পবিত্র ঈদুল আযহা
আফতাবনগরে পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাট বসানো কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বুধবার (৮ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আরও পড়ুন: লালমনিরহাটে তামাক খেত থেকে শিশুর লাশ উদ্ধার
এ আদেশর ফলে কোরবানির ঈদে আফতাবনগরে পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন- সিনিয়র আইনজীবী শাহ মনজুরুল হক ও আইনজীবী এস এম শামীম হোসাইন।
রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
এর আগে গত ৪ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ঈদুল আযহা ২০২৪ উপলক্ষে কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেন।
এ বিজ্ঞপ্তিতে ১১টি হাটের কথা উল্লেখ রয়েছে। এর মধ্যে আফতারনগ হাটের অংশের বৈধতা নিয়ে রিট করেন আফতাবনগর জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন কাজল।
আইনজীবী শামীম হোসাইন বলেন, আদালত রিটের শুনানি শেষে রুল জারি করেছেন। একইসঙ্গে ইজারা বিজ্ঞপ্তির আফতাবনগর অংশ স্থগিত করেছেন।
আরও পড়ুন: ঈদুল আজহায় ঢাকায় বসবে ২২টি পশুর হাট
৯ দিন বন্ধ থাকছে সোনাহাট স্থল বন্দরের কার্যক্রম
৫৯৫ দিন আগে
সাড়ে ৯ হাজার মেট্রিক টন বর্জ্য স্থানান্তর করেছে ডিএসসিসি
পবিত্র ঈদুল আযহায় প্রায় সাড়ে ৯ হাজার মেট্রিক টন কোরবানির পশুর হাট ও পশুর বর্জ্য অপসারণ ও মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
মোট ২ হাজার ৩৭০টি ট্রিপের মাধ্যমে এ বর্জ্য স্থানান্তর করা হয়েছে।
সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: দুপুর ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু হবে: মেয়র তাপস
এতে বলা হয়, দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ড থেকে গত রাত সোয়া ১টার মধ্যে প্রথম দিনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
দ্বিতীয় দিনের কোরবানির পশুর বর্জ্য অপসারণে বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
১২৬২ দিন আগে
ঈদ উপলক্ষে ১ লাখ ৩০০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক লাখ তিনশ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার। সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এই বরাদ্দ দেন।
মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. সেলিম হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারাদেশের ৬৪ জেলার ৪৯২ উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩ ভিজিএফ কার্ডের বিপরীতে এবং ৩২৯ পৌরসভার জন্য ১২ লাখ ৫৩ হাজার ৮৫১ ভিজিএফ কার্ডের বিপরীতে মোট ১ লাখ ৩৩০ দশমিক ৫৪০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার।
আরও পড়ুন: নতুন সচিব পেল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
একই সঙ্গে দুঃস্থ,অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা দিতে বলা হয়েছে। তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে নির্দেশনা দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১২৬৯ দিন আগে
ষাটোর্ধ্বদের কোরবানির পশুর হাটে না যাওয়ার আহ্বান তাপসের
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সোমবার ষাটোর্ধ্ব ব্যক্তিদের কোরবানির পশুর হাটে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।
২০০৩ দিন আগে