ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার নির্বাহী সম্পাদক শহিদুজ্জামান খান রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
রবিবার সন্ধ্যা পৌনে ৭টায় শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শহিদুজ্জামান খান গত কয়েক দিন ধরেই লাইফ সাপোর্টে ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন তিনি।
এছাড়াও তিনি নানা স্বাস্থ্য সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।
আরও পড়ুন: ইউএনবি এবং ঢাকা কুরিয়ারে এডিটর এট লার্জ হিসেবে যোগ দিলেন আফসান চৌধুরী
সাংবাদিক শহিদুজ্জামানকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
এর আগে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে ৭ মে শহিদুজ্জামানকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। গত তিন সপ্তাহ ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে দুই নারীসহ ৪ ভুয়া সাংবাদিক আটক
হাসপাতালে ভর্তির চার দিন পর ৭১ বছর বয়সী এই সাংবাদিককে অক্সিজেন সহায়তা প্রয়োজন হওয়ায় সাধারণ কেবিন থেকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।
তিনি ১৯৯৩ সাল থেকে ফিনান্সিয়াল এক্সপ্রেসের সাথে নির্বাহী সম্পাদক এবং নিউজ এডিটর হিসাবে কাজ করে যাচ্ছিলেন।
আরও পড়ুন: করোনায় দেশে একদিনে প্রথম শতাধিক মৃত্যু, শনাক্ত ২৩.৩৬ শতাংশ
২০১৮ সালের আগস্টের শুরুর দিকে ফিনান্সিয়াল এক্সপ্রেসে প্রতিষ্ঠাতা সম্পাদক এএইচএম মোয়াজ্জেম হোসেনের মৃত্যুর পরে শহিদুজ্জামান কিছুদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।