সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ
একুশে বইমেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত: প্রতিমন্ত্রী
চলমান অমর একুশে বইমেলার মেয়াদ ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, প্রকাশক ও লেখকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার মেয়াদ বাড়ানোর অনুমোদন দিয়েছেন বলে জানান তিনি।
তিনি বলেন,‘স্বাস্থ্যবিধি মেনে বইমেলা চলতে আমরা মনিটরিং করছি। এবার বইমেলার জনসমাগম অনেক বেশি।’
আরও পড়ুন: বইমেলার দ্বিতীয় দিনে এক-তৃতীয়াংশ স্টলই ফাঁকা
এর আগে ৯ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হলে সরকার ২০২২ সালের একুশে বইমেলার সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করবে।
গত ১৫ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২২ শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ারি যোগ দিয়ে বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা ২০২২ উদ্বোধন করেন।
আরও পড়ুন: দেশের প্রথম গ্রাফিক নভেল ‘মুজিব’ বইমেলায়
এবারের মেলা বসছে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও এর পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানে।
বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে জীবন উৎসর্গকারী আটজনের আত্মত্যাগের স্মরণে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বইমেলার আয়োজন করা হয়।
২ বছর আগে
জাতীয় জাদুঘরে যোগ হলো ‘সুইজারল্যান্ড কর্নার’
জাতীয় জাদুঘরের ‘সুইজারল্যান্ড কর্নার’ উদ্বোধন করা হয়েছে।
শনিবার জাদুঘরের বিশ্ব সভ্যতা গ্যালারিতে নতুনভাবে সাজানো এই কর্নারের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও রাষ্ট্রদূত নাথালি শিউআর্ড।
অতিথিদের স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত শিউআর্ড বলেন, জাতীয় জাদুঘরে এই সুইস কর্নার বাংলাদেশে সুইজারল্যান্ডের ক্রমবর্ধমান সম্পর্কের একটি অনন্য মাইলফলক।’এ সময় রাষ্ট্রদূত তার দেশ সম্পর্কে আরও জানতে তিনি সকলকে পরিবার ও বন্ধুদের নিয়ে এই কর্নার ঘুরে দেখার আমন্ত্রণ জানান।
আরও পড়ুন: ফিলিপাইনের রিজাল জাদুঘরে বঙ্গবন্ধু প্রদর্শনী শুরু
অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী তার বক্তব্যে শিল্প ও সংস্কৃতিসহ সকলক্ষেত্রে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন।
সুইজারল্যান্ড কর্নারে মাল্টিমিডিয়াসহ ১০০টিরও বেশি সুইস প্রদর্শনী রয়েছে। স্থায়ী এই প্রদর্শনীটি জাদুঘরের সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।
আয়োজকদের মতে, বাংলাদেশের সাথে দেশটির দীর্ঘস্থায়ী এবং বিস্তৃত অংশীদারিত্বের পরিচয় তুলে ধরার পাশাপাশি একটি গতিশীল ও সমৃদ্ধ দেশ হিসেবে সুইজারল্যান্ডের মূল্যবোধ ও অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে জানার সুযোগ করে দিবে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও ভারতের জাতীয় জাদুঘরের মধ্যে সমঝোতা
এছাড়া দর্শনার্থীরা দেশটির উদ্ভাবনী উৎকর্ষতা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে যেমন জানতে পারবে তেমনি টেকসই উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ একটি দেশ হিসেবে আন্তর্জাতিক নানা বিষয়ে সুইজারল্যান্ডের সক্রিয় ভূমিকা সম্পর্কেও সম্যক ধারণা পাবেন।
যথাযথ স্বাস্থ্যবিধি বজায় রেখে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তারা, আন্তর্জাতিক সহযোগী সংস্থার প্রতিনিধি, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিরা।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে চলছে সপ্তাহব্যাপী বিজয় উৎসব
৩ বছর আগে
আনিসুজ্জামানের মৃত্যুতে যে ক্ষতি তা শতবর্ষেও পূরণ হবে না: প্রতিমন্ত্রী খালিদ
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ শুক্রবার বলেছেন, সর্বজন শ্রদ্ধেয় জাতীয় অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি আনিসুজ্জামানের প্রয়াণে দেশ ও জাতির যে ক্ষতি হলো তা অপূরণীয়, শতবর্ষেও তা পূরণ হবার নয়।
৪ বছর আগে