অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে আর্জেন্টিনার জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল দলটি। ফলে ১০ ডিসেম্বর নেদারল্যান্ডসের মুখোমুখি হবে মেসিরা।
৩৫ মিনিটে লিওনেল মেসির গোলে লিড নেয় আর্জেন্টিনা। ম্যাচটি অবশ্য মেসির জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। কারণ ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এটি ছিল ১০০০ তম ম্যাচ।
৬৫ মিনিটে মেসির জাদুকরী মাঝমাঠ থেকে বল টেনে নেয়া সবার মন কেড়েছে। যদিও গোল হয়নি। তবে এর আগে ৫৭ মিনিটের জুলিয়ান আলভারেজের গোল আর্জেন্টিনার সমর্থকদের মনে একটা ফুরফুরে ভাব নিয়ে আসে। কারণ ম্যাচ তখন মোটামুটি দলটির পক্ষেই।
তবে ৭৭ মিনিটে এনজো ফার্নান্দেজের গোল কিছুটা ভয়ের সংকেত ছিল মেসিদের জন্য। কিন্তু শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা।
অস্ট্রেলিয়ার কাছে বল ছিল ৩৯ শতাংশ সময়। অন্যদিকে অর্জেন্টিনা ১৪টি শট নিয়েছিল যার মধ্যে টার্গেটে ছিল পাঁচটি। অস্ট্রেলিয়া এদিন খুব একটা সুবিধা করতে পারেনি। মাত্র পাঁচ শট নিলেও টার্গেটে ছিল মাত্র একটি।
আরও পড়ুন: লিওনেল মেসি: দুনিয়া কাঁপানো ফুটবলার হয়ে উঠার সচিত্র গল্প
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ স্ট্রিমিং: কোথায়, কীভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
ফিফা বিশ্বকাপ কাতার ২০২২: ভিনসেন্টের শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের পরাজয়