৬ দফা
৬ দফা দাবির মধ্যেই ছিল স্বাধীনতার প্রেরণা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঐতিহাসিক ৬ দফা দাবি থেকে জনগণের মধ্যে স্বাধীনতার আন্দোলন বেগবান হয়েছে।
৬ দফা দিবসে বুধবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শহীদদের রক্ত বৃথা যায়নি।
তিনি বলেন, আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি।
শেখ হাসিনা বলেন, এটা খুবই দুঃখজনক যে, স্বাধীনতার পর যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ছিলেন, তখন তাকে হত্যা করা হয়েছিল।
তিনি আরও বলেন, ‘তার হত্যার পর দেশ আর অগ্রসর হতে পারেনি।’
সংসদ নেতা উল্লেখ করেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে।
তিনি বলেন, ‘সরকার দেশকে উন্নয়নশীল দেশে নিয়ে যেতে সক্ষম হয়েছে।’
আরও পড়ুন: অস্থির বৈশ্বিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে: প্রধানমন্ত্রী
তিনি উল্লেখ করেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু উল্লেখ করেছিলেন, জনগণকে কেউ দমন করতে পারবে না।
‘বাংলাদেশকে আর কেউ দমাতে পারবে না, কারণ বাংলাদেশের মানুষ এটা ভালো করেই জানে যে বাঙালিরা স্বাধীন ও বিজয়ী, এটাই বাস্তবতা।’
শেখ হাসিনা বলেন, দেশের মানুষ মাথা উঁচু করে সারাবিশ্বে ঘুরে বেড়াবে।
আরও পড়ুন: বিএনপিকে বাইরের শক্তি ক্ষমতায় বসাতে পারবে না, বরং সরকারের বিরুদ্ধে ব্যবহার করবে: প্রধানমন্ত্রী
‘আমরা একটি উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ব এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট দেশ হিসেবে গড়ে তুলব।’
তিনি উল্লেখ করেন, লাখো শহীদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।
তিনি বলেন, ‘আমাদের সেই স্বাধীনতাকে ব্যর্থ হতে দেওয়া উচিত নয় এবং আমরা তা হতে দেব না। আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’
বক্তব্য দেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সংসদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ প্রমুখ।
আরও পড়ুন: বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছিল বিশ্বব্যাংক: সংসদে প্রধানমন্ত্রী
১ বছর আগে
খুলনায় ১৭ ফেব্রুয়ারি থেকে ধর্মঘটের ডাক জ্বালানি তেল ব্যবসায়ীদের
জ্বালানি তেলের ওপর সাড়ে সাত শতাংশ কমিশন বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে খুলনা ও ফরিদপুরের ১৫ জেলায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে খুলনা জ্বালানি তেল ব্যবসায়ীরা।
শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ট্যাংকলরি মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব শেখ ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
ধর্মঘট চলাকালে ট্যাংকলরি চলাচল বন্ধ রেখে পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি তেল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখা হবে।
আরও পড়ুন: রাজশাহী, রংপুর ও খুলনায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ
ব্যবসায়ীদের অন্য দাবিগুলো হলো, সেলস কমিশন ঘোষণার গেজেট আকারে প্রকাশ, মালিক কর্তৃক প্রিমিয়াম পরিশোধ স্বাপেক্ষে ট্যাঙ্ক-লরি শ্রমিকদের পাঁচ লাখ টাকা দুর্ঘটনা বীমা প্রথা চালু করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক পেট্রোল পাম্পের প্রবেশ দ্বারের ভূমির জন্য ইজারা গ্রহণের প্রথা বাতিল এবং জ্বালানি ডিপোতে ট্যাঙ্ক-লরি শ্রমিকদের জন্য পর্যাপ্ত বিশ্রামাগার নির্মাণ।
আরও পড়ুন: পরিত্যক্ত পলিথিন পুড়িয়ে জ্বালানি তেলসহ এলপি গ্যাস উদ্ভাবন
২ বছর আগে
স্বাধীনতার জন্য জাতির মনন তৈরির লক্ষ্যেই বঙ্গবন্ধু ৬ দফা ঘোষণা করেছিলেন: তথ্যমন্ত্রী
স্বাধীনতার জন্য জাতির মনন তৈরির লক্ষ্যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিকব ৬ দফা ঘোষণা করেছিলেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
৪ বছর আগে