ডাচ
ফিফা বিশ্বকাপ কাতার ২০২২: ট্রাইব্রেকারের ৪-৩ স্কোরে ডাচদের হারিয়ে মেসিরা সেমিফাইনালে
৮২ মিনিট পর্যন্ত সবাই ধরেই নিয়েছিল আর্জেন্টিনা জয়লাভ করবে। কারণ নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০ গোলে মেসিরা এগিয়ে। কিন্তু শেষ মুহূর্তে এসে ডাচরা যে এভাবে ঘুরে দাঁড়াবে তা হয়তো অনেকেই কল্পনা করেননি। তবে ফুটবলের মোড় কখন যে ঘুরে যায় তা বলা কঠিন। হয়েছেও তাই। অতিরিক্ত সময়সহ ডাচরা দুই গোল শোধ করে বসেন।
এই পর্যন্ত ২-২ গোলে দল দুইটি ট্রাইব্রেকারের প্রস্তুতি নিচ্ছে। এর আগে আর্জেন্টিনার হয়ে ৩৫ মিনিটে প্রথম গোলটি করেন নাহুয়েল মোলিনা। এরপর ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লিওনেল মেসি। বিশ্বকাপে মেসির মোট গোল সংখ্যা দাঁড়াল ১০-এ। অন্যদিকে নেদারল্যান্ডসের হয়ে ৮৩ মিনিটে ও ৯০+১১ মিনিটে দুটি গোলই করেন ভাউট বেগহোর্স্ট।
ট্রাইব্রেকারেও ৯০ মিনিটের প্রতিফলন দেখা যায়। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ডাচদের প্রথম দুটি শট আটকিয়ে দেয়। অন্যদিকে প্রথম তিন শটেই গোল করেন মেসিরা। ফলে আবারও ধরেই নেয়া হয় আর্জেন্টিনা যাচ্ছে সেমিফাইনালে। কিন্তু এনজো ফার্নান্দেজের চতুর্থ শট গোলবারে যেতে পারেনি। নেদারল্যান্ডসের তৃতীয় শটের পর বাকি দুটি শটেও গোল করতে পাড়ায় ম্যাচের মোড় ঘুরে যায়। ফলে ৩-৩ এর সমীকরণে ম্যাচের ভাগ্য তখন ছিল লাওতারো মার্তিনেজের হাতে। তিনি আর ভুল করেননি। গোলটি করে আর্জেন্টিনাকে সেমিফাইনালে উঠিয়ে দিলেন।
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস লাইভ স্ট্রিমিং: কোথায় দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২ কোয়ার্টার ফাইনাল, সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
ফলে ট্রাইব্রেকারের ৪-৩ স্কোরে আর্জেন্টিয়া জয়লাভ করে। সেমিফাইনালে মঙ্গলবার দিবাগত রাত ১টায় মেসিরা মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।
ম্যাচে ডাচদের পায়েই বেশির ভাগ সময় বল ছিল। আর্জেন্টিনাদের কাছে বল ছিল ৪৮ শতাংশ সময়ে। এই ম্যাচটির একটি বিশেষ দিক ছিল রেফারি ম্যাথু লাহোজ। ম্যাচে আর্জেন্টিনা হলুদ কার্ড পায় আটটি। সেখানে মেসিও আছেন। অন্যদিকে নেদারল্যান্ডসের হলুদ কার্ড ছিল ছয়টি। তবে তাদের ভাগ্যে লাল কার্ডও ছিল।
আরও পড়ুন: ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ স্ট্রিমিং: কোথায় দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২ কোয়ার্টার ফাইনাল, সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া লাইভ স্ট্রিমিং: কোথায় দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২, সম্ভাব্য একাদশ
২ বছর আগে
উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ডাচ এনজিওগুলোর
কয়েক দশক ধরে বাংলাদেশে কর্মরত ডাচ বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো (এনজিও) এ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তাদের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
৩ বছর আগে