ঢাকা-আরিচা মহাসড়কের দুইপাশে অবৈধভাবে গড়ে তোলা অস্থায়ী দোকান সোমবার এক অভিযানে উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে অধিদপ্তরের একটি দল সাভার বাসস্ট্যান্ড থেকে গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় সকাল ১১টা থেকে এ অভিযান শুরু করে।
এ অভিযানে মহাসড়কটির দুই পাশের অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী সবজি, মাছ ও মাংসের দোকান উচ্ছেদ করা হয়। সেই সাথে সড়কের জায়গা দখল করে গড়ে তোলা একটি ৮-তলা ভবন ভেঙে ফেলার কাজ চলছে।
এ উচ্ছেদ অভিযানে ঢাকা ও সাভার থেকে আসা পুলিশ সদস্যরা অংশ নেন।