নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় রাজ্য বেনুয়ের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সরকারি কর্মকর্তারা এতথ্য জানিয়েছেন।
ওই এলাকার চেয়াম্যান বাকো ইজে জানান, রাজ্যের উমোগিদি সম্প্রদায়ের মধ্যে মঙ্গল ও বুধবার ঘটে যাওয়া হামলায় বহু বাসিন্দা আহত হয়েছে এবং অন্যরা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
তার মতে, হামলাকারীরা স্থানীয় সময় বুধবার বিকাল ৪টা ১৫ মিনিটে ওই সম্প্রদায়ের ওপর হামলা চালায় এবং গুলি করে ৪৬ জনকে হত্যা করে।
রাজ্যের গভর্নরের নিরাপত্তা বিষয়ক বিশেষ উপদেষ্টা পল হেম্বাও সর্বশেষ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং ঘটনাটিকে ‘খুব দুঃখজনক ও বেদনাদায়ক’ বলে বর্ণনা করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার জানা মতে মৃতের সংখ্যা ৪৬। তবে সংখ্যাটা বেশিও হতে পারে, কারণ কিছু লোক এখনও নিখোঁজ রয়েছেন।’
নাইজেরিয়ার রাজধানী আবুজায় এক সংবাদ সম্মেলনে বেনুয়ের গভর্নর হায়াসিন্থ আলিয়া নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং এই হত্যাকাণ্ডের জন্য সমগ্র সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমি এই হত্যাকাণ্ডের জন্য দুঃখিত এবং আমি রাজ্যের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানাই।’
নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে সশস্ত্র হামলা একটি প্রাথমিক নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে, যার ফলে সাম্প্রতিক মাসগুলোতে বেশকিছু মৃত্যু ও অপহরণের ঘটনা ঘটেছে।