সুলতানা কামাল
সুলতানা কামালকে নিয়ে রিজভীর বক্তব্য: বিশিষ্ট নাগরিকদের প্রতিবাদ
মানবাধিকার কর্মী সুলতানা কামাল ও অধ্যাপক মুনতাসীর মামুনের বিরুদ্ধে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর রাষ্ট্রদ্রোহমূলক, ভিত্তিহীন ও আক্রমণাত্মক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ দেড় শতাধিক বুদ্ধিজীবী ও পেশাজীবী।
সুলতানা কামাল ও মুনতাসীর মামুনের বিরুদ্ধে দেয়া বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করাসহ রিজভীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন তারা।
দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক ও অন্যান্য পেশাজীবীদের নিয়ে সংগঠন ‘ওয়ান বাংলাদেশ’ এর ব্যানারে বিবৃতিদাতাদের মধ্যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কয়েকজন উপ-উপাচার্য ছাড়াও অন্যান্য পেশার নেতৃস্থানীয়রাও রয়েছেন।
৫ অক্টোবর এক বিক্ষোভ সমাবেশে রুহুল কবির রিজভী সুলতানা কামাল ও অধ্যাপক মুনতাসীর মামুনের বিরুদ্ধে রিজভী বলেন, ‘আপনারা অনেক আগেই এদেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছেন। আপনারা কারও ক্রীতদাস হয়ে বাংলাদেশে কাজ করছেন।’
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন ঠেকাতে মরিয়া আ.লীগ: রিজভী
সম্প্রতি ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডেতে প্রকাশিত ‘জোরপূর্বক গুম’ বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন সুলতানা কামাল। সেখানে তিনি বলেন, মানবাধিকারের বিষয়ে বিএনপির মিথ্যার ইতিহাস রয়েছে।
এই দলটির বিরুদ্ধে ‘আইনি ব্যবস্থা নেয়ার’ আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে রিজভীর মামলার আবেদন খারিজ
শেখ হাসিনার সরকার যেনতেন ভাবে ক্ষমতা ধরে রাখতে চায়: রিজভী
২ বছর আগে
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়: সুলতানা কামাল
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল সোমবার বলেছেন, সরকারের ভেতরের কোনো সংস্থা করুক আর সরকারের বাইরের কোনো চিহ্নিত সন্ত্রাসী করুক, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনভাবেই কাম্য নয়।
৪ বছর আগে