প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঐতিহাসিক ৬ দফা দাবি থেকে জনগণের মধ্যে স্বাধীনতার আন্দোলন বেগবান হয়েছে।
৬ দফা দিবসে বুধবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শহীদদের রক্ত বৃথা যায়নি।
তিনি বলেন, আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি।
শেখ হাসিনা বলেন, এটা খুবই দুঃখজনক যে, স্বাধীনতার পর যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ছিলেন, তখন তাকে হত্যা করা হয়েছিল।
তিনি আরও বলেন, ‘তার হত্যার পর দেশ আর অগ্রসর হতে পারেনি।’
সংসদ নেতা উল্লেখ করেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে।
তিনি বলেন, ‘সরকার দেশকে উন্নয়নশীল দেশে নিয়ে যেতে সক্ষম হয়েছে।’
আরও পড়ুন: অস্থির বৈশ্বিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে: প্রধানমন্ত্রী
তিনি উল্লেখ করেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু উল্লেখ করেছিলেন, জনগণকে কেউ দমন করতে পারবে না।
‘বাংলাদেশকে আর কেউ দমাতে পারবে না, কারণ বাংলাদেশের মানুষ এটা ভালো করেই জানে যে বাঙালিরা স্বাধীন ও বিজয়ী, এটাই বাস্তবতা।’
শেখ হাসিনা বলেন, দেশের মানুষ মাথা উঁচু করে সারাবিশ্বে ঘুরে বেড়াবে।
আরও পড়ুন: বিএনপিকে বাইরের শক্তি ক্ষমতায় বসাতে পারবে না, বরং সরকারের বিরুদ্ধে ব্যবহার করবে: প্রধানমন্ত্রী
‘আমরা একটি উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ব এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট দেশ হিসেবে গড়ে তুলব।’
তিনি উল্লেখ করেন, লাখো শহীদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।
তিনি বলেন, ‘আমাদের সেই স্বাধীনতাকে ব্যর্থ হতে দেওয়া উচিত নয় এবং আমরা তা হতে দেব না। আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’
বক্তব্য দেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সংসদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ প্রমুখ।
আরও পড়ুন: বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছিল বিশ্বব্যাংক: সংসদে প্রধানমন্ত্রী