বরিশাল
বরিশালে গ্রিন লাইন পরিবহনের বাসে আগুন
ঢাকা থেকে বরিশালে যাওয়ার সময় গ্রিন লাইন পরিবহনের একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহষ্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকা অতিক্রমের সময় এই দুর্ঘটনা ঘটে।
বাসটিতে থাকা ১৫ থেকে ১৬ জন যাত্রীসহ স্টাফদের কেউ হতাহতের শিকার হননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের গৌরনদী স্টেশনের স্টেশন অফিসার বিপুল হোসেন।
তিনি বলেন, রাত সোয়া ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কাজ পরিচালনার পাশাপাশি আগুন নেভাতে শুরু করে। চলন্ত অবস্থায় গ্রীন লাইন পরিবহনের ওই বাসটির পেছনের অংশে আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই তা পুরো বাসে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
তিনি আরও বলেন, ১৫ থেকে ১৬ জন যাত্রীসহ চালক, হেলপার ও সুপারভাইজার অক্ষত অবস্থায় আগুন ছড়িয়ে পড়ার আগেই বাস থেকে নেমে যান। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, বাসটি যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। পথে বাসটির পেছনে থাকা ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। যা কিছু সময়ের মধ্যে গোটা বাসে ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।
রাত ১টা ২০ মিনিটে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।
এ বিষয়ে গ্রীন লাইন পরিবহনের বরিশালে দায়িত্বে থাকা কারো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন
কিশোরগঞ্জে এলজিইডি ভবনে আগুন
১ বছর আগে
বরিশালে নার্সিং শিক্ষার্থীকে শ্লীলতহানির চেষ্টা, চতুর্থ শ্রেণির কর্মচারী বরখাস্ত
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে চতুর্থ শ্রেণির এক কর্মচারীর বিরুদ্ধে। এই ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে ওই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে হাসপাতাল কতৃপক্ষ। পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট-৪ এই ঘটনা ঘটে।
অভিযুক্ত ইফাত সনত হাসপাতালের ৪ নম্বর মেডিসিন ওয়ার্ডে চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করতেন।
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা জানায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী সকালে মেডিসিন ওয়ার্ডে ডাক্তার দেখাতে গেলে ডাক্তারের সহকারি চতুর্থ শ্রেণির কর্মচারী ইফাত সনত ওই ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। পরে ওই ছাত্রীর আইডি কার্ডের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় এবং দেখে নেয়ার হুমকি দেয়। এই ঘটনার বিচার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মেডিকেল কলেজ হাপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করে।
আরও পড়ুন: নড়াইলে ছাত্রীকে শারীরিকভাবে উত্ত্যক্ত করার অভিযোগে শিক্ষক বরখাস্ত
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, চিকিৎসা নিতে মেডিসিন বিভাগে গেলে সেখানে থাকা চতুর্থ শ্রেণির কর্মচারী ইফাত সনত আমার সঙ্গে খারাপ আচরণ করে এবং গায়ে হাত দেয়। এ ছাড়াও ওই ব্যক্তি আমার আইডি কার্ডের ছবি তুলে সোস্যাল মিডিয়ায় পোস্ট করে। এমনকি এই ঘটনার পরে আমি ক্যান্টিনের সামনে দিয়ে আসার সময় বাজে মন্তব্য করে। আজ আমার সঙ্গে ঘটেছে, পরবর্তীতে যে এমনটা হবে না অন্য কারো সঙ্গে তার নিশ্চয়তা কে দিবে? আমি এর সুষ্ঠ বিচারের দাবি জানাই।
এই বিষয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত ইফাত সন্যামতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তকে স্থায়ী বহিস্কার করা হবে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত, পুলিশে সোপর্দ
যৌন হয়রানির অভিযোগে খুবির আরেক শিক্ষক বরখাস্ত
১ বছর আগে
বরিশালে ব্রাজিল সমর্থকদের মোটর শোভযাত্রা
আসন্ন ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের সমর্থনে বরিশালে মোটর শোভাযাত্রা করেছে সমর্থকরা। শনিবার বিকাল ৪ টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে এই শোভাযাত্রা বের করা হয়।
দলের সমর্থনে শ্লোগান দেয়াসহ বিশ্বকাপের থিম সং ও ভেপু বাজিয়ে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়।
এসময় ব্রাজিলের সমর্থকদের গায়ে ব্রাজিলের জার্সি এবং হাতে বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা শোভা পাচ্ছিলো।
আরও পড়ুন: বিশ্বকাপ জ্বরে ব্রাজিল-আর্জেন্টিনায় বিভক্ত কুষ্টিয়া!
১ বছর আগে
বিএনপির সমাবেশে যোগ দিতে ড্রামে করে নদী পার!
বরিশালে সকল ধরনের যাত্রীবাহী যানবাহন বন্ধ থাকায় সমাবেশে যোগ দিতে ড্রামে করে নদী পার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। দুপুর পৌনে ৩টায় ড্রামের ওপর ভেসে নেতাকর্মীরা বরিশাল খেয়াঘাটে পৌঁছান। সেখান থেকে সমাবেশস্থলে আসেন তারা।
আরও পড়ুন: বরিশাল নগরীতে বিএনপির সমাবেশে যোগ দিতে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী
ড্রামে ভেসে আসা মো. রনি বলেন, সব কিছু বন্ধ করছে যাতে সমাবেশস্থলে আসতে না পারি। তাই ড্রামের ওপর ভেসে বরিশালে এসেছি। সমাবেশ সফল করতেই হবে আমাদের।
আরেক সমর্থক শাওন বলেন, গণতন্ত্র মুক্ত করার আন্দোলনে কোনো ছাড় নয়। একজনকে কীর্তণখোলা নদী সাঁতরে আসতে দেখেছি। আমরা কোনো উপায় না পেয়ে ড্রামের ওপর ভাসতে ভাসতে আসছি সাত জন।
খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন চলবে।
এদিকে সমাবেশ শুরু হওয়ার পরও অনেক নেতাকর্মী নদী পথে সমাবেশস্থলে এসেছেন বিভিন্ন উপায়ে।
আরও পড়ুন: বরিশালে বিএনপির সমাবেশ শুরু
বরিশালের পথে ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা
১ বছর আগে
বরিশালে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ ডাকাতদলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে গৌরনদী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ডাকাত দলের সর্দার বরগুনার দেলোয়ার হোসেন দিলু (৪৭) তার সহযোগী বরিশালের রবিউল ইসলাম পারভেজ (২০), পটুয়াখালীর মোতালেব মীরা পনু (৩৯), বরগুনার হারুন ওরফে তৈয়ব আলী (৫৩) ও একই এলাকার আমিনুল ফকির (২৪), পটুয়াখালীর ছগির সিকদার সবুজ (২৫) এবং ডাকাতিকালে লুন্ঠিত স্বর্ণালংকার কেনাবেচার সহযোগী নোয়াখালীর শাহীন আলম (৩১) ।
বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
আরও পড়ুন: বরিশালে বাসচাপায় নিহত ২
তিনি জানান, গৌরনদী থানাধীন কেফায়েতনগর এলাকার একটি বসত বাড়িতে গত ১১ জুন মধ্যরাতে ডাকাতদল হানা দেয়। এসময় তারা বাড়ির জানালার গ্রিল কেটে ওই ঘরের মধ্যে প্রবেশ করে এবং বাড়ির সকল সদস্যর হাত-পা ও মুখ কাপড়ের ওড়না দিয়ে বেঁধে মৃত্যুর ভয় দেখিয়ে স্বর্নালংকার ও মোবাইল ফোন, এবং নগদ টাকা লুন্ঠন করে। পরবর্তীতে এ ঘটনায় ওই বাড়ির বাসিন্দা তানিয়া বেগম বাদী হয়ে গৌরনদী থানায় একটি মামলা করেন।
মামলার সূত্র ধরে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো হেলাল উদ্দিনের নেতৃত্বে গৌরনদী থানা পুলিশের একটি টিম ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতদলের সাত সদস্যকে গ্রেপ্তার করে।
দু’জন ডাকাত সদস্য ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ সুপার জানিয়েছেন।
আরও পড়ুন: বরিশাল বোর্ডে অনুপস্থিত ৯০৭ পরীক্ষার্থী,বহিষ্কার ৬
ইলিশ মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে ফেরির লষ্কর নিখোঁজ
২ বছর আগে
বরিশালে দুর্গাসাগর দিঘীর নির্মাণাধীন গেট ধসে ২ শ্রমিক আহত
বরিশালের বাবুগঞ্জের ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘীর নির্মাণাধীন ২২ ফুট উঁচু গেট ধসে পড়েছে। এতে দুই নির্মাণশ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের দুর্গাসাগরে এ ঘটনা ঘটে।
জানা যায়, এই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করছে জেলা প্রশাসন।
আহত আনিসুর রহমান বলেন, ‘গেট নির্মাণের কাজ চলছিলো। আমি মাঝখানে ছিলাম। গেটটি হঠাৎ করে ভেঙে পড়ে। এতে আমি সহ আরও একজন আহত হয়েছি।’স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করে বলেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করছিলো ঠিকাদারী প্রতিষ্ঠানটি। প্রবেশ পথের গেট ঢালাই দেয়ার সময় ভেঙে পরে।’
গণপূর্ত প্রকৌশল অধিদপ্তর বরিশালের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান বলেন, ‘গেটটি অনেক উঁচুতে। উল্টা-পাল্টা ঢালাই দেয়ার কারণে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে।’
আরও পড়ুন:বরিশালে ৩টি ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
তিনি আরও বলেন, ‘গেটটি নির্মাণে কোনো ত্রুটি রয়েছে কিনা সেটি আমরা দেখছি।’বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দুইজন আহত হয়েছে, তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিককেল কলেজ হাসপাতালে (শেবামেক)পাঠানো হয়েছে।বাবুগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস বলেন, ‘১৬ কোটি টাকার একটি প্রজেক্ট চলছে দুর্গাসাগরের উন্নয়নে। প্রবেশ পথের গেট তারই একটি অংশ। ঠিকাদারি প্রতিষ্ঠান খান বিল্ডার্স এই কাজটি করছিলো। এখানে কারও গাফলতি রয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।’
বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ বলেন, ‘এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে বাবুগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরের এসডিকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে। কেন রডসহ ঢালাই ধসে পড়বে সেটা তদন্ত করা হবে। কেউ দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন:বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বরিশালে আত্মহত্যা প্ররোচনা মামলায় যুবক গ্রেপ্তার
২ বছর আগে
বরিশালে বাস টার্মিনালের দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া
বরিশাল নগরীর রূপাতলী মিনি বাস টার্মিনালের কর্তৃত্ব নিয়ে সদরের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী শ্রমিকদের মধ্যে আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে। দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
শনিবার দিনভর টার্মিনালে দুই পক্ষের শ্রমিকরা দফায় দফায় টার্মিনাল এলাকায় মহড়া দেয়। এসময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল টার্মিনালে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টার্মিনাল দখল নিয়ে দুপুর ২টার দিকে দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে টার্মিনাল এলাকায় মুহুর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে।
আরও পড়ুন: বরিশালে পুলিশ ফাঁড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৭
সিটি মেয়র অনুসারী বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি পরিমল চন্দ্র দাস জানান, শান্তিপূর্ণ ভাবে শ্রমিকদের নিয়ে একটি মিছিল করা হলে তাতে একটি মহলের কিছু লোক হামলা চালায়। এ ঘটনায় আইনের আশ্রয় নেয়া হবে।
তবে এ বিষয়ে প্রতিমন্ত্রীর অনুসারী পাল্টা কমিটি জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি বাসায় আছি।
কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক বিপ্লব মিস্ত্রি জানান, কিছুদিন যাবৎ টার্মিনালের কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা ঠিক রাখতে টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি
বরিশালে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
২ বছর আগে
বরিশালে স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু
বরিশালের উজিরপুরে হৃদয় মোল্লা (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। বুধবার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।মৃত হৃদয় মোল্লা (১৪) একই পূর্ব নারায়ণপুর গ্রামের শহীদ মোল্লার ছেলে এবং পূর্ব নারায়ণপুর পল্লী ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
মৃতের স্বজনরা জানান, বুধবার বিকালে একটি বেসরকারি সমিতির মাঠকর্মী জাহিদ হোসেন মৃতের বাবা শহীদ মোল্লার ঘরে কিস্তির টাকা আদায়ের জন্য যান। তবে ওইসময় ঘরে টাকা না থাকায় মৃতের মা ঝুমুর বেগম পার্শ্ববর্তী বাড়িতে যান টাকা সংগ্রহের জন্য।
মৃতের মা ঝুমুর বেগম জানান, কারসা ফাউন্ডেশনের মাঠকর্মী জাহিদকে ঘরের মধ্যে রেখে টাকা জোগাড়ে পাশের বাড়িতে যাই। কিছু সময় পরে এসে দেখতে পাই আমার ছেলে হৃদয় ঘরের দরজার দৌড়ের (চৌকাঠ) সঙ্গে মাফলার পেঁচিয়ে ঝুলে রয়েছে। পরে আমার স্বামী হৃদয়কে উদ্ধার করে পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বরিশালে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, কলেজছাত্র নিহত
ঝুমুর বেগমের দাবি তার ছেলেকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছিল।এদিকে সমিতির মাঠকর্মী জাহিদ হোসেন ওই ঘরে যাওয়ার কথা জানিয়ে বলেন, ঝুমুর বেগম টাকা খুঁজতে যাওয়ায় তিনি অন্য সদস্যদের ঘরে কিস্তির টাকা আদায়ে যান। পরে মৃতের বাবার চিৎকারে তিনিও ওই বাড়িতে গিয়ে হৃদয় বিদারক দৃশ্যটি দেখতে পান।এ বিষয়ে বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, হাসপাতালে রহস্যজনক মৃত্যুর খবর শুনে হৃদয় মোল্লার লাশ উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বরিশালে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
বরিশালে সিটি মেয়রের বিরুদ্ধে মামলা
২ বছর আগে
বরিশালে গ্রেপ্তার ১, পিস্তল-বোমা জব্দ
বরিশালে বাবুল হাওলাদার নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে পিস্তল, গুলি, বোমা তৈরির সরঞ্জাম ও বোমা জব্দ করেছে র্যাব-৮।
বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর লঞ্চ ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে র্যাব-৮ এর উপপরিচালক মেজর জাহাঙ্গীর আলম র্যাব ৮ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: আসামি ধরতে গিয়ে পানিতে ডুবে র্যাব কর্মকর্তার মৃত্যু
সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বরিশালের লঞ্চ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে বাবুল হাওলাদার ওরফে বোম্ব বাবুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, চার রাউন্ড এমোনেশন, তিনটি তাজা বোমা, বোমা তৈরিতে ব্যবহৃত ৮০০ গ্রাম গান পাউডার, ২৪টি ম্যাচ, ৫০টি মার্বেল, দুই প্যাকেট বিয়ারিং বল, ১০টি জর্দার কৌটা, ১২টি বিস্ফোরক ভর্তি কলম, ৫টি লাল টেপ, তিন রঙের ৫ মিটার বৈদ্যুতিক তার, ২ কেজি কাঁচের টুকরো ও বোমা ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ও ১৫২০ টাকা জব্দ করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জের অসহায় দুগ্ধ খামারিদের পাশে দাঁড়াল র্যাব
গ্রেপ্তার বাবুল স্বীকার করেছে তিনি পেশাদার অস্ত্রব্যবসায়ী ও বোমা কারিগর। বাবুলের বিরুদ্ধে ভোলা সদর ও দৌলতখান থানায় হত্যা, ডাকাতি, মাদক ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
২ বছর আগে
বরিশালে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষ, নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ
বরিশালের মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ও তার সমর্থকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে উলানিয়ার কালিগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সেন্টু মাঝি বলেন,‘তারেক সরদারের ২০০ লোক রামদা ও লাঠিসোটাসহ কালীগঞ্জ বাজারে প্রবেশ করলে লোকজন ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে। তারা মিলন চৌধুরীর নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। আমার দোকানের ফল লুটসহ আমাকে মারধর করেছে।’
আরও পড়ুন: সিরাজগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মিলন চৌধুরী জানান, তারেক সরদারের নেতৃত্বে তার অনুসারীরা বৃহস্পতিবার সকালে ভোলা থেকে ট্রলারে উলানিয়ায় প্রবেশ করে। ফেরার পথে কালিগঞ্জ বাজারে তার নির্বাচনী কার্যালয় এবং সমর্থক মানিক মাঝির বসতঘর ও সেন্টু মাঝির ফলের দোকান ভাংচুর করেছে তারা।
অভিযুক্ত তারেক সর্দারের মামা হাবিবুর রহমান লিটন বলেন, তারেক সরদার হামলা করেনি। তারেকের ওপর হামলা করেছে মিলন চৌধুরীর লোকজন। এখন মিথ্যা বলছে সাংবাদিকদের কাছে। তারেক অনেকদিন পর এলাকায় এসেছে। তাই প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে তার লোকজন।
মেহেন্দিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। কারও নির্বাচনী কার্যালয় বা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের খবর আমার কাছে নেই। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
প্রসঙ্গত, উত্তর ও দক্ষিণ উলানিয়ার নির্বাচনের দিন নির্ধারিত ছিল ২০২০ সালের ১০ ডিসেম্বর। তবে দুই পক্ষের দ্বন্দ্ব থেকে একাধিক সংঘর্ষের কারণে ৬ ডিসেম্বর নির্বাচন স্থগিত করা হয়।
আরও পড়ুন: নাচোলে আ’লীগের দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি
২ বছর আগে