বাংলাদেশের সংবিধানকে বিশ্বের অন্যতম সুন্দর সংবিধান উল্লেখ করে তিনি বলেন, ‘একটি স্বাধীনরাষ্ট্রে মানবাধিকার লংঘন হবে, বিচার বহির্ভূত হত্যা হবে আর আমরা কিছু বলবো না সেটা হতে পারে না।’
সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতানা কামাল বলেন, ‘সারা পৃথিবী ঘুরে আমরা আজ বলে বেড়াচ্ছি, আমার দেশে দরিদ্র ভাতা, মাতৃত্ব ভাতা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন ভাতা নিশ্চিত করেছি। অথচ একটি মহাল্লায় ১০ জন দরিদ্র মানুষ থাকলে তার মধ্যে মাত্র একজনকে ভাতা দেয়া হচ্ছে। বাকী নয়জনকে আমরা বঞ্চিত করছি। এনিয়ে আমরা কেউ কথা বলছি না।’
মানবাধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে, চুপ থাকলে হবে না উল্লেখ করে তিনি বলেন, মানবাধিকার রক্ষা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। কোনো ক্ষেত্রে মানবাধিকার লংঘন হলে সরকারকেই জবাবদিহি করতে হবে।
‘এটা শুধু সংবিধানের কথা নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীতেও সেটা পরিষ্কারভাবে বলা আছে,’ যোগ করেন তিনি।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক মো শহিদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম হায়দার প্রমুখ।