নিহত রবিউল ইসলাম মিন্টু জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
রবিউল বিজিবি ও পুলিশ অ্যাসল্টসহ মাদকের ১৯ মামলার আসামি বলে দাবি করেছে র্যাব।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ দাবি করেন, ‘দলবল নিয়ে মাদক কারবারের খবর পেয়ে তার নেতৃত্বে র্যাবের আভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পাঁচবিবির রতনপুর স্লুইসগেট এলাকায় অভিযান চালায়। টের পেয়ে মাদক কারবারিরা র্যাবকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ শীর্ষ মাদক ব্যবসায়ী রবিউলকে আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় র্যাবের দুজন আহত হলে তারা প্রাথমিক চিকিৎসা নেয়।’
তবে রবিউলের মা রোকেয়া বেওয়া বলেন, মঙ্গলবার বেলা ২টার দিকে আটাপাড়া বিজিবি ক্যাম্পের সামনে থেকে র্যাব সদস্যরা রবিউলকে তুলে নিয়ে যায়। সকালে আমরা জানতে পারি যে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে সে মারা গেছে।
তিনি আরও অভিযোগ করে বলেন, ‘আমার চার সন্তানের মধ্যে এভাবে একে একে দুজনকে গুলি করে হত্যা করা হলো।’
এদিকে ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ২টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি এবং ৫০২ বোতল ফেন্সিডিল ও ১২০০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে র্যাব।