নাইজেরিয়া
নাইজেরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে ৩০০ শিক্ষার্থী অপহরণ
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বিদ্যালয় থেকে ৩০০ শিক্ষার্থীকে অপহরণ করেছে সশস্ত্র ইসলামিক চরমপন্থীরা।
বৃহস্পতিবার (৭ মার্চ) কাদুনা রাজ্যের কুরিগা শহরের প্রত্যন্ত শহরের একটি বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সহিংস হত্যাকাণ্ড, অনাচার ও ছিনতাইপ্রবণ এলাকা হিসেবে পরিচিত ওই রাজ্যে অপহৃত হওয়া শিশুদের মধ্যে অন্তত ১০০ জন ১২ বছর বা তার চেয়ে কমবয়সী।
কুরিগার এ ঘটনাটি উত্তর নাইজেরিয়ায় গত সপ্তাহ থেকে এ পর্যন্ত তৃতীয় গণ-অপহরণের ঘটনা। এর আগে গত সপ্তাহে শনিবারে উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য সোকোটোর একটি স্কুল থেকে ১৫ জন শিশুকে অপহরণ করা হয়। তারও আগে উত্তর-পূর্ব বোর্নো রাজ্যে ২০০ জনকে অপহরণ করা হয়।
বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে জানা যায়, কোনো গোষ্ঠী এখনো এই অপহরণের দায় স্বীকার করেনি। তবে ইসলামিক চরমপন্থীরা উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহ চালাচ্ছে। তারা বোর্নোতে অপহরণ চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আর বিদ্যালয়ে অপহরণের জন্য ওই অঞ্চলে বসতি স্থাপন করা সম্প্রদায়ের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত পশুপালকদের দায়ী করেছে স্থানীয়রা।
নাইজেরিয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অপহরণের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৪ সালে ইসলামিক চরমপন্থীরা বোর্নোর চিবোক থেকে দু’শোর বেশি স্কুলছাত্রীকে অপহরণ করেছিল।
অপহরণের কথা স্মরণ করে এলইএ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুলের শিক্ষক নুরা আহমেদ এপিকে বলেন, সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেবলই শ্রেণিকক্ষে অবস্থান নিচ্ছিল সে সময় মোটরসাইকেলে করে এসে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে।
গত বছরে নাইজেরিয়া জুড়ে ৩ হাজার ৫০০ জনেরও বেশি লোককে অপহরণ করা হয়। এমনকি রাজধানীতে বাড়ি থেকেও কয়েকজনকে অপহরণ করা হয়।
নাইজারের সঙ্গে দীর্ঘ ১ হাজার ৫০০ কিলোমিটার সীমান্তের অনেকটা জুড়ে সাভানা বনভূমি। এই পথে অস্ত্র পাচার করে সেসব অস্ত্র অপহরণের কাজে ব্যবহার করে ইসলামিক চরমপন্থী বিদ্রোহীরা আর অপহৃতদের বনের গভীরে লুকিয়ে রাখে।
দেশটির সামরিক বাহিনীর দাবি, চরমপন্থীরা অপহৃতদের ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করে যে কারণে আকাশপথেও বনে বোমাবর্ষণ করে হামলা চালানো সম্ভব হয় না।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক হাডসন ইনস্টিটিউটের পশ্চিম আফ্রিকার বিশেষজ্ঞ গবেষক জেমস বার্নেট বলেন, এই দলগুলো নতুন নতুন কৌশল ব্যবহার করে আর চাঁদাবাজির মাধ্যমে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে আরও ছড়িয়ে পড়ছে।
কুরিগা শহর থেকে কাদুনা শহরে যেতে ৮৯ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হয়। এ রাস্তায় এখন এক ডজনেরও বেশি চেকপয়েন্ট এবং সামরিক ট্রাককে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনের ভিত্তিতে সৈন্যদের শিগগিরই অন্যত্র মোতায়েন করা হতে পারে।
শুক্রবার নাইজেরিয়ার পুলিশ এবং সৈন্যরা নিখোঁজ শিশুদের সন্ধানের জন্য বনের দিকে রওনা করেছে বলে জানায় সামরিক বাহিনী।
কুরিগার বাসিন্দারা কেবল আশা করছেন তাদের সন্তানরা অক্ষত অবস্থায় ফিরে আসবে এবং সামরিক কর্মীদের উপস্থিতিতে তারা এখন যে সুরক্ষা অনুভব করছে তা যেন স্থায়ী হয়।
৮ মাস আগে
মধ্য নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১৬০ জন নিহত
স্থানীয় কর্তৃপক্ষ সোমবার (২৬ ডিসেম্বর) জানিয়েছে, মধ্য নাইজেরিয়ার একটি গ্রামে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় হামলায় কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছেন।
স্থানীয় বোক্কোস অঞ্চলের একটি গ্রাম মুশুতে পশু পালক ও কৃষকদের মধ্যে সংঘর্ষে ১৬ জনের মৃত্যুর মধ্যদিয়ে এই ঘটনার সূত্রপাত হয়।
সোমবার বোক্কোস রাজ্যের স্থানীয় সরকারের প্রধান কাসাহ এএফপিকে জানিয়েছে, কমপক্ষে ১১৩ জন নিহত হয়েছে এবং ৩০০ জনেরও বেশি আহত মানুষকে বোক্কোস, জোস ও বারকিন লাদিতে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় রেড ক্রসের একটি অস্থায়ী টোল বোক্কোস অঞ্চলের ১৮টি গ্রামে ১০৮ জন মৃত্যুর খবর দিয়েছে।
রাজ্য সংসদের সদস্য ডিকসন চোলম জানিয়েছেন, বারকিন লাডি এলাকার বেশ কয়েকটি গ্রামে কমপক্ষে ৫০ জন মারা গেছেন বলে জানা গেছে।
সশস্ত্র হামলা নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে একটি বড় সুরক্ষা হুমকি হয়ে দাঁড়িয়েছে, যার ফলে মৃত্যু ও অপহরণ ঘটছে।
আরও পড়ুন: নাইজেরিয়ায় গির্জায় হামলায় ৫০ জনের বেশি নিহতের আশঙ্কা
নাইজেরিয়ায় ৪৩ কৃষককে গলা কেটে হত্যা করল জঙ্গিরা
নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিরাপত্তাবাহিনীর ১৪ সদস্য নিহত
১০ মাস আগে
নাইজেরিয়ায় গির্জার বাদকদলের ২৫ গায়ক অপহরণ
নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমের রাজ্য ওন্ডোর একটি গির্জার বাদকদলের ২৫ গায়ককে অপহরণ করেছে সশস্ত্র বন্দুকধারীরা।
রবিবার (১ অক্টোবর) স্থানীয় পুলিশ জানিয়েছে, শুক্রবার ওন্ডোর স্থানীয় সরকারি এলাকা ওসের একটি গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান চলাকালীন বন্দুকধারীরা গির্জার বাদকদলের কমপক্ষে ২৫ সদস্যকে অপহরণ করে।
আরও পড়ুন: নেদারল্যান্ডসের রটারডামে বন্দুকধারীর গুলিতে নিহত ৩
ওন্ডোর পুলিশের মুখপাত্র ওলুফুনমিলায়ও ওদুনলামি-ওমিসান্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহৃতদের উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তার করতে ওই এলাকায় পুলিশের অপহরণ বিরোধী বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে মিলে কয়েকজন অপহৃতকে উদ্ধারে আমরা অনেকটাই এগিয়েছি।
তবে এ ব্যাপারে সংবাদমাধ্যমকে বিস্তারিত জানাননি তিনি।
আরও পড়ুন: রাঙামাটিতে অপহরণের ৭ ঘণ্টা পর ঢাবি শিক্ষার্থী উদ্ধার
তেজগাঁওয়ে বন্দুকধারীর গুলিতে আহত আইনজীবী ভুবনের মৃত্যু
১ বছর আগে
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে নৌকাডুবিতে নিহত ১০৩
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে নৌকা ডুবে শিশুসহ অন্তত ১০৩ জন নিহত হয়েছে।
মঙ্গলবার দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান।
পুলিশের মুখপাত্র ওকাসানমি অজয়ি জানান, কোয়ারা রাজ্যের রাজধানী ইলোরিন থেকে ১৬০ কিলোমিটার দূরে পাতেগি জেলার নাইজার নদীতে সোমবার ডুবে যাওয়া নৌকাটিতে থাকা কয়েক ডজন লোককে এখনও স্থানীয় বাসিন্দা ও পুলিশ খুঁজছে।
এ পর্যন্ত ১০০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামের শঙ্খ নদীতে নৌকাডুবি: নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
স্থানীয় প্রধান আব্দুল গণ লুকপাদা বলেছেন, যারা ডুবে মারা গেছেন তাদের বেশিরভাগই বেশ কয়েকটি গ্রামের আত্মীয় স্বজন। সবাই একসঙ্গে বিয়েতে অংশ নিয়েছিলেন এবং গভীর রাতে পার্টি করেছিলেন।
তিনি আরও বলেন, তারা মোটরসাইকেলে করে অনুষ্ঠানে এসেছিলেন কিন্তু বৃষ্টির কারণে সড়ক প্লাবিত হওয়ায় স্থানীয়ভাবে তৈরি নৌকায় করে রওনা দিতে হয়েছিল।
লুকপাদা বলেন, ‘নৌকাটিতে সক্ষমতার চেয়ে বেশি মানুষ উঠেছিল, মোটামুটি ৩০০ জনের কাছাকাছি। তাদের নৌকা গন্তব্যে যাওয়ার সময় একটি গুঁড়ির সঙ্গে ধাক্কা খেলে নৌকা ভেঙ্গে দুই ভাগ হয়ে যায়।’
উসমান ইব্রাহিম নামের এক বাসিন্দা বলেন, প্রতিবেশি নাইজার রাজ্যের এগবোটি গ্রামে এই বিয়ে অনুষ্ঠিত হয়। দুর্ঘটনাটি রাত ৩টার দিকে ঘটায় এ সম্পর্কে অনেক পরে মানুষ জানতে পারে।
আরও পড়ুন: দক্ষিণ ভারতে নৌকাডুবিতে অন্তত ২০ জনের মৃত্যু
উদ্ধারের প্রাথমিক প্রচেষ্টা ধীর ও খুব কঠিন ছিল উল্লেখ করে লুকপাদা বলেন, আশেপাশের গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে যান এবং প্রথমে প্রায় ৫০ জনকে উদ্ধার করতে সক্ষম হন।
নাইজেরিয়ার অন্যতম বড় এই নদীতে সরকারি কর্মকর্তা ও স্থানীয়রা এখনও আরও লাশের জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
পুলিশের মুখপাত্র অজয়ি বলেন, উদ্ধার কার্যক্রম বুধবার রাত পর্যন্ত চালানো হতে পারে।
স্থানীয়রা জানান, গত কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ নৌ-দুর্ঘটনা।
আরও পড়ুন: চাঁদপুরে ফেরির ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ
১ বছর আগে
উত্তর নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ১৫ জন নিহত, ৫ ত্রাণকর্মীকে অপহরণ
নাইজেরিয়ার উত্তাল উত্তরাঞ্চলে পৃথক হামলায় বন্দুকধারীরা ১৫ গ্রামবাসীকে হত্যা করেছে এবং পাঁচজন ত্রাণকর্মীকে অপহরণ করেছে।
বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
রাজ্য সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডেভিড ওলোফুর মতে, হামলাকারীরা বেনু রাজ্যের আপা এলাকায় পৌঁছে এবং গ্রামবাসীদের বাড়িতে নির্বিচারে গুলি চালায়।
তিনি বলেন, হামলায় গুলিবিদ্ধদের মধ্যে সামরিক কর্মীরাও ছিলেন এবং গ্রামবাসীরা নিরাপত্তার জন্য পালিয়ে যাওয়ার কারণে অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
বেনুয়ের ঘটনাটি সহিংস আক্রমণের একটি জটিল ঘটনা যেখানে সশস্ত্র গোষ্ঠীগুললো নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং কেন্দ্রীয় অঞ্চল জুড়ে প্রত্যন্ত সম্প্রদায়গুলোকে লক্ষ্যবস্তু করছে।যেখানে, প্রায়শই সরকার এবং নিরাপত্তা ব্যবস্থাকে উপেক্ষা করা হচ্ছে।
গত মাসে বেনুতে এ ধরনের হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। কোনো গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। যদিও কর্তৃপক্ষ ফুলানি পশুপালকদের দায়ী করেছে, ফুলানি উপজাতির বেশিরভাগ তরুণ যাজকদের একটি দল জল ও জমিতে সীমিত সুযোগ নিয়ে নাইজেরিয়ার হোস্ট সম্প্রদায় এবং পশুপালকদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ইতোমধ্যে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় ইসলামিক চরমপন্থীরা বোর্নো রাজ্যের নাগালায় পাঁচজন স্বেচ্ছাসেবক কর্মীকে অপহরণ করেছে। যেখানে এক দশকেরও বেশি সময় ধরে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চলছে।
আরও পড়ুন: নাইজেরিয়ায় ৪৩ কৃষককে গলা কেটে হত্যা করল জঙ্গিরা
সংগঠনটি বৃহস্পতিবার ঘটনার বিস্তারিত বিবরণ ছাড়াই জানিয়েছে, স্বেচ্ছাসেবী কর্মীদের মধ্যে আন্তর্জাতিক বেসরকারী সংস্থা এফএইচআই-৩৬০-এর তিনজন কর্মী সদস্য এবং দুইজন ঠিকাদার রয়েছে। তারা সবাই ‘নাইজেরিয়ার জনগণকে জীবনরক্ষাকারী চিকিৎসা সেবা প্রদানের জন্য কাজ করছে।’
নাইজেরিয়াতে এনজিওর পরিচালক ইওরওয়াকওয়াঘ অ্যাপেরার একটি বিবৃতিতে এফএইচআই-৩৬০ কর্মীদের অপহরণের নিন্দা করেছে এবং তাদের ‘নিঃশর্ত, অবিলম্বে এবং নিরাপদে ফিরিয়ে আহ্বান জানিয়েছে।’
অ্যাপেরা বলেছেন, এই সময়ে আমাদের অগ্রাধিকার হলো আমাদের দল এবং তাদের পরিবারকে সমর্থন করা।’
বোকো হারাম চরমপন্থী গোষ্ঠী ২০০৯ সাল থেকে নাইজেরিয়ার বিরুদ্ধে একটি তিক্ত যুদ্ধ চালাচ্ছে এবং বিদ্রোহ কয়েক বছর ধরে প্রতিবেশী দেশ ক্যামেরুন, নাইজার এবং চাদে ছড়িয়ে পড়েছে। ২০১৬ সালে গঠিত গোষ্ঠীর একটি বিচ্ছিন্ন উপদল এবং পশ্চিম আফ্রিকা প্রদেশে ইসলামিক স্টেট হিসাবে পরিচিতি লাভ করে। নিরাপত্তা বাহিনী এবং স্বেচ্ছাসেবী কর্মীদের লক্ষ্যবস্তু করার জন্য কুখ্যাত এই সংগঠনটি।
আরও পড়ুন: নাইজেরিয়ায় গির্জায় হামলায় ৫০ জনের বেশি নিহতের আশঙ্কা
১ বছর আগে
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৪৬ বেসামরিক নাগরিক নিহত
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় রাজ্য বেনুয়ের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সরকারি কর্মকর্তারা এতথ্য জানিয়েছেন।
ওই এলাকার চেয়াম্যান বাকো ইজে জানান, রাজ্যের উমোগিদি সম্প্রদায়ের মধ্যে মঙ্গল ও বুধবার ঘটে যাওয়া হামলায় বহু বাসিন্দা আহত হয়েছে এবং অন্যরা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
তার মতে, হামলাকারীরা স্থানীয় সময় বুধবার বিকাল ৪টা ১৫ মিনিটে ওই সম্প্রদায়ের ওপর হামলা চালায় এবং গুলি করে ৪৬ জনকে হত্যা করে।
রাজ্যের গভর্নরের নিরাপত্তা বিষয়ক বিশেষ উপদেষ্টা পল হেম্বাও সর্বশেষ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং ঘটনাটিকে ‘খুব দুঃখজনক ও বেদনাদায়ক’ বলে বর্ণনা করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার জানা মতে মৃতের সংখ্যা ৪৬। তবে সংখ্যাটা বেশিও হতে পারে, কারণ কিছু লোক এখনও নিখোঁজ রয়েছেন।’
নাইজেরিয়ার রাজধানী আবুজায় এক সংবাদ সম্মেলনে বেনুয়ের গভর্নর হায়াসিন্থ আলিয়া নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং এই হত্যাকাণ্ডের জন্য সমগ্র সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমি এই হত্যাকাণ্ডের জন্য দুঃখিত এবং আমি রাজ্যের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানাই।’
নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে সশস্ত্র হামলা একটি প্রাথমিক নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে, যার ফলে সাম্প্রতিক মাসগুলোতে বেশকিছু মৃত্যু ও অপহরণের ঘটনা ঘটেছে।
১ বছর আগে
নাইজেরিয়ায় পদদলিত হয়ে শিশুসহ নিহত ৩১
দক্ষিণ নাইজেরিয়ায় শনিবার একটি গির্জার দাতব্য অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ ৩১ জন নিহত এবং সাতজন আহত হয়েছে। পুলিশ এ তথ্য জানিয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও অনেক শিশু রয়েছে।
পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জ-কোকোর ভাষ্য মতে, রিভার রাজ্যের পোর্ট হারকোর্ট শহরের পেন্টেকোস্টাল গির্জায় বার্ষিক ‘বিনা মূল্যে কেনাকাটা’ শীর্ষক একটি দাতব্য অনুষ্ঠানে এই পদদলিত ঘটনা ঘটে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়াতে এই ধরনের ঘটনা স্বাভাবিক, যেখানে ৮০ মিলিয়নেরও বেশি মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে।
ইরিঞ্জ-কোকো বলেন, শনিবার সকাল ৯টার দিকে দাতব্য অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভোর ৫টার দিকে কয়েকশ’ মানুষ সেখানে পৌঁছে লাইনে দাঁড়িয়েছিল। এরপর তারা ধাক্কাধাক্কি শুরু করে এবং তালাবদ্ধ ফটক ভেঙে ফেলে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ফেরিডুবি, নিখোঁজ ২৫
নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির গডউইন টেপিকোর বলেছেন, প্রাথমিকভাবে লাশগুলো উদ্ধার করে মর্গে নেয়া হয়েছে।
বেশ কয়েকজন বাসিন্দা পরে ঘটনাস্থলে ভিড় করেছিলেন, মৃতদের জন্য শোক প্রকাশ করেছিলেন এবং জরুরি কর্মীদের যে কোনও সহায়তার প্রস্তাব দিয়েছিলেন।
ঘটনাস্থলে নিহতের জন্য শোক প্রকাশ করা হয়েছে। চিকিৎসক ও জরুরি কর্মীরা আহতদের খোলা মাঠেই চিকিৎসা দিয়েছেন। ভিডিওগুলোতে ঘটনাস্থলে হতাহতদের পোশাক, জুতা এবং অন্যান্য জিনিসপত্র পড়ে থাকতে দেখা গেছে৷
প্রত্যক্ষদর্শীদের মধ্যে ড্যানিয়েল নামে একজন জানান, মৃতদের মধ্যে ‘অনেক শিশু ছিল’। এদের মধ্যে এক মায়ের পাঁচ শিশু সন্তান রয়েছে।
তিনি এপিকে বলেন, একজন অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন।
আরও পড়ুন: ব্রাজিলে প্রবল বর্ষণে ৩৭ মৃত্যু
প্রত্যক্ষদর্শী ক্রিস্টোফার ইজের ভাষ্য মতে, পদদলিত হয়ে হতাহতদের আত্মীয়রা গির্জার কিছু সদস্যের ওপর হামলা করে। তবে তিনি চার্চ কর্তৃপক্ষ পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছেন।
পুলিশের মুখপাত্র বলেছেন, আহত সাতজন চিকিৎসায় সাড়া দিয়েছেন।
‘বিনা মূল্যে কেনাকাটা’ স্থগিত ঘোষণা করা হয়েছে। পদদলিতের ঘটনা বিষয়ে কর্তৃপক্ষ তদন্ত করছে।
নাইজেরিয়া অতীতেও একই রকম পদদলিতের ঘটনা ঘটেছে।
২ বছর আগে
নাইজেরিয়ায় ‘হাসিনা: অ্যা ডটার’স টেল’ প্রদর্শিত
নাইজেরিয়ার আবুজায় আন্তর্জাতিক জুমা ফিল্ম ফেস্টিভ্যালের দ্বাদশ সংস্করণে ‘হাসিনা: অ্যা ডটার’স টেল’ প্রদর্শিত হয়েছে। এই ডকুড্রামাটি সেখানে বেশ দর্শক নন্দিত হয়েছে।
আবুজায় বাংলাদেশ হাইকমিশন নাইজেরিয়ান ফিল্ম কর্পোরেশন এবং নাইজেরিয়া সরকারের ফেডারেল ক্যাপিটাল টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় ৫ মে ডকুড্রামাটি প্রদর্শন করে।
দর্শকদের মধ্যে ছিলেন কূটনৈতিক কোরের সদস্য, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, ব্যবসায়ী, নাইজেরিয়ার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, বাংলাদেশি সম্প্রদায় ও গণমাধ্যম ব্যক্তিত্ব প্রমুখ।
মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. আনিসুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান।
আরও পড়ুন: সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনার রাজনৈতিক জীবন তুলে ধরে তিনি বলেন, তার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে।
বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়নের ওপর সংক্ষিপ্তভাবে আলোকপাত করার সময় কাউন্সিলর (রাজনৈতিক) বিদোষ চন্দ্র বর্মণ বাংলাদেশ ও নাইজেরিয়ার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের রূপরেখা তুলে ধরেন।
সাংস্কৃতিক সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি আশা প্রকাশ করেন, নাইজেরিয়ায় ডকুড্রামাটি প্রদর্শিত হওয়ায় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন দিক উন্মোচন হবে।
নাইজেরিয়ার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক স্টিভ ইবো বলেন, বাংলাদেশ ও নাইজেরিয়া অনেক আগে থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করছে।
আরও পড়ুন: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে চট্টগ্রাম বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর
তিনি বলেন, ‘হাসিনা: অ্যা ডটার’স টেল’ প্রদর্শন বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করবে।
সমাপনী বক্তব্যে নাইজেরিয়ান ফিল্ম কর্পোরেশনের সিইও/ব্যবস্থাপনা পরিচালক এবং জুমা ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান ড. চিদিয়া মাদুয়েকওয়ে বলেন, বাংলাদেশ ও নাইজেরিয়া উভয়ই জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার অধীনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে।
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আগামী দিনের নেতারা শিক্ষা নিতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি ডকুড্রামাটি প্রদর্শনের সাফল্যও কামনা করেন।
২ বছর আগে
নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত অর্ধ শতাধিক
দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ার একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে ৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং বহু আহত হয়েছে বলে শনিবার রাজ্যের কর্মকর্তারা এবং পুলিশ জানিয়েছে।
লাগোস-ভিত্তিক পাঞ্চ সংবাদপত্রের এক প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের সংখ্যা ১০০ এর বেশি হতে পারে। আগুন আশেপাশের সম্পত্তিতে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
তথ্য ও কৌশল সম্পর্কিত রাজ্যের কমিশনার ডেক্লান এমেলুম্বা বলেছেন, ‘শুক্রবার রাতে লাগা আগুন দ্রুত অবৈধ অপরিশোধিত তেল শোধনাগারের দুটি জ্বালানি স্টোরেজ এলাকায় ছড়িয়ে পড়ে, যার ফলে কমপ্লেক্সটি এলাকার মধ্যে আগুনে আচ্ছন্ন হয়ে পড়ে।’
এমেলুম্বা বলেন, বিস্ফোরণের কারণ এবং মৃত্যু, আঘাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একাধিক ভিডিওতে বিভীষিকাময় দৃশ্য দেখানো হয়েছে, যেখানে মানুষের পুড়ে যাওয়া দেহ কঙ্কাল এবং সিন্ডারে পরিণত হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) স্বাধীনভাবে এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
রাজ্য পুলিশ কমান্ডের মুখপাত্র মাইকেল অ্যাবাটাম বলেছেন, ‘অনেক মানুষ মারা গেছে। যারা মারা গেছেন তারা সবাই অবৈধ অপারেটর।’
একজন কর্মকর্তা বলেছেন, রাজ্য সরকার সেই শোধনাগারের মালিককে খুঁজছে এবং তাকে একজন ওয়ান্টেড ব্যক্তি ঘোষণা করা হয়েছে।
পড়ুন: আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ২, আহত ৮
২ বছর আগে
বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা খুঁজে দেখতে চায় বাংলাদেশ-নাইজেরিয়া
বাংলাদেশ ও নাইজেরিয়া বন্ধুত্বপূর্ণ দুই দেশের সুবিধার্থে নিজেদের মধ্যকার বিশাল বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা ব্যবহারের ওপর জোর দিয়েছে।
৪ বছর আগে