বাংলাদেশ-ভারত সীমান্ত
সীমান্তে বাংলাদেশিদের মৃত্যু কমেছে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে অতীতের তুলনায় সাম্প্রতিক দিনগুলোতে প্রাণঘাতী নয় এমন অস্ত্রের ব্যবহার বেড়েছে, যার ফলে দুই দেশের সীমান্তে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা কমেছে।
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। কিছুদিন আগে আমি যখন ভারত সফরে গিয়েছিলাম, তখন আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা করেছি, যাতে সীমান্তে প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করা যায়। অতীতের তুলনায় এখন প্রাণঘাতী নয় এমন অস্ত্রের ব্যবহার বেড়েছে।’
লালমনিরহাট ও নওগাঁয় সাম্প্রতিক সীমান্ত হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক হয়েছে।
আরও পড়ুন: জিম্মি জাহাজ ও ক্রুদের মুক্ত করার প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান তিনি।
হাছান মাহমুদ বলেন, সীমান্ত এলাকায় এ ধরনের কোনো ঘটনা যেন না ঘটে তা তারা দেখতে চান।
বিজিবি ও বিএসএফ যৌথ টহল, নজরদারি, জনসচেতনতামূলক কর্মসূচি জোরদার, অপরাধী বা বাসিন্দাদের সীমান্ত অতিক্রম রোধ এবং তথ্য বিনিময়ের মাধ্যমে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হতাহতের সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে সম্মত হয়েছে।
তিনি বলেন, যেহেতু বিজিবি ও বিএসএফ সম্পৃক্ত রয়েছে, তারা মনে করে সীমান্ত সমস্যার সমাধান হতে পারে।
আরও পড়ুন: ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে দেশের বাজারকে অস্থিতিশীল করাই বিএনপির উদ্দেশ্য: পররাষ্ট্রমন্ত্রী
৮ মাস আগে
মহেশপুরে অনুপ্রবেশের সময় আটক ১০
ঝিনাইদহের মহেশপুরে অনুপ্রবেশের সময় ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পারগোপালপুর গ্রামের মেহগনি বাগান থেকে তাদের আটক করে বিজিবি।
আরও পড়ুন: ভারতে অনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ২২
মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।আটক ব্যক্তিরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার শাহাপুর গ্রামের মো. ইদ্রিস সরদার (৫৫), নুরজাহান বেগম (৫০), একই উপজেলার চিংড়ি বাজার গ্রামের রফিক মোড়ল (৫০), বেনাপোলের গাতীপাড়া গ্রামের মো. রেজাউল ইসলাম (৬০), শার্শা উপজেলার রামপুর গ্রামের খাইরুল ইসলাম (৩৪), দাউদখালী গ্রামের মো. আবুল কালাম (৩৫), পাবনার চাটমোহর উপজেলার কচুগাড়ি গ্রামের মো.শাহরিয়ার ইসলাম (২০), নড়াইলের পেড়লি গ্রামের মুরছালিনা বেগম (২৯) ও বাগেরহাটের স্মরণখোলা উপজেলার খেন্তাকাটা গ্রামের মো. শাহীন মিয়া (২৮)।
আরও পড়ুন: ভারতে অনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্তে দালালসহ আটক ৯
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিরা অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন।
অবৈধভাবে অনুপ্রবেশ করার অপরাধে তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।
২ বছর আগে
সীমান্ত হত্যা দুঃখজনক, এটি অবশ্যই বন্ধ করতে হবে: দোরাইস্বামী
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, এটি দুঃখজনক, এটিকে অবশ্যই বন্ধ করতে হবে।
তিনি বলেন, ‘আমরা বারবার বলেছি সীমান্ত হত্যা দুঃখজনক এবং এটা বন্ধ করতে হবে। কিন্তু আমাদের এটিকে সঠিকভাবে সংজ্ঞায়িত করতে হবে, সীমান্তে যারা আহত বা নিহত হয় তারা দু’দেশেরই।
হাইকমিশনার বলেন, কেউ চায় না যে সীমান্তে কেউ আঘাত করুক। মানুষ কেন মানব পাচারসহ অবৈধ কার্যকলাপ চালাচ্ছে ঘনিষ্ঠ সহযোগিতার উপায় খুঁজে বের করার জন্য উভয় পক্ষের আরও শক্তিশালী প্রচেষ্টা দরকার।
বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজের (রিস) যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশ-ভারতের ৫০ বছরের অংশীদারত্ব: আগামী ৫০ বছরের অগ্রযাত্রা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: নওগাঁও সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
হাইকমিশনার সীমান্ত এলাকায় আরও বেশি বর্ডার হাট, আন্তঃসীমান্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে এ সমস্যা সমাধানের উপর গুরুত্ব দেন।
অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
পড়ুন: সীমান্ত হত্যা বন্ধে আন্তর্জাতিক আইনে পদক্ষেপ নেয়ার আহ্বান বিএনপির
আমরা কোনো সীমান্তেই প্রাণহানি চাই না: ভারতীয় হাইকমিশনার
৩ বছর আগে
বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকবে ১৪ দিন: পররাষ্ট্রমন্ত্রী
করোনাভাইরাস মোকাবিলায় সরকার ভারতের সাথে সোমবার থেকে সকল সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে দুই দেশের মধ্যে মালবাহী যান চলাচল অব্যাহত থাকবে।
রবিবার ইউএনবিকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্ত ব্যবহার করে মানুষের যাতায়াত বন্ধ থাকবে। কিন্তু দুই দেশের মধ্যে পণ্যবাহী যান চলাচল করবে।’
সোমবারর সকাল ৬টা থেকে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হবে।
আরও পড়ুন: করোনার ১ম ডোজের টিকাদান সোমবার থেকে স্থগিত
এপির এক প্রতিবেদনে জানানো হয়, করোনার পরিস্থিতির চরম অবনতির কারণে ভারতের শ্মাশান এবং কবরস্থানগুলোতে লাশের অতিরিক্ত চাপের কারণে দিনভরই চলে শেষকৃত্যের কাজ। হঠাৎ করেই রোগী সংখ্যা বেড়ে যাওয়া দেশটিতে চরম অক্সিজেন সংকট দিয়েছে। অক্সিজেন স্বল্পতা এবং চিকিৎসার অভাবেই প্রতিদিন অনেক রোগী মারা যাচ্ছে।
রবিবার পরপর চতুর্থ দিনের মত সারাবিশ্বে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড গড়েছে ভারত।
প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, বর্তমান নতুন ভ্যারিয়েন্ট করোনার বিপক্ষে সরকারের জয়ী হওয়ার দাবিকে ফিকে করে দিয়েছে।
২৫ এপ্রিল ভারতে নতুন করে ৩ লাখ ৪৯ হাজার ৬৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভারতে প্রায় ১ কোটি ৬৯ লাখ রোগী করোনায় আক্রান্ত হয়েছে।
আরও পড়ুন: মে মাসের প্রথম সপ্তাহে ২১ লাখ টিকা আসছে
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নতুন করে ২ হাজার ৭৬৭ জন রোগী করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। বর্তমানে ভারতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৩১১ জনে।
অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, আসল মৃত্যু সংখ্যা বর্তমানের চেয়ে অনেক বেশি হতে পারে। কেননা, করোনা আক্রান্ত সন্দেহে মারা যাওয়া ব্যক্তিদের সংখ্যা এই গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি।
৩ বছর আগে
চোরাকারবারিদের নিষ্ঠুরতা: ব্রহ্মপুত্রের চরে শতাধিক মৃত গরু
বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাকারবারিদের নিষ্ঠুরতার শিকার হয়ে ব্রহ্মপুত্র নদে মারা গেছে শতাধিক পাচার হওয়া গরু। মৃত এসব গরু কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রারপুর ইউনিয়ের বিভিন্ন ডুবো চরে এসে লেগে আছে।
৪ বছর আগে
সিলেটের তিন উপজেলায় হচ্ছে তিন সীমান্ত হাট
সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়ায় বাংলাদেশ-ভারত সীমান্তে চালু হচ্ছে আরেকটি বর্ডার হাট (সীমান্ত হাট)।
৪ বছর আগে
অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আরও ৩ বাংলাদেশি আটক
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে রবিবার ভোর রাতে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে আরও তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৫ বছর আগে