কক্সবাজারে ৫.৬ কোটি টাকার মাদক উদ্ধার: বিজিবি
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে রবিবার রাতে প্রায় পাঁচ কোটি ৬২ লাখ টাকার নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার বিজিবি-২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন যে তারা নাফ নদীর তীরবর্তী বেড়িবাঁধ সংলগ্ন খারাংখালী এলাকা থেকে এক দশমিক ৬৫ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন ও ১০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
তিনি আরও বলেন, খবর পেয়ে বিজিবির দুটি টহল দল মধ্যরাতে খারাংখালীতে অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা এক ব্যক্তি তাদের দেখে ভয় পায়।
পরে বিজিবি দল ঘটনাস্থলে গিয়ে কাপড়ে মোড়ানো ক্রিস্টাল মেথ ও ইয়াবা ট্যাবলেট দেখতে পায়।
ইফতেখার জানান, বিজিবি সদস্যরা সম্ভাব্য মাদক চোরাকারবারীদের ধরার তৎপরতা চালালেও অবৈধ মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
আরও পড়ুন: নভেম্বরে ১৩৪ কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি
কক্সবাজারে ১৯১ টি চোরাই মোবাইল জব্দ, আটক ৩
১ বছর আগে
টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও ইয়াবা জব্দ: বিজিবি
কক্সবাজারের টেকনাফে প্রায় ১১ কোটি ৪৬ লাখ টাকার ক্রিস্টাল মেথ ও ইয়াবা উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মো. ইফতেখার এ তথ্য জানান।
শেখ খালিদ মো. ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল শুক্রবার সন্ধ্যায় টেকনাফের নাফ নদীতে অভিযানে যায় বিজিবির একটি অভিযানিক দল। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সন্দেহভাজন এক ব্যক্তিকে নৌকায় করে বেরীবাধ এলাকার দিকে যেতে দেখে তার পিছু নেয় বিজিবি।
তিনি বলেন, বিপদ টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তি পালিয়ে গেলেও বিজিবি সদস্যরা ১১ কোটি ৪৬ লাখ টাকা মূল্যের দুই দশমিক ১১ কেজি ক্রিস্টাল মেথ ও ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
আরও পড়ুন: কক্সবাজারে ১৩ কোটি টাকার মাদক জব্দ বিজিবির
অক্টোবরে ৯৮ কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি
চোরাচালানে বাধা দেয়ায় বিজিবি সদস্যকে ট্রাকচাপায় দেয়ার অভিযোগ!
২ বছর আগে
কক্সবাজারে ৪ কেজি ক্রিস্টাল মেথ ও দেড় লাখ ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফে রবিবার অভিযান চালিয়ে চার কেজির বেশি ক্রিস্টাল মেথ ও দেড় লাখ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
টেকনাফ ব্যাটালিয়নের (বিজিবি-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, খবর পেয়ে বিজিবি-২ এর একটি দল ভোর ৫টার দিকে মিয়ানমার থেকে ৩-৪ জন সন্দেহভাজন চোরাকারবারি জালিয়ার দ্বীপের দিকে যাওয়ার পথে একটি নৌকাকে আটক করে।
আরও পড়ুন: কক্সবাজারে এক কেজির বেশি ক্রিস্টাল মেথ জব্দ
তবে পাচারকারীরা নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।
পরে উক্ত নৌকা থেকে ২৫ কোটি ৮৯ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ, ইয়াবা ও ২৫ কেজি কারেন্ট জাল জব্দ করে বিজিবি সদস্যরা।
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ১ কেজি হেরোইন উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে এক কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমীর হোসেন মোল্লার নেতৃত্বে বিজিবির
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৭৫০ গ্রাম হেরোইন জব্দ, যুবক আটক
একটি টহল দল রবিবার রাত ১১টার দিকে সোনামসজিদ সীমান্তের ১৮৪/৫ নম্বর সীমান্ত পিলার থেকে বাংলাদেশের প্রায় ২০ গজ অভ্যন্তরে তোহাখানা এলাকা থেকে দুই জনকে দেখতে পায়। এসময় টহল দল তাদের ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ২০ লাখ টাকা।
আরও পড়ুন: গাজীপুরে হেরোইন-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২ বছর আগে