মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাপাসিয়া গ্রামের আজিজুল হক (৩৫) ও বগুড়ার দুপচাচিয়া উপজেলার পোওতা গ্রামের মোহাম্মদ রাজু (২৬)।
এছাড়া তানভীর হোসেন নামে একজনকে ৫০ হাজার টাকা ও বাসেদ মৃধাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সোমবার রাতে সদর উপজেলার শিবিরের হাট এলাকায় একটি চেকপোস্ট বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন যানবাহন তল্লাশি করে একটি মিনি ট্রাক থেকে ৪৫৭টি টিয়া পাখিসহ চারজনকে আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সাজা দেয়া হয়।
উদ্ধার হওয়া ৪৫৭ পাখির মধ্যে ৭৯টি মারা গেছে জানিয়ে তিনি বলেন, বাকি পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।