পাখি উদ্ধার
মেহেরপুরে ৮ লাখ টাকা মূল্যের পাখি উদ্ধার, আটক ১
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে আটটি বিরল জাতের আফ্রিকার ‘ওপেন বিল’ পাখি উদ্ধার করেছে র্যাব-১২ মেহেরপুর সিপিসি-৩ এর সদস্যরা। এ ঘটনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৩ জুন) রাতে উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী চোখতোলা নামক স্থান থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকারের চালক আশরাফ আলীকে আটক করা হয়েছে।
পরে রাত পৌনে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আশরাফ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: পাখি উদ্ধারের সময় মৃত্যু: উদ্ধারকারী আতিফকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে রুল
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা।
আদালত সূত্রে জানা গেছে, পাখি বহন করতে অনুমোদনের কাগজপত্র ও বিদেশি পাখির পায়ে কোনো রিং বা ট্যাগ না থাকায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন- ২০১২ এর ৩৯ ধারা লঙ্ঘনের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-১২ এর সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, আফ্রিকান ওপেন বিল প্রজাতির ৮টি পাখি দুটি কাঠের তৈরি বাক্সে ভরে চোরাচালানের উদ্দেশ্যে প্রাইভেটকারে করে ঢাকার হেমায়েতপুর থেকে ভারতে পাচারের জন্য মুজিবনগরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে চোখতোলা নামক স্থান থেকে পাখিগুলোসহ বহনকারী প্রাইভেটকারের চালককে আটক করা হয়।
এ বিষয়ে বন কর্মকর্তা এসটি হামিম হায়দার জানান, আফ্রিকান ওপেন বিল পাখিগুলোর আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। পাখিগুলো ঢাকা বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিপন্ন প্রজাতির মদনটাক পাখি উদ্ধার
৫৫০ দিন আগে
কোদালিয়া বিল থেকে পাখি-ফাঁদ উদ্ধার, আটক ২
বাগেরহাটের মোল্লাহাটের কোদালিয়া বিলে অভিযান চালিয়ে ৪০টি পাখি, ফাঁদ, সাউন্ডবক্স ও ব্যাটারি উদ্ধার কার হয়েছে। এই সময় দুই শিকারি ও ব্যবসায়ীকে আটকের কথা জানিয়েছে প্রশাসন।
আটক ব্যক্তিরা হলেন- জেলার মোল্লাহাট উপজেলার আড়ুয়াডিহি গ্রামের বিষ্ণু নাথ বারইয়ের ছেলে বিজন বারই (৩৮) ও একই গ্রামের বলাই রায়ের ছেলে শরৎ রায় (৩৬)।
জেলা প্রশাসকের নির্দেশে সোমবার ভোরে মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন এই অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে ৪০টি টিয়া পাখি উদ্ধার
তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশে মোল্লাহাট উপজেলার কোদালিয়া বিলে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে একজন পাখি শিকারি এবং একজন পাখি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ৪০টি পাখি, বেশ কিছু ফাঁদ ও সাউন্ডবক্সসহ পাখি শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড এবং শিকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শিকারিদের কাছ থেকে উদ্ধার করা বিভিন্ন প্রজাতির পাখিগুলোকে পরে মোল্লাহাট উপজেলা পরিষদ চত্ত্বরে অবমুক্ত করা হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, ইউএনবিসহ বিভিন্ন গণমাধ্যমে পাখি শিকারের খবর প্রচারের পর শিকারিদের ধরতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা বিভিন্ন বিলে অভিযান পরিচালনা করছেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে ৭টি পরিযায়ী পাখি উদ্ধার, বিক্রেতার কারাদণ্ড
গত অক্টোবর মাসে বাগেরহাটের কোদালিয়া-কালশিরা বিলে ফাঁদ পেতে পাখি শিকার করা হচ্ছে এই শিরোনামে বার্তা সংস্থা ইউএনবি ভিডিওসহ সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। ওই সংবাদ প্রচারের পর প্রশাসনের পক্ষ থেকে শিকারিদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
১৪৮১ দিন আগে
টিয়াসহ ২৩ পাখি উদ্ধার, ঠাকুরগাঁওয়ে ১ জনের কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিযান চালিয়ে টিয়াসহ ২৩টি পাখি উদ্ধার ও এই অপরাধের সাথে জড়িত একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার লাহিড়িহাট এলাকায় সোমবার বিকালে এ অভিযান চালিয়ে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ৩৮(২) ধারায় অপরাধীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
আরও পড়ুন: মাগুরায় হারিয়ে যাচ্ছে বাবুই পাখি, চোখে পড়ে না বাসা
সংশ্লিষ্টরা জানান, জেলা প্রশাসন ঠাকুরগাঁওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী এবং সামাজিক বনবিভাগ ঠাকুরগাঁওয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে ১৭ টি টিয়া, ৩টি তিলা মুনিয়া, ৩টি চাঁদি ঠোঁট পাখি উদ্ধার হয়। পাখিগুলোকে ওই ব্যক্তি বিক্রির উদ্দেশে বাজারে এনেছিল।
আরও পড়ুন: ঝিনাইদহে শিকারীদের হাত থেকে উদ্ধার হওয়া পাখি অবমুক্ত
পরে উদ্ধারকৃত পাখিগুলোকে নিরাপদ পরিবেশে উন্মুক্ত করে দেয়া হয়।
১৫৭৮ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ৪৫৭ পাখিসহ আটক ৪ জনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ, ১০ সেপ্টেম্বর (ইউএনবি)-চাঁপাইনবাবগঞ্জে বন্যপাখি ধরা ও পরিবহনের দায়ে দুজনকে এক বছরের কারাদণ্ড ও আরও দুজনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২২৭৮ দিন আগে
চট্টগ্রামে বিক্রয় নিষিদ্ধ দেড় শতাধিক পাখি উদ্ধার
চট্টগ্রাম,০৫ সেপ্টেম্বর (ইউএনবি)- চট্টগ্রাম মহানগরীর নুপুর মার্কেট এলাকায় অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন প্রজাতির দেড় শতাধিক পাখি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
২২৮৩ দিন আগে