জাজিরা
শরীয়তপুরে কৃষককে কুপিয়ে হত্যা!
শরীয়তপুরের জাজিরা উপজেলায় নাওডোবা ইউনিয়নে দাউদ খান নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পশ্চিম নাওডোবা এলাকার মেছের মুন্সী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা
নিহত দাউদ খান মেছের মুন্সী কান্দি গ্রামের মৃত ইসমাইল খানের ছেলে।
পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের পার্শ্ববর্তী মৃত নুরুল ইসলাম মাতবরের ছেলে মোজাম্মেল মাতবরের পরিবারের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ ছিল দাউদ খানের পরিবারের।
যার ফলে স্থানীয়রা সন্দেহ করে মোজাম্মেল মাতবরকে অভিযুক্ত হিসেবে আটক করে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশের হাতে তুলে দেয়। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে আ. লীগ প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা
নাওডোবা ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসাইন বলেন, রাতের আঁধারে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। বিষয়টি সকালে শুনেছি।
পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামতসহ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ, ২ ভাই আটক
তিনি আরও বলেন, পাশাপাশি স্থানীয়দের হাত থেকে মোজাম্মেল মাতবরকে উদ্ধার করে আমাদের হেফাজতে নিয়েছি।
ওসি বলেন, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: সিলেটে স্ত্রী ও ২ সন্তানকে কুপিয়ে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
১১ মাস আগে
শরীয়তপুরের জাজিরায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে রোগীসহ নিহত ৬
শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মাসেতু দক্ষিণ থানার কাছে দ্রুতগামী ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রোগী জাহানারা বেগম(৫৫), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি(২৮), রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা(৩০), গাড়ি চালক জ্বিলানি(২৮), গাড়ির হেল্পার রবিউল ইসলাম(২৬), সাংবাদিক মাসুদ রানা(৩০)।
জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার এনামুল হক সুমন জানান, নিহত সাংবাদিক দৈনিক নবচেতনার বরিশাল ব্যুরো চিফ মো. মাসুদ রানা।
একটি এলপি গ্যাসবোঝাই ট্রাকের পেছন দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়।
জানা যায়, শিবচর থেকে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে তারা ঢাকায় যাচ্ছিল। পদ্মাসেতু এলাকায় দুর্ঘটনার স্বীকার হলে অ্যাম্বুলেন্সটির ড্রাইভার ও তার মধ্যে থাকা রোগীসহ মোট ছয়জন তথা সবাই ঘটনাস্থলেই মারা যায়। পরে লাশগুলো উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: রংপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নবজাতকসহ নিহত ৩
এনামুল হক সুমন বলেন, ‘আমরা হঠাৎ খবর পাই পদ্মাসেতু এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দুর্ঘটনার স্বীকার গাড়িগুলো নিরাপদ স্থানে নিয়ে যাই এবং লাশগুলো উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসি।’
পদ্মাসেতু দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদ জানান, হঠাৎ করেই থানার পাশে বিকট চিৎকার-চেঁচামেচি শুনে উঠে আসি। এসে দেখি দুর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে তাদের সঙ্গে নিয়ে গাড়ি ও লাশগুলো আমরা উদ্ধার করি।
হাইওয়ে ফরিদপুর সার্কেল সহকারী পুলিশ সুপার মো. মারুফ হাসান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও দক্ষিণ থানা পুলিশকে সঙ্গে নিয়ে নিহতদের লাশ উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এসে সুরতহাল করেছি। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে, এখান থেকেই সজনদের হাতে লাশ তুলে দেয়া হবে।
আরও পড়ুন: তারাগঞ্জে ট্রাক, ইজিবাইক ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪
১ বছর আগে
পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত: মাওয়া ও জাজিরা প্রান্তে কয়েকশ’ যানবাহন
আনুষ্ঠানিক উদ্বোধনের একদিন পর রবিবার সকাল ৬টায় বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
ইউএনবির মুন্সীগঞ্জ সংবাদদাতা জানান, প্রথমবার সেতু পার হওয়ার জন্য রাত থেকেই সেতুর মাওয়া পয়েন্টে মানুষের ভিড় দেখা যায়। এসময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাগামী মোটরসাইকেল, বাস ও ট্রাকসহ অন্যান্য যানবাহনকে সেতু পার হওয়ার জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
কামরাঙ্গীরচর এলাকা থেকে আসা মোটরসাইকেল আরোহী আমিনুল ইসলাম (৩৫) মাওয়া পয়েন্টে টোল দিয়ে প্রথমে সেতু পার হন।
তিনি জানান, আরও ১০০ জন মোটরসাইকেল আরোহীর সঙ্গে তিনি সেতু পার হওয়ার জন্য এখানে আসেন।
তবে ম্যানুয়াল পদ্ধতির কারণে মাওয়া পয়েন্টে টোল আদায় বিলম্বিত হয়েছে।
রবিবার টোল আদায়ের জন্য ছয়টির মধ্যে পাঁচটি বুথ খোলা হয়েছে।
পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী বলেন, আজ প্রথম দিন হওয়ায় টোল আদায় প্রক্রিয়া কিছুটা ধীরগতির।
পরবর্তীতে প্রক্রিয়াটি দ্রুত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: পদ্মা সেতু: টোল বাবদ বছরে এক হাজার ৬০০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা
২ বছর আগে
পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে মাওয়া ও জাজিরায় উৎসবের আমেজ
পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন ঘিরে মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা এলাকার মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
জাতির স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতু উদ্বোধনের কথা রয়েছে।
শনিবার সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সেতু এলাকায় হাজারো মানুষের ভিড় শুরু হয়েছে।
আরও পড়ুন: পদ্মা সেতু আত্মনির্ভরশীলতা ও আত্মমর্যাদার প্রতীক: রাষ্ট্রপতি
দেশের সবচেয়ে বড় স্বপ্ন উদযাপন করতে নদীতে অনেক রঙিন নৌকা চলাচল করতে দেখা গেছে।
সেতুর সংযোগ সড়কের দু’পাশে ব্যানার ও ফেস্টুন দেখা গেছে।
পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে সেতু এলাকা ও আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও পড়ুন: পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
সরকারি হিসাব মতে, সেতুটি রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চললের ২১ জেলাকে সরাসরি সংযুক্ত করেছে। এটি জিডিপি প্রবৃদ্ধি এক দশমিক ২৩ শতাংশ বৃদ্ধি করবে এবং বার্ষিক শূন্য দশমিক ৮৪ শতাংশ হারে দারিদ্র্য দূর করে আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
২ বছর আগে
শরীয়তপুরে স্কুলছাত্র হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
শরীয়তপুরের জাজিরায় অপহরণের পর এক স্কুলছাত্রকে হত্যা মামলায় সাত আসামির মধ্যে দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকি চার আসামিকে বেকসুর খালাস এবং একজনের রায় স্থগিত রাখা হয়েছে।
নিহত স্কুল ছাত্রের নাম শাকিল মাদবর। সে উপজেলার পূর্ব নাওডোবা হাজী কালাই মোড়লকান্দির এলাকার ছালাম মাদবরের ছেলে এবং স্থানীয় আ্যাম্বিশন কিন্ডার গার্টেন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
দণ্ডপ্রাপ্ত আসামিদের নাম ইমরান মোড়ল ও সাকিব বাবু।
খালাস প্রাপ্তরা হলেন- আক্তার মাদবর, সজিব মাঝি, মহসিন হাওলাদার ও স্বপন সরদার।
আরও পড়ুন: সিলেটে কলেজছাত্র হত্যা: ১ জনের মৃত্যুদণ্ড
আর আসামি বাবু ফরাজীর উচ্চ আদালতে আপীল থাকায়, তার রায় স্থগিত রাখা হয়েছে। উচ্চ আদালতের আপীল নিস্পত্তি হলে বাবু ফরাজীর রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।
জানা যায়, ক্রিকেট খেলার নাম করে ২০২০ সালের ২৫ জুন শাকিল মাদবরকে অপহরণ করা হয়। পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবীতে শাকিলকে হত্যা করে পদ্মা সেতুর ৩৯ নং পিলারের নিকট মাটিতে পুঁতে রাখে অপহরণকারীরা। এ বিষয়ে শাকিলের বাবা ছালাম মাদবর জাজিরা থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে শাকিলকে ক্রিকেট খেলতে ডেকে নেয়া সাকিব বাবুকে আটক করে পুলিশ। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে সাকিব বাবুর দেখানো জায়গা থেকে শাকিলের লাশ উদ্ধার করা হয়।
এরপর ঘটনার সঙ্গে সম্পৃক্ত সাত জনকে আসামি করে জাজিরা থানায় মামলা হয়। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার (১২ এপ্রিল) শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ছালাম খান আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: পরকীয়ার জেরে হত্যা, নারীসহ চারজনের মৃত্যুদণ্ড
রাষ্ট্র ও আসামিপক্ষ উভয়ই এ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।
মামলার বাদী ছালাম মাদবর বলেন, গ্রেপ্তার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অন্যান্যদের আসামি করা হয়েছে। সেই মামলায় আজ দু’জনকে মৃত্যুদণ্ড দিয়ে, অন্যান্যদের খালাস দিয়েছেন আদালত। আমি এই রায়ে অসন্তোষ প্রকাশ করছি। আমি উচ্চ আদালতে যাবো।
রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি এডভোকেট ফিরোজ আহমেদ বলেন, একটি লোমহর্ষক ঘটনা ছিল। আাসমিরা মুক্তিপনের দাবীতে শাকিল মাদবর নামে এক কিশোরকে অপহরণ করে হত্যা পরবর্তী লাশ গুম করে। সেই মামলায় আসামীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেই অন্যান্যরা আসামি হয়েছে। আজ দু’জনকে মৃত্যুদণ্ড দিয়ে অপর চার জনকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। আসামি বাবু ফরাজীর পক্ষে উচ্চ আদালতে আপলীল থাকায় তার রায় স্থগিত রাখা হয়েছে। বাদী উচ্চ আদালতে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। আমি তার সঙ্গে সহমত প্রকাশ করছি।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মুরাদ বলেন, আমার আসামি ন্যায় বিচার বঞ্চিত হয়েছে। তাই ন্যায় বিচার প্রত্যাশায় উচ্চ আদালতের আশ্রয় নেব।
আরও পড়ুন: খুলনায় শহীদুল হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড
২ বছর আগে
পদ্মা সেতুর ৩৪তম স্প্যান স্থাপন, দৃশ্যমান ৫.১ কিলোমিটার
পদ্মা সেতুর ওপর ৩৩তমস্প্যান স্থাপনের মাত্র ছয়দিনের মাথায় স্থাপন করা হয়েছে ৩৪তম স্প্যান।
৪ বছর আগে