প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, করোনা মহামারি প্রাদুর্ভাবের পর থেকে পাঁচ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী শ্রমিক তাদের চাকরি হারিয়ে দেশে ফিরে এসেছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে আওয়ামী লীগের ফরিদপুর জেলার সংসদ সদস্য মঞ্জুর হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকারের বিভিন্ন কূটনৈতিক উদ্যোগের কারণে ২০২২ সালের মে পর্যন্ত পাঁচ লাখ ৪০ হাজার অভিবাসী শ্রমিক বিদেশে কর্মসংস্থান পেয়েছেন।
চট্টগ্রামের আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি বছরের মে মাস পর্যন্ত তথ্য অনুযায়ী বিশ্বের ৮৪টি দেশে মোট ১০ লাখ ৫০ হাজার নারী অভিবাসী শ্রমিক কাজ করছেন।
মন্ত্রী বিদেশে নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনগুলোর বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
ভোলার আ.লীগ সাংসদ আলী আজমের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে খাদ্যশস্যের কোনো অভাব নেই।
আওয়ামী লীগের জামালপুর জেলার সংসদ সদস্য আবুল কালাম আজাদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সংসদে বলেন, বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে জনগণকে সরকারের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টার জন্য দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। সম্প্রতি সয়াবিন তেল মজুদ করা হচ্ছে।
মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে বাজার মনিটরিং টিম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য দায়ীদের জরিমানা করেছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, জেলা ও উপজেলা প্রশাসন পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অসৎ ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে।
আরও পড়ুন: আ’লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন কেউ থামাতে পারবে না: সংসদে প্রধানমন্ত্রী