বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল
সাংবাদিক শহিদুজ্জামান খান আর নেই
ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার নির্বাহী সম্পাদক শহিদুজ্জামান খান রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
রবিবার সন্ধ্যা পৌনে ৭টায় শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শহিদুজ্জামান খান গত কয়েক দিন ধরেই লাইফ সাপোর্টে ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন তিনি।
এছাড়াও তিনি নানা স্বাস্থ্য সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।
আরও পড়ুন: ইউএনবি এবং ঢাকা কুরিয়ারে এডিটর এট লার্জ হিসেবে যোগ দিলেন আফসান চৌধুরী
সাংবাদিক শহিদুজ্জামানকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
এর আগে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে ৭ মে শহিদুজ্জামানকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। গত তিন সপ্তাহ ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে দুই নারীসহ ৪ ভুয়া সাংবাদিক আটক
হাসপাতালে ভর্তির চার দিন পর ৭১ বছর বয়সী এই সাংবাদিককে অক্সিজেন সহায়তা প্রয়োজন হওয়ায় সাধারণ কেবিন থেকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।
তিনি ১৯৯৩ সাল থেকে ফিনান্সিয়াল এক্সপ্রেসের সাথে নির্বাহী সম্পাদক এবং নিউজ এডিটর হিসাবে কাজ করে যাচ্ছিলেন।
আরও পড়ুন: করোনায় দেশে একদিনে প্রথম শতাধিক মৃত্যু, শনাক্ত ২৩.৩৬ শতাংশ
২০১৮ সালের আগস্টের শুরুর দিকে ফিনান্সিয়াল এক্সপ্রেসে প্রতিষ্ঠাতা সম্পাদক এএইচএম মোয়াজ্জেম হোসেনের মৃত্যুর পরে শহিদুজ্জামান কিছুদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
৩ বছর আগে
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী আর নেই
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার রাত ১১টার দিকে তিনি মারা যান বলে ইউএনবিকে জানিয়েছেন বাংলা একাডেমির সেক্রেটারি এবং ভারপ্রাপ্ত মহাপরিচালক এএইচএম লোকমান।
একুশে পদকপ্রাপ্ত কবি পাকস্থলীর সমস্যার কারণে ২৭ এপ্রিল থেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
আরও পড়ুন: রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক আর নেই
৭২ বছর বয়সী সিরাজীকে ২৫ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং পরে অন্ত্র এবং পাচনতন্ত্রের মারাত্মক জটিলতার কারণে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। ২৭ এপ্রিল তার একটি অপারেশন করা হয়েছিল।
এছাড়াও তিনি পেপটিক আলসার সহ অন্যান্য স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন।
আরও পড়ুন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী মারা গেছেন
লোকমান বলেছেন, সিরাজীর মরদেহ তার ধানমন্ডির বাসা থেকে সকাল ১০ টায় বাংলা একাডেমিতে নিয়ে যাওয়া হবে। তার প্রথম নামাজে জানাজা বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। আজিমপুর কবরস্থানে তার দ্বিতীয় নামাজে জানাজার পরে তাকে সেখানে দাফন করা হবে।
কবি সিরাজী ২০ ডিসেম্বর ২০১৮ তে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছিলেন।
আরও পড়ুন:বরেণ্য সংগীত পরিচালক আলাউদ্দীন আলী মারা গেছেন
তিনি ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তিনি দেশের শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে পড়াশোনা করেছিলেন।
হাবীবুল্লাহ সিরাজী ২০১৬ সালে একুশে পদক লাভ করেন। এছাড়া কবিতায় অবদানের জন্য ১৯৯১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছিলেন তিনি।
৩ বছর আগে
রাবির ইমেরিটাস অধ্যাপক এবিএম হোসেন মারা গেছেন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন শিক্ষক ইমেরিটাস অধ্যাপক এ বি এম হোসেন শনিবার ইন্তেকাল করেছেন।
৪ বছর আগে
স্ট্রোক করে আশঙ্কাজনক অবস্থায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম
হাসপাতালে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম স্ট্রোক করে বর্তমানে আশঙ্কাজন অবস্থায় রয়েছেন।
৪ বছর আগে