উদ্বোধনী অনুষ্ঠান
জাকার্তায় আসিয়ান শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন ৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন।
মঙ্গলবার জাকার্তার একটি কনভেনশন সেন্টারে ‘এশিয়ান ম্যাটারস : এপিসেন্ট্রারাম অব গ্রোথ’ প্রতিপাদ্য নিয়ে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
স্বাগতিক ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো আনুষ্ঠানিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের অ্যাসোসিয়েশনের শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন।
রাষ্ট্রপতি উদ্বোধনী অনুষ্ঠানের পরে কনভেনশন সেন্টারের প্লেনারি হলে রাষ্ট্রনেতাদের সঙ্গে একটি গ্রুপ ফটোশুটেও অংশ নেন। রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন তার স্ত্রী ড. রেবেকা সুলতানা।
রাষ্ট্রপতির সফরসঙ্গীদের মধ্যে আছেন অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর বাণী ছড়িয়ে দিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করুন: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
প্রেসিডেন্ট রবিবার জাকার্তায় পৌঁছেছেন। এছাড়াও তিনি এখানে ৫ থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ইষ্ট এশিয়া সম্মেলনেও যোগ দেবেন।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে বরণের পাশাপাশি ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে স্বাগত জানানো হয়।
রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে জাকার্তা পৌঁছেছেন।
রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো এবং থাইল্যান্ড, মালয়েশিয়া এবং তিমুর-লেস্তের রাষ্ট্রীয় নেতাদের সঙ্গেও পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতি হুতান কোটা গেলোরা বুং কার্নোতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আয়োজিত 'গালা ডিনার'-এ যোগ দেবেন।
জাকার্তা থেকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তার স্ত্রীকে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাবেন।
সূচি অনুযায়ী আগামী ১৬ সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: প্রধান স্কাউট হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
১ বছর আগে
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএফের ফ্লাই পাস্ট ও অ্যারোবেটিকস প্রদর্শন
পদ্মা সেতুর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শনিবার বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানের নেতৃত্বে বর্ণাঢ্য ফ্লাই পাস্ট ও অ্যারোবেটিকস প্রদর্শন করেছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তর মাওয়া প্রান্তে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটির উদ্বোধন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুজ্জামান হাওলাদারের নেতৃত্বে মোট ২৮টি বিমান ফ্লাই পাস্টে অংশ নেয়।
আরও পড়ুন: পদ্মা সেতু ষড়যন্ত্রকারীদের জন্য উপযুক্ত জবাব: প্রধানমন্ত্রী
২ বছর আগে
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক জামিলুর রেজার অনুপস্থিতি অনুভূত হবে
পদ্মা বহুমুখী সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন শনিবার। এর মধ্য দিয়ে জাতি একটি নতুন ভোর দেখতে প্রস্তুত। তবে উদযাপনের সময় মঞ্চে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর অনুপস্থিতি অনুভূত হবে।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বিশেষজ্ঞদের আন্তর্জাতিক প্যানেলের প্রধান ছিলেন অধ্যাপক চৌধুরী। এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে জানতে চেয়েছিলেন তার মতো বাংলাদেশি প্রকৌশলীরা চ্যালেঞ্জিং এ কাজটি করতে পারবেন কি না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জবাবে তিনি বলেন, ‘আমরা যা করতে সক্ষম তাই করতে পারি। যে সব ক্ষেত্র আমাদের জ্ঞানের ঘাটতি বা অভিজ্ঞতার অভাব রয়েছে সেখানে দেখা-শোনার জন্য আমরা বিদেশ থেকে বিশেষজ্ঞদের নিয়ে আসতে পারি।’
আরও পড়ুন: পদ্মা সেতু: বাগেরহাট হবে নতুন অর্থনৈতিক হাব
শেখ হাসিনা ইতিমধ্যেই তার অপরিসীম অবদানের কথা স্মরণ করেছেন এবং বলেছেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী যদি তাদের মধ্যে থাকতেন তবে এই সম্পূর্ণ সেতুটি দেখতে পারতেন। ‘আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকসহ অনেক বড় বড় ব্যক্তি পিছু হটলেও তারা (জে আর চৌধুরীর মতো বাংলাদেশি প্রকৌশলী) হাল ছেড়ে দেননি। বরং তারা সাহস দেখিয়েছেন।
বাংলাদেশের প্রকৌশলী সম্প্রদায়ের সবচেয়ে বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বাংলাদেশের অবকাঠামো ব্যবস্থার উন্নয়নে প্রধান ভূমিকা পালন করা অধ্যাপক চৌধুরী ২০২০ সালের ২৮ এপ্রিল ৭৬ বছর বয়সে মারা যান।
তিনি একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিভিল ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ, গবেষক, প্রশাসক ও নেতা ছিলেন।
আরও পড়ুন: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূসকে আমন্ত্রণ
বাংলাদেশে কার্যত কোনো গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অধ্যাপক চৌধুরীর সম্পৃক্ততা ছাড়া বাস্তবায়িত হয়নি।
তিনি এক্সপ্রেসওয়ে, সেতু, উঁচু ভবন, শিল্প ভবন, ট্রান্সমিশন টাওয়ার, এয়ারক্রাফ্ট হ্যাঙ্গার, স্টেডিয়াম, বন্দর ও জেটি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কম্পিউটারাইজেশন ইত্যাদি সংক্রান্ত প্রকল্পে বিপুল সংখ্যক জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কাজ করেছেন।
২ বছর আগে
পদ্মা সেতুর উদ্বোধন: ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ২৫ জুনের (ইংরেজী ২য় পত্র) এসএসসি পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এসএসসি পরীক্ষা উপলক্ষে রবিবার সচিবালয়ে আইশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু আগামী ২৫ জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিক্ষামন্ত্রী জানান, এসএসসি পরীক্ষা উপলক্ষে আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।
এ বছর ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবে বলে জানিয়েছেন তিনি।
আগামী ১৯ জুন থেকে ৬ জুলাই সারাদেশে তিন হাজার ৭৯০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
পড়ুন: ১৫ জুন থেকে ৭ জুলাই সব কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী
২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়ে
২ বছর আগে
বঙ্গবন্ধু বিপিএল: জমকালো উদ্বোধনী আয়োজনে সালমান-ক্যাটরিনা
জমকালো আয়োজনের মধ্য দিয়ে রবিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল)।
৫ বছর আগে
দুবাই এয়ার শোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
দুবাই (ইউএই), ১৭ নভেম্বর (ইউএনবি)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বিশ্বের অন্যতম বৃহৎ বিমান প্রদর্শনী দুবাই এয়ার শো ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
৫ বছর আগে