বিআরইবি
ঘূর্ণিঝড় রিমাল: বিআরইবির ৯৩,ওয়েস্ট জোন পাওয়ারের ৮৭ শতাংশ বিদ্যুৎ সরবরাহ শুরু
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর বুধবার(২৯ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ৯৩ শতাংশ গ্রাহকের কাছে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পেরেছে। এছাড়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডব্লিউজেডপিডিসি) ৮৭ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেছে।
বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সোমবার(২৭ মে) বিআরইবির প্রায় ৩ কোটি ৩ লাখ গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২ কোটি ৮২ লাখ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেছে, যা ৯৩ শতাংশ।
আরও পড়ুন: ফরিদপুরে কালবৈশাখীর তাণ্ডব, বন্ধ বিদ্যুৎ সংযোগ
একই সময়ে ডব্লিইজেডপিডিসি তার ২ লাখ ৮২ হাজার গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করেছে। যা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া মোট ৪ লাখ ৫৩ হাজার গ্রাহকের ৮৭ শতাংশ।
বিদ্যুৎ বিভাগ জানায়, বর্তমানে মাঠ পর্যায়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রায় ২৫ হাজার জনবল কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামতের জন্য ডব্লিউজেডপিডিসি জনবল নিয়োগ করেছে।
আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ বিদ্যুৎ বিতরণ প্রকল্পে পোল ও ১৪০ কিলোমিটার ভূগর্ভস্থ ক্যাবল কিনবে বিআরইবি
৬ মাস আগে
সেলিম উদ্দিন বিআরইবির নতুন চেয়ারম্যান নিযুক্ত
বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সেলিম উদ্দিনকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
তিনি মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিনের স্থলাভিষিক্ত হন, যিনি চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষে অবসরে যান।
নতুন চাকরির আগে বিসিএস ১৩তম ব্যাচের এডমিন ক্যাডার কর্মকর্তা সেলিম শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং ভোলা জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং বিভিন্ন পদে পাওয়ার ডিভিশনেও দায়িত্ব পালন করেছেন বলে সূত্র জানায়।
আরও পড়ুন: জনপ্রশাসন পদক পেল প্যারিস দূতাবাস
জাতিসংঘের সিডিপিতে পুনর্নিযুক্ত হলেন ড.দেবপ্রিয়
নবনিযুক্ত পররাষ্ট্র সচিবকে বিএফএসএ’র অভিনন্দন
২ বছর আগে
গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বাড়াতে এডিবির সাথে চুক্তি
গ্রামীণ অঞ্চলে সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্ক শক্তিশালী করে বিদ্যুৎ সরবরাহ উন্নয়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সাথে মঙ্গলবার ১৩ কোটি ডলারের ছাড় ঋণসহ অতিরিক্ত ২০ কোটি ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।
৩ বছর আগে