নেদারল্যান্ড
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ চলার সময় মার্কিন সাংবাদিকের মৃত্যু
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচ চলাকালে শনিবার ভোরে বিখ্যাত মার্কিন ফুটবল সাংবাদিক গ্র্যান্ট ওয়াহল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
মার্কিন মিডিয়া জানিয়েছে, খেলার অতিরিক্ত সময়ে লুসাইল স্টেডিয়ামে সাংবাদিকদের জন্য সংরক্ষিত অংশে ওয়াহল তার আসনে ফিরে যান এবং তার পাশে থাকা সাংবাদিকদের কাছে সাহায্য চান।
আরও পড়ুন: রাজশাহীতে বিএনপির র্যালি ‘মিডিয়া কার্ডে’ খালেদা-তারেকের ছবি ব্যবহারে সাংবাদিকদের সমালোচনা
ওয়াহলের পাশে বসে সংবাদ কভার করা প্রবীণ ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক কেয়ার র্যাডনেজ বলেন, জরুরি পরিষেবা কর্মীরা দ্রুত সাড়া দেন এবং ঘটনাস্থলেই তাকে ২০ বা ৩০ মিনিট মতো চিকিৎসা দেন। তারপরে তাকে একটি স্ট্রেচারে করে নিয়ে যান।
র্যাডনেজ বলেন, ‘সত্যিই তিনি মূলধারার ক্রীড়া মানচিত্রে ফুটবলকে তুলে ধরতে সাহায্য করেছেন।’
তিনি বলেন, ‘গ্রান্টের শক্তিশালী নৈতিক অবস্থান ছিল। কোথায় খেলাধূলা হওয়া উচিত এবং কীভাবে খেলাধুলা করা উচিত প্রভৃতি নিয়ে।’
বিশ্বকাপ আয়োজক কমিটি জানিয়েছে, তাকে দোহার হামাদ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিবারের ইচ্ছা অনুযায়ী তার মরদেহ ফেরত পাঠানোর প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা মার্কিন দূতাবাস এবং সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।’
ওয়াহল গত এক দশক ধরে স্পোর্টস ইলাস্ট্রেটেডের জন্য লিখতেন। এরপরে তিনি তার নিজস্ব ওয়েবসাইট শুরু করেন।
ওয়াহল তার অষ্টম বিশ্বকাপ কভার করছিলেন। তিনি সোমবার তার ওয়েবসাইটে লিখেছেন যে তিনি কাতারে থাকাকালীন একটি ক্লিনিকে গিয়েছিলেন।
ওয়াহল লিখেছেন, ‘অবশেষে আমার শরীর ভেঙে পড়েছে। তিন সপ্তাহের সামান্য ঘুম, উচ্চ চাপ এবং প্রচুর কাজের ফলে এমন হতে পারে।’
তিনি আরও লেখেন, ‘গত ১০ দিন ধরে যা ঠান্ডা ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের খেলার রাতে তা আরও গুরুতর হয়। আমি অনুভব করছি যে আমার বুকের ওপরে চাপ ও অস্বস্তি আরও বাড়ছে।’
আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলায় মার্কিন সাংবাদিক নিহত
ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১১ সাংবাদিক
১ বছর আগে
ফিফা বিশ্বকাপ কাতার ২০২২: অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে আর্জেন্টিনার জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল দলটি। ফলে ১০ ডিসেম্বর নেদারল্যান্ডসের মুখোমুখি হবে মেসিরা।
৩৫ মিনিটে লিওনেল মেসির গোলে লিড নেয় আর্জেন্টিনা। ম্যাচটি অবশ্য মেসির জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। কারণ ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এটি ছিল ১০০০ তম ম্যাচ।
৬৫ মিনিটে মেসির জাদুকরী মাঝমাঠ থেকে বল টেনে নেয়া সবার মন কেড়েছে। যদিও গোল হয়নি। তবে এর আগে ৫৭ মিনিটের জুলিয়ান আলভারেজের গোল আর্জেন্টিনার সমর্থকদের মনে একটা ফুরফুরে ভাব নিয়ে আসে। কারণ ম্যাচ তখন মোটামুটি দলটির পক্ষেই।
তবে ৭৭ মিনিটে এনজো ফার্নান্দেজের গোল কিছুটা ভয়ের সংকেত ছিল মেসিদের জন্য। কিন্তু শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা।
অস্ট্রেলিয়ার কাছে বল ছিল ৩৯ শতাংশ সময়। অন্যদিকে অর্জেন্টিনা ১৪টি শট নিয়েছিল যার মধ্যে টার্গেটে ছিল পাঁচটি। অস্ট্রেলিয়া এদিন খুব একটা সুবিধা করতে পারেনি। মাত্র পাঁচ শট নিলেও টার্গেটে ছিল মাত্র একটি।
আরও পড়ুন: লিওনেল মেসি: দুনিয়া কাঁপানো ফুটবলার হয়ে উঠার সচিত্র গল্প
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ স্ট্রিমিং: কোথায়, কীভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
ফিফা বিশ্বকাপ কাতার ২০২২: ভিনসেন্টের শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের পরাজয়
১ বছর আগে
টি-২০ বিশ্বকাপ ২০২২: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসের জয়
অ্যাডিলেডে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ এর রবিবারের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে চমকে দিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচটিতে নেদারল্যান্ডসের জয়ের কারণে গ্রুপ-২ এর পরবর্তী বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলায় যে জিতবে সে দল সেমিফাইনালে যাবে।
সকাল ১০টার খেলায় জয়ী দল ভারতের সঙ্গে সেমিফাইনালে লড়াই করবে। এদিকে গ্রুপ-১ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
ক্রিকেটের যেকোনো ফরম্যাটে এই প্রথম দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে নেদারল্যান্ডস। প্রথমে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে তারা করে ১৫৮ রান। জবাবে ৮ উইকেটে দক্ষিণ আফ্রিকা ১৪৫ রান করে হার নিয়ে মাঠ ছাড়েন।
কলিন অ্যাকারম্যানের ২৬ বলে ৪১ রানের জন্য তাকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। তার দুর্দান্ত এই খেলা ডাচদের জয়ে বড় অবদান রেখেছে।
দক্ষিণ আফ্রিকা জয় পেলে সেমিফাইনাল নিশ্চিত হত। তবে এই ম্যাচে হারের কারণে তাদের পয়েন্ট পাঁচেই থেকে গেছে। যেহেতু পাকিস্তান ও বাংলাদেশ উভয় দলের চার পয়েন্ট করে রয়েছে তাই যে জিতবে সে দলই সেমিফাইনালে যাচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২
টি-২০ বিশ্বকাপ ২০২২: আইরিশদের হারিয়ে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে কিউইরা
টি-২০ বিশ্বকাপ ২০২২: বাংলাদেশের বিপক্ষে ৫ রানে জয় পেল ভারত
১ বছর আগে
টি-২০ বিশ্বকাপ: নেদারল্যান্ডসকে চেপে ধরেছে বাংলাদেশ
বাংলাদেশের দেয়া ১৪৪ রানের জবাবে তাসকিন আহমেদের প্রথম ওভারেই দুই উইকেট হারিয়েছে নেদারল্যান্ডস। পরে ডাচদের দুই ব্যাটারকে রান আউট করে চেপে ধরেছে বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.৫ ওভারে ৬৬ রানে ছয় উইকেট হারিয়েছে ডাচরা। জিততে হলে তাদের ৪৩ বলে আরও ৭৯ রান করতে হবে। আর বাংলাদেশের প্রয়োজন মাত্র চারটি উইকেট।
এর আগে আট উইকেটে ১৪৪ রান করেছে বাংলাদেশ।
দলের পক্ষে দুই চার ও দুই ছয়ে ২৭ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন আফিফ হোসেন। এছাড়া ওপেনার নাজমুল শান্ত ২০ বলে ২৫ রান করেন।
ডাচদের হয়ে পল ভ্যান মিকারেন ও ডি লিডে দুটি করে উইকেট শিকার করেন।
ওপেনারদের ভালো শুরুর পরও দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
প্রথম পাঁচ ওভারে বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে ৪৩ রান করে। কিন্তু ষষ্ঠ ওভারের প্রথম বলে পল ভ্যান মিকেরেন বোল্ড হয়ে ১৪ বলে ১৪ রান করা সৌম্যকে হারায় বাংলাদেশ।এরপর পাওয়ার প্লে শেষ হওয়ার পর সপ্তম ওভারের প্রথম বলে ভালো খেলতে থাকা শান্তকেও (২০ বলে ২৫) হারায় বাংলাদেশ।
ইনিংসের শুরু থেকেই নড়বড়ে ছিলেন লিটন। ভ্যান বিনের একটি শর্ট বলে অফে ক্লিয়ার করতে গিয়ে ধরা পড়েন লিটন।
শারিজ আহমেদের শিকার হয়েছেন সাকিব। বাঁ-হাতি ব্যাটার বড় শট খেলার চেষ্টা করলেও ডি লিড ডিপ মিডউইকেটে বাউন্ডারিতে অসামান্য ক্যাচ নেন।
শেষ দিকে মোসাদ্দেক হোসেন ১২ বলে ২০ রান করে বাংলাদেশকে সম্মানজনক স্কোর গড়তে সহায়তা করেন।
২ বছর আগে
নেদারল্যান্ড-বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর: পানির গল্প নিয়ে ‘বই’ উন্মোচন
নেদারল্যান্ড ও বাংলাদেশের সম্পর্কের ৫০ বছরের অংশ হিসেবে পানির গল্প নিয়ে ‘বই’ উন্মোচন করা হয়েছে। বইটি যৌথভাবে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়।
সম্প্রতি ডাচ পানি বিষয়ক দূত হেঙ্ক ওভিঙ্ক এবং নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ ডেল্ফ্-এ বাংলাদেশি এবং ডাচ তরুণ ফটোগ্রাফারদের পুরস্কারপ্রাপ্ত ছবি সম্মিলিত একটি স্মারক বই প্রকাশ করে।
আরও পড়ুন: অ্যাক্রিডিটেশন ল্যাব উন্নয়নে কাজ করবে নেদারল্যান্ড
হেঙ্ক ওভিঙ্ক ২০২৩ সালের জাতিসংঘের পানি সংক্রান্ত সম্বেলনের শেরপার দায়িত্বপ্রাপ্ত, প্রতিটি ব-দ্বীপে পানি সংক্রান্ত দৃষ্টিভঙ্গি জনগণ-কেন্দ্রিক রূপান্তরে গুরুত্ব আরোপ করেন এবং আগামী কয়েক দশকে বাংলাদেশের পানি খাতে অব্যাহত ডাচ সহায়তার আশ্বাস দিয়েছেন।
বইটি শীর্ষস্থানীয় ডাচ পানি গবেষণা প্রতিষ্ঠান, ডেল্টারেস এবং দূতাবাসের মধ্যে গত ১৬ মাসের সহযোগিতায় পরিচালিত ‘পানি বিষয়ক ছবি প্রতিযোগিতা’র মাধ্যমে তৈরি হয়। গত বছর উন্মুক্ত ফটো প্রতিযোগিতায় ১৬০০ ছবি জমা পড়ে যার মধ্যে জুরি ১০টি ছবি পুরষ্কারের জন্য নির্বাচন করে।
আরও পড়ুন: নেদারল্যান্ডসে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নির্দেশনা
অনুষ্ঠানে আইএইচই, ওয়াগেনিঙ্গেন ইউনিভার্সিটি, রয়্যাল হাসকনিং সহ ডাচ পানি সেক্টরের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
২ বছর আগে
অ্যাক্রিডিটেশন ল্যাব উন্নয়নে কাজ করবে নেদারল্যান্ড
কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধি করতে বাংলাদেশে অ্যাক্রিডিটেশন ল্যাব উন্নয়নে ও ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দেয়ার জন্য নেদারল্যান্ডের কৃষি মন্ত্রণালয় সহযোগিতা দিবে। এক্ষেত্রে তারা বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের সাথে কাজ করবে। এর ফলে নেদারল্যান্ডে কৃষিপণ্য রপ্তানির বিরাট সম্ভাবনা তৈরি হবে।গতকাল মঙ্গলবার নেদারল্যান্ডের স্থানীয় সময় রাতে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকের সাথে সে দেশের কৃষি মন্ত্রণালয় ও কৃষি-খাদ্য বিষয়ক সরকারি কর্মকর্তা-বেসরকারি উদ্যোক্তাদের বৈঠকে এ আলোচনা হয়। নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: নেদারল্যান্ডসে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নির্দেশনাএ সময় কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে কৃষি উৎপাদনে অভাবনীয় সাফল্য এসেছে। আমাদের অনেক উদ্বৃত্ত ফসল রয়েছে। কিন্তু রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে পিছিয়ে আছে বাংলাদেশ। আমাদের অর্থের অভাব নেই, প্রয়োজন কারিগরি ও জ্ঞানবিনিময়ে সহযোগিতা। এক্ষেত্রে আমরা নেদারল্যান্ডের সহযোগিতা কামনা করি।নেদারল্যান্ডে বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানির বাধা দূর করতে নেদারল্যান্ডের প্রতিনিধিদলের সবাই একযোগে কাজ করবে বলে বৈঠকে জানায়। রপ্তানির ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টেশন তৈরিতেও তারা সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন। এছাড়া, বীজ উৎপাদন ও পরিবহন এবং কৃষি প্রক্রিয়াজাতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক জোরদার ও সহযোগিতা বৃদ্ধি করবে বলেও জানানো হয়।বৈঠকে নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ, ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউভেন, কৃষি মন্ত্রণালয়ের এগ্রি-ইন্টারন্যাশনালের উপমহাপরিচালক গুইদো ল্যান্ডহির, সোলিদারিদার্দের ব্যবস্থাপনা পরিচালক হেস্কে ভারবার্গ, ইস্ট ওয়েস্ট সিডের ম্যানেজার মাইকি গ্রুট, নেদারল্যান্ড ফুড পার্টনারশিপের সিইও মির্টেলে ড্যান্স, টপ সেক্টর এগ্রি অ্যান্ড ফুডের ডিরেক্টর উইলিমিয়েন ভি. অ্যাসল্ট, গ্রুয়েন্টে ফ্রুট হিউসের সিইও জানাইন লুটেন ও ইনগে রিবেন্স উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পানি নিয়ে বাংলাদশ-নেদারল্যান্ডের ছবি ও ভিডিও প্রতিযোগিতাবাংলাদেশ প্রতিনিধি দলে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, এসিআই এগ্রো লিংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এফএইচ আনসারী, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, জেমকন গ্রুপের ডিরেক্টর কাজী ইনাম আহমেদ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল এবং বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবল অ্যান্ড এলাইড প্রোডাক্ট এক্সপোর্টার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
২ বছর আগে
হেগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ইউরোপীয়দের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরার উদ্দেশে নেদারল্যান্ডের হেগে সৃষ্টিশীল উপায়ে অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
৩ বছর আগে
এশিয়ার শীর্ষ ‘মাদক সম্রাট’ আমস্টার্ডামে গ্রেপ্তার
বিশ্বের সবচেয়ে বড় মাদক পাচারকারী দলগুলোর একটির প্রধানকে গ্রেপ্তারের দাবি করেছে নেদারল্যান্ডসের পুলিশ।
৩ বছর আগে