বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে চতুর্থ শ্রেণির এক কর্মচারীর বিরুদ্ধে। এই ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে ওই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে হাসপাতাল কতৃপক্ষ। পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট-৪ এই ঘটনা ঘটে।
অভিযুক্ত ইফাত সনত হাসপাতালের ৪ নম্বর মেডিসিন ওয়ার্ডে চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করতেন।
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা জানায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী সকালে মেডিসিন ওয়ার্ডে ডাক্তার দেখাতে গেলে ডাক্তারের সহকারি চতুর্থ শ্রেণির কর্মচারী ইফাত সনত ওই ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। পরে ওই ছাত্রীর আইডি কার্ডের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় এবং দেখে নেয়ার হুমকি দেয়। এই ঘটনার বিচার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মেডিকেল কলেজ হাপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করে।
আরও পড়ুন: নড়াইলে ছাত্রীকে শারীরিকভাবে উত্ত্যক্ত করার অভিযোগে শিক্ষক বরখাস্ত
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, চিকিৎসা নিতে মেডিসিন বিভাগে গেলে সেখানে থাকা চতুর্থ শ্রেণির কর্মচারী ইফাত সনত আমার সঙ্গে খারাপ আচরণ করে এবং গায়ে হাত দেয়। এ ছাড়াও ওই ব্যক্তি আমার আইডি কার্ডের ছবি তুলে সোস্যাল মিডিয়ায় পোস্ট করে। এমনকি এই ঘটনার পরে আমি ক্যান্টিনের সামনে দিয়ে আসার সময় বাজে মন্তব্য করে। আজ আমার সঙ্গে ঘটেছে, পরবর্তীতে যে এমনটা হবে না অন্য কারো সঙ্গে তার নিশ্চয়তা কে দিবে? আমি এর সুষ্ঠ বিচারের দাবি জানাই।
এই বিষয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত ইফাত সন্যামতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তকে স্থায়ী বহিস্কার করা হবে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত, পুলিশে সোপর্দ