বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সেলিম উদ্দিনকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
তিনি মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিনের স্থলাভিষিক্ত হন, যিনি চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষে অবসরে যান।
নতুন চাকরির আগে বিসিএস ১৩তম ব্যাচের এডমিন ক্যাডার কর্মকর্তা সেলিম শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং ভোলা জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং বিভিন্ন পদে পাওয়ার ডিভিশনেও দায়িত্ব পালন করেছেন বলে সূত্র জানায়।
আরও পড়ুন: জনপ্রশাসন পদক পেল প্যারিস দূতাবাস