প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী
জনশক্তি রপ্তানির বিষয়ে ক্রোয়েশিয়া ও সার্বিয়ার সঙ্গে চুক্তি সইয়ের প্রক্রিয়া চলছে: মন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির জন্য ক্রোয়েশিয়া ও সার্বিয়াসহ ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বিওইএসএল) এর মাধ্যমে রোমানিয়া যাওয়ার উদ্দেশ্যে ১০২ জনের মধ্যে ৩০ জন কর্মীর বিদায় উপলক্ষে সোমবার রাজধানীতে তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ইউরোপ বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় শ্রমবাজার এবং ইউরোপে শ্রম অভিবাসনের হার প্রতিনিয়ত বাড়ছে।
আরও পড়ুন: ভারতীয় মিত্রবাহিনীর ৩০ সদস্যকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবর্ধনা
তিনি বলেন, বিওইএসএল-এর মাধ্যমে রোমানিয়াসহ ইউরোপের অন্যান্য দেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে।
মন্ত্রী বিদেশ যেতে ইচ্ছুক শ্রমিকদের দেশের প্রতি দায়িত্বশীল হয়ে দায়িত্বশীল আচরণ ও কাজের প্রতি মনোযোগ দিয়ে দেশের সুনাম বৃদ্ধির আহ্বান জানান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন এবং মন্ত্রণালয়, বিওইএসএল এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: বাংলাদেশ সত্যিকারের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার: মার্কিন উপ-সহকারী সচিব
ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন
১ বছর আগে
করোনায় চাকরি হারিয়েছেন পাঁচ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী: মন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, করোনা মহামারি প্রাদুর্ভাবের পর থেকে পাঁচ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী শ্রমিক তাদের চাকরি হারিয়ে দেশে ফিরে এসেছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে আওয়ামী লীগের ফরিদপুর জেলার সংসদ সদস্য মঞ্জুর হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকারের বিভিন্ন কূটনৈতিক উদ্যোগের কারণে ২০২২ সালের মে পর্যন্ত পাঁচ লাখ ৪০ হাজার অভিবাসী শ্রমিক বিদেশে কর্মসংস্থান পেয়েছেন।
চট্টগ্রামের আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি বছরের মে মাস পর্যন্ত তথ্য অনুযায়ী বিশ্বের ৮৪টি দেশে মোট ১০ লাখ ৫০ হাজার নারী অভিবাসী শ্রমিক কাজ করছেন।
মন্ত্রী বিদেশে নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনগুলোর বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
ভোলার আ.লীগ সাংসদ আলী আজমের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে খাদ্যশস্যের কোনো অভাব নেই।
আওয়ামী লীগের জামালপুর জেলার সংসদ সদস্য আবুল কালাম আজাদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সংসদে বলেন, বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে জনগণকে সরকারের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টার জন্য দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। সম্প্রতি সয়াবিন তেল মজুদ করা হচ্ছে।
মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে বাজার মনিটরিং টিম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য দায়ীদের জরিমানা করেছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, জেলা ও উপজেলা প্রশাসন পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অসৎ ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে।
আরও পড়ুন: আ’লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন কেউ থামাতে পারবে না: সংসদে প্রধানমন্ত্রী
অর্থ পাচারকারীদের দায়মুক্তির সমালোচনা সংসদ সদস্যদের
২ বছর আগে
করোনা নেগেটিভ সনদ বিদেশগামী সব যাত্রীর জন্য বাধ্যতামূলক নয়: মন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বৃহস্পতিবার বলেছেন, ‘যে সকল দেশ যাত্রীদের জন্য করোনা নেগেটিভ সনদ চাইবে, কেবলমাত্র সেসকল দেশের যাত্রীদের জন্য করোনা নেগেটিভ সনদ গ্রহণ বাধ্যতামূলক হবে।’
৪ বছর আগে