তৃতীয় লিঙ্গ
তৃতীয় লিঙ্গের লাশ দাফনে কবরস্থান নির্মাণের ঘোষণা শেরপুরের এসপির
শেরপুরে সরকারি গুচ্ছগ্রামে বসবাসকারী তৃতীয় লিঙ্গের জন্য পৃথক কবরস্থান নির্মাণের ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান।
রবিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর জেলা হিজড়া কল্যাণ সংস্থার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এ ঘোষণা দেন।
এসময় পুলিশ সুপার তৃতীয় লিঙ্গের পাশে থেকে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ও তাদের বিভিন্ন সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দেন।
জানা গেছে, তৃতীয় লিঙ্গ ‘হিজড়া’ জনগোষ্ঠীর মৃত্যুর পর লাশ সৎকার নিয়ে বিড়ম্বনা পোহাতে হয়। বিষয়টি জানার পর শেরপুরে সরকারি গুচ্ছগ্রামে বসবাসকারী হিজড়াদের জন্য পৃথক কবরস্থান নির্মাণের ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার। সেই সঙ্গে জেলার তালিকাভুক্ত ৫২ জন হিজড়ার মধ্যে যে কারও মৃত্যু ঘটলে তিনি তার লাশ সৎকার ও কাফন-দাফনের সকল ব্যয় ব্যক্তিগতভাবে বহনের দায়িত্ব নেয়ার কথাও জানান।
কামরুজ্জামান বলেন, হিজড়াদের মৃত্যুর পর তাদের শেষকৃত্য নিয়ে তারা অনেক সামাজিক প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়। সেই সমস্যা সমাধানে তাদের জন্য কবরস্থানের জায়গা আমি নিজ অর্থায়নে করে দেব।
আরও পড়ুন: বঙ্গবন্ধুকন্যার হাত ধরেই তৃতীয় লিঙ্গের স্বীকৃতি এসেছে: তথ্যমন্ত্রী
এজন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সুবিধাজনক একটি স্থান নির্বাচনে তাকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, কবরস্থানের বিষয়টি দ্রুত বাস্তবায়ন করা হবে। সেইসঙ্গে তিনি (এসপি) যেখানেই থাকুক না কেনো এই জনগোষ্ঠীর (হিজড়া) কারোর শেষকৃত্যের সময় সকল খরচ নিজ অর্থায়নে সারাজীবন বহন করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন।
একইসঙ্গে স্থানীয় হিজড়াদের আর্থিকভাবে স্বচ্ছল হতে স্থায়ী আয়-উপার্জের মাধ্যম তৈরি করতে গৃহপালিত পশু গরু কিনে দেয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। যাদের হস্তশিল্পের দক্ষতা রয়েছে তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করবেন ও তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সব রকমের সহায়তায় শেরপুর জেলা পুলিশ তাদের পাশে থাকবে বলে জানান।
হিজড়া জনগোষ্ঠী যাতে সমাজের অন্য সকলের মত সাধারণ জীবনযাপন করতে পারে ও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সামাজিক রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা পায়-জনপ্রতিনিধিদের ও স্থানীয় এলাকাবাসীর কাছে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শেরপুর জেলা হিজড়া কল্যাণ সংস্থা।
অনুষ্ঠানে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি এসপি পত্মী ফারজানা হক মৌ বলেন, পুনাক সাম্প্রতিক সময়ে গণমানুষ বিশেষ করে নারী সমাজের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। পুনাক নানা ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বৃহত্তর পরিসরে দেশের নারী সমাজের ক্ষমতায়ন ও উন্নয়নে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। পুনাকের মানবিক সেবার অংশ হিসেবে হিজড়া জনগোষ্ঠীর জন্য পুনাক অনেকরকম কর্মপরিকল্পনা ও কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করে সবসময় পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শেরপুর জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকার বলেন, হিজড়াদের বিষয়গুলো জনসম্মুখে তুলে ধরার জন্য জনউদ্যোগ শেরপুর কমিটির প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।
তিনি বলেন, জেলা প্রশাসন আমাদের আবাসন করে দিয়েছে। আমাদের আত্মকর্মী হিসেবে গড়ে ওঠার জন্য জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসন, পুলিশ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা এসপি মহোদয় ও তার পত্নীর কাছে কৃতজ্ঞ।
নিশি সরকার বলেন, আশা করছি এভাবে সকলের ভালোবাসায় একদিন আমরা অব্যশই মাথা তুলে দাঁড়াতে পারবো, সমাজের অন্যান্য মানুষের সঙ্গে একই মর্যাদায় বাঁচতে পারবো।
আরও পড়ুন: যশোরে তৃতীয় লিঙ্গের লাভলী হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের কাজলী
২ বছর আগে
বঙ্গবন্ধুকন্যার হাত ধরেই তৃতীয় লিঙ্গের স্বীকৃতি এসেছে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, এই দেশে অনেকেই ক্ষমতায় ছিল, কেউ কিন্তু পাসপোর্টে কিংবা সরকারি ফরমে তৃতীয় লিঙ্গ লেখার সুযোগ করে দেয়নি। বঙ্গবন্ধুকন্যার হাত ধরেই তৃতীয় লিঙ্গের স্বীকৃতি এসেছে। এবং তৃতীয় লিঙ্গের মানুষের মা হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।
শনিবার (৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম ডিসি অফিস প্রাঙ্গনে প্রশাসনের উদ্যোগে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ, চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলের জন্য মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুভিত্তিক বই এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জন্য ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, 'পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে অন্যান্য বারের তুলনায় এবার ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক হচ্ছে। এটি আমার কথা নয়, মানুষের বক্তব্য। অথচ অনলাইনে দেখলাম, বিএনপি নেতারা বক্তব্য রাখছেন মানুষের ঈদ যাত্রায় দুর্ভোগ হচ্ছে। আসলে মানুষ ভালো আছে বিধায় তাদের মনটা খারাপ।'
পবিত্র ঈদুলআযহা ত্যাগ এবং মানুষে মানুষে ভ্রাতৃত্ব স্থাপনের শিক্ষা দেয় উল্লেখ করে ড. হাছান বলেন, আমি আশা করবো ঈদকে সামনে রেখে তারা দেশে মিথ্যাচার এবং জনগণকে বিভ্রান্ত করার রাজনীতিটা বন্ধ করবেন।
ড. হাছান বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের সব জনগোষ্ঠীর উন্নয়নে বিশ্বাস করে। গত সাড়ে তের বছর সময়ের মধ্যে অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর যে উন্নয়ন হয়েছে সেটি বাংলাদেশে আগে কখনো হয়নি। উন্নত ও উন্নয়নশীল দেশেও এভাবে প্রান্তিক জনগোষ্ঠীর কথা ভেবে উন্নয়ন পরিকল্পনা হাতে নেয়া হয়নি।
তৃতীয় লিঙ্গের মানুষের কোনো স্বীকৃতি আগে ছিল না, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সেই স্বীকৃতি এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের জন্য অনেক ক্ষেত্রে চাকরিতে বিশেষ কোটা রাখা হয়েছে, নানাভাবে বরাদ্দ দেয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে যে তৃতীয় লিঙ্গের মানুষদেরকে তাদের পরিবারও অস্বীকার করে, সেই মানুষের কথা জননেত্রী শেখ হাসিনা ভেবেছেন।
পড়ুন: সাংবাদিকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে: তথ্যমন্ত্রী
হাছান মাহমুদ বলেন, আজকে সরকারি অফিসে বড় পদে তৃতীয় লিঙ্গের চাকরি হচ্ছে। তাদের জন্য ব্যাংকে বিশেষ প্রণোদনা দেয়ার সুযোগ রাখা হয়েছে। সামাজিক নিরাপত্তা বলয়ের ক্ষেত্রেও তৃতীয় লিঙ্গকে অগ্রাধিকার দেয়ার কথা বলা আছে। এভাবে সমাজের সকল স্তরের মানুষের উন্নয়নের মাধ্যমে আজকে দেশ উন্নত হয়েছে, দেশ এগিয়ে যাচ্ছে, বলেন তথ্যমন্ত্রী।
সম্প্রচার মন্ত্রী বলেন, আজ থেকে তের-চৌদ্দ বছর আগে শুধু তৃতীয় লিঙ্গ নয়, অটিস্টিক শিশুদেরকেও মা-বাবারা লুকিয়ে রাখতো। আর এখন দেশের অটিস্টিক কিশোর-যুবকরা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অংশ নিয়ে পদক নিয়ে এসেছে। এটি কেউ কখনো ভাবেনি। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের কারণে এটি সম্ভব হয়েছে। অর্থাৎ যেই শিশুদেরকে তাদের মা-বাবাও লুকিয়ে রাখতো সেই শিশুদের কথাও ভেবেছেন বঙ্গবন্ধুকন্যা।
ডিসি মো. মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহাবুবুল আলম, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহসভাপতি এম এ মোরশেদ হোসেন, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি ফাল্গুনী হিজড়া প্রমুখ।
পড়ুন: মানবিক রাষ্ট্র গড়তে এগিয়ে আসুন: সাংবাদিকদের প্রতি তথ্যমন্ত্রী
২ বছর আগে
যশোরে তৃতীয় লিঙ্গের লাভলী হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
যশোরে তৃতীয় লিঙ্গের লাভলী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ওই সম্প্রদায়ের দু’জনসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
রবিবার এক প্রেস ব্রিফিংয়ে ডিবি পুলিশ এই তথ্য জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার দোগাছিয়া গ্রামের শাকিল পারভেজ (২১), ঝাউদিয়া গ্রামের মেহেদী হাসান (১৯) এবং তৃতীয় লিঙ্গের নাজমা ও সেলিনা।
আরও পড়ুন: যশোরে তৃতীয় লিঙ্গের একজনকে ছুরিকাঘাতে হত্যা
এই সময় তাদের কাছ থেকে পিস্তল, ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, তিন রাউন্ড গুলির বুলেট ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মধ্যে আধিপত্য বিস্তার এবং টাকা লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ চলে আসছিল। এর জের ধরে সেলিম ও নাজমা আব্দুল কাদের ওরফে লাভলীকে হত্যার পরিকল্পনা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হালশা গ্রামের একটি ব্রিজের ওপর নাজমা, সেলিনাসহ চারজন তার পথরোধ করে। এরপর লাভলীকে লক্ষ্য করে গুলি করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন: আশ্রয়ণ: হাটিকুমরুলে স্থায়ী ঠিকানা পেয়ে উৎফুল্ল তৃতীয় লিঙ্গ সম্প্রদায়
ঘটনার পরপরই ডিবি পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শনিবার রাতে চারজনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় রবিবার কোতোয়ালি থানায় লাভলীর বোন ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।
২ বছর আগে
ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের কাজলী
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য হিসেবে তৃতীয় লিঙ্গের কাজলী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার অনুষ্ঠিত এ নির্বাচনে তালম ইউনিয়নের ৬,৭ ও ৮ নং ওয়ার্ডে কাজলী সংরক্ষিত নারী মেম্বার প্রার্থী (বকপাখি) প্রতিদ্বন্দ্বীতা করে বিজয়ী হন। এ উপজেলার সগুনা ইউনিয়নে মাত্র আট ভোটে পরাজিত হয়েছেন তৃতীয় লিঙ্গের রনি (তালগাছ)।
কাজলী বলেন, ‘এ ওয়ার্ডের ভোটাররা তৃতীয় লিঙ্গ বিবেচনা করেনি। তারা মূল্যবান ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। এজন্য ভোটারদের প্রতি চিরকৃতজ্ঞ এবং জনসেবায় যথার্থ দায়িত্ব পালন করবো।’
অন্যদিকে পরাজিত প্রার্থী তৃতীয় লিঙ্গের রনি বলেন, মাত্র আট ভোটে পরাজিত হয়েছি। ভোটাররা আমাকে যে ভালোবাসা দিয়েছে এতেই খুশি।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: সিরাজগঞ্জে সংরক্ষিত নারী আসনে তৃতীয় লিঙ্গের প্রার্থী রনি ও কাজলী
দেশের প্রথম তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান ঝিনাইদহের রিতু
২ বছর আগে
ফরিদপুরে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
ফরিদপুরের বিভিন্ন এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর পারভেজ চোকদার।
মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার রথখোলা, শোভারামপুর, শিবরামপুর ও গঙ্গাবর্দীসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তাদের হাতে কম্বল তুলে দেন তিনি।
এর আগে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের দেবিগঞ্জে ভাইরাল হওয়া ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত নারীর পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন তিনি।
আরও পড়ুন: জেসিআই ঢাকা এন্ট্রপ্রেনার্সের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ইউটিউব ও ফেসবুক থেকে আয়ের একটি অংশ সমাজের অবহেলিত মানুষের উন্নয়নে নিয়মিত ব্যয় করার প্রত্যয় ব্যক্ত করে পারভেজ চোকদার বলেন, তৃতীয় লিঙ্গের মানুষেরা পরিবার থাকতেও বঞ্চিত, অনেকেই তাদের কষ্টের খবরও রাখেন না।
তিনি বলেন, যে যার অবস্থান থেকে সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ালে অন্তত কিছু মানুষ ভালো থাকতে পারবে। তাতে সমাজের সামগ্রিক উন্নয়ন সাধিত হবে।
তাছাড়া পারভেজ নিয়মিত সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষদের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুন: মিঠাপুকুরে ‘সাইল্যান্ট হ্যান্ডস সাপোর্ট’র শীতবস্ত্র বিতরণ
২ বছর আগে
ইউপি নির্বাচন: সিরাজগঞ্জে সংরক্ষিত নারী আসনে তৃতীয় লিঙ্গের প্রার্থী রনি ও কাজলী
সিরাজগঞ্জের তাড়াশে আগামী পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে দুটি ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন তৃতীয় লিঙ্গের দুজন প্রার্থী।
তাড়াশ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ এলাকার তৃতীয় লিঙ্গের রনি সংরক্ষিত ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদে ও তালম ইউনিয়নের কাজলী (জাহাঙ্গীর) সংরক্ষিত ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে রনি পেয়েছেন তালগাছ প্রতীক ও কাজলী পেয়েছেন বক প্রতীক।
আরও পড়ুন: দেশের প্রথম তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান ঝিনাইদহের রিতু
রনি বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তার কাছে কৃতজ্ঞ। উন্নয়ন অগ্রগতিতে আমরাও এখন অংশীদার। তাই পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে সদস্য প্রার্থী হয়েছি।’
আরেক প্রার্থী কাজলী বলেন, ‘আমরাও মানুষ এবং এদেশ আমাদেরও। তাই আমাদের অধিকার আদায়ে এ নির্বাচনে প্রার্থী হয়েছি। এলাকায় সাড়া পাচ্ছি প্রচুর। আমি নির্বাচনে জয় নিয়ে আশাবাদী।’
উল্লেখ্য, উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ডুমুরিয়ায় ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের শাহিদা
২ বছর আগে
চট্টগ্রামে বস্তিবাসীদের টিকাদান শুরু আজ
ঢাকায় বস্তিবাসীদের করোনার টিকাদান কার্যক্রম চালুর পর এবার চট্টগ্রামেও বস্তিবাসীদের টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রথম ধাপে খুলশী থানাধীন ঝাউতলা ছিন্নমূল বস্তির ২ হাজার বাসিন্দাকে টিকা দেয়ার কথা জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। পরে পর্যায়ক্রমে নগরীর সকল বস্তিবাসীদের টিকার আওতায় আনা হবে। একই সাথে চট্টগ্রামের তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরও টিকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন ছাড়াই আজ রবিবার থেকে বস্তিতে এ টিকা দেয়ার কার্যক্রম শুরু হচ্ছে। চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
চট্টগ্রাম সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, আজ রবিবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার চার দিনে ২ হাজার বস্তিবাসীকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। টিকা প্রদানের জন্য ৩ সদস্যের একটি টিমও গঠন করা হয়েছে।
আরও পড়ুন: বস্তিতে টিকাদান শুরু মঙ্গলবার
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস হোসেন জানান, ২১, ২৩ এবং ২৫ নভেম্বর নগরীর ঝাউতলায় ছিন্নমূল বস্তিতে এবং ২২ নভেম্বর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন করে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে টিকা কার্যক্রম চালানো হবে।
তিনি বলেন, প্রাথমিকভাবে বস্তি এলাকার জন্য প্রায় ২ হাজার এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য ৩০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা বরাদ্দ রাখা হয়েছে। টিকা নিতে আগ্রহীদের উপস্থিতির ওপর নির্ভর করে টিকা ডোজ সংখ্যা বাড়ানো বা কমানো হবে।
প্রসঙ্গত, ঢাকায় জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র না থাকলেও, বস্তিবাসীদের তালিকা করে সবাইকেই টিকার আওতায় আনার কাজ শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় গত মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে ঢাকার কড়াইল বস্তিতে ১৮ বছর বয়সের বেশি সবাইকে টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ বস্তিশুমারির ২০১৪ সালের তথ্য অনুযায়ী, দেশে মোট বস্তির মধ্যে ১৬ শতাংশ বা ২ হাজার ২১৬টি চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায়। এসব বস্তিতে মোট ১ লাখ ২৮ হাজার পরিবার বসবাস করে। প্রতিটি পরিবার বা খাবারের গড় সদস্য সংখ্যা ৩ দশমিক ৭৩।
আরও পড়ুন: ভারত থেকে ১০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন আসছে আজ
মহামারি শুরুর পর প্রথমবার মৃত্যুহীন বাংলাদেশ
৩ বছর আগে
ডুমুরিয়ায় ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের শাহিদা
খুলনা জেলার ডুমুরিয়ার ছয় নম্বর মাগুরাঘোনা ইউনিয়নের নারী সংরক্ষিত সদস্য পদে তৃতীয় লিঙ্গের শাহিদা বিবি (৪৩) ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ইউনিয়নের চার,পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন।
শাহিদা ডুমুরিয়ার ছয় নম্বর বেতাগ্রাম সদর ওয়ার্ডের দক্ষিণ চুকনগর গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের মেয়ে। দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করছেন।
দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে ১১ নভেম্বর শাহিদা বিবি সংরক্ষিত ইউপি সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন। চারজন নারী প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, মাইক প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হন তিনি। শাহিদা মাইক প্রতীকে পান দুই হাজার ৭৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাইলা বেগম পেয়েছেন এক হাজার ৭১৪ ভোট।
বিজয়ী হওয়ায় আনন্দ প্রকাশ করে শাহিদা বলেন, জনগণের ভালোবাসায় আমি নির্বাচিত হয়েছি। আমি আমাদের অধিকার নিশ্চিত করার জন্য নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। হিজড়া সম্প্রদায়ের লোকদের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করব। আর সবসময়ই গরিব, দুঃখী ও বঞ্চিত লোকদের পাশে থাকব। আমি কোনওদিন কোন মানুষকে কটু কথা বলিনি। কাউকে বিরক্ত করিনি। যে কারণে মানুষ আমাকে মূল্যায়ন করেছে।
তিনি আরও বলেন, হিজড়া জনগোষ্ঠী নিয়ে মানুষের চিন্তা পাল্টে দিতে চাই। সমাজে আমরা অবহেলিত হওয়া সত্ত্বেও জনগণ আমাকে নির্বাচিত করে সমাজে একটি স্থান দিয়েছে। তাই এলাকার সব ভোটারদের কাছে আমি ঋণী। সংরক্ষিত তিনটি ওয়ার্ডে তৃতীয় লিঙ্গের আর একজন ভোটার ছিল মুক্তা মনি। সে সব সময় আমার নির্বাচনী কাজে সহযোগিতা করেছে। তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভোটের দিন বিভিন্ন এলাকা থেকে ৭-৮ জন হিজড়া এসে আমার জন্য অনেক কষ্ট করেছে। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।
আরও পড়ুন: গাইবান্ধায় ইউপি সদস্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ,সড়ক অবরোধ
শাহিদা বলেন, খুলনায় ইউপি নির্বাচনে আমি প্রথম বিজয়ী হয়েছি। আমার বিজয়ে জনগণের সাথে সাথে পিতা-মাতাও ভীষণ খুশি।
আগামীর পরিকল্পনা সম্পর্কে শাহিদা বলেন, এলাকার মানুষের জন্য কিছু করতে চাই। মানুষ যে ভালোবাসা দিয়েছে তার প্রতিদান দিতে চাই। এজন্য সবার সহযোগিতা চাই।
তৃতীয় লিঙ্গের একমাত্র ভোটার মুক্তা মনি বলেন, অনেক স্বপ্ন নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শাহিদা বিবির পক্ষে ভোট চেয়েছি। তারা আমাদের মূল্যায়ন করেছে। এর চেয়ে আর বড় কিছুই চাওয়া পাওয়া নেই।
২০০৯ সালের ডিসেম্বরে হিজড়াদের ভোটাধিকার দেয়া হয়। ২০১৩ সালে হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া সংক্রান্ত নীতিমালা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পায়। ২০১৪ সালের ২৬ জানুয়ারি হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে সরকার। ভোটার তালিকায় নারী ও পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গ হিসেবে আরেকটি পরিচয় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
আরও পড়ুন: গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা !
নির্বাচনে জয়ী হওয়ার একদিন পরে চাঁদপুরে ইউপি সদস্যের মৃত্যু
৩ বছর আগে
বাঁধাধরা নিয়ম ভেঙে নতুন উচ্চতায় তাসনুভা আনান শিশির
আবারও সমাজের বেঁধে দেওয়া নিয়ম ভেঙে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন সুপরিচিত মডেল, শিল্পী ও সমাজকর্মী তাসনুভা আনান শিশির। এবার আন্তর্জাতিক মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার হয়ে দেশের মূলধারার বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি।
রূপান্তরিত (ট্রান্সজেন্ডার) নারী হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের বাণিজ্যিক বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন তাসনুভা আনান। জনপ্রিয় ব্র্যান্ড ইয়ামাহার মোটরসাইকেলের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করছে এসিআই মোটর্স।
আরও পড়ুন: তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রী
রেটরো পিকচার্সের ব্যানারে পরিচালক সজল আহমেদের নির্মিত এই বিজ্ঞাপনচিত্র ইতোমধ্যেই সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিজ্ঞাপন চিত্রে তাসনুভা এবং অভিনেতা নিলয় কর্মজীবী ভাই-বোনের মধুর সম্পর্কের এক দারুণ গল্প ফুটিয়ে তুলেছে।
বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে শিশির ইউএনবিকে জানান, আন্তর্জাতিক একটি ব্র্যান্ডের হয়ে কাজ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। বিজ্ঞাপনচিত্রে এটি তার দ্বিতীয় কাজ বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: শেরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে জমিসহ ঘর হস্তান্তর
শিশির ইউএনবিকে বলেন, ‘ইয়ামাহার মতো আন্তর্জাতিক একটি ব্র্যান্ডের জন্য কাজ করার ব্যাপারে প্রথমে কিছুটা মানসিক চাপের মধ্যে ছিলাম। কিন্তু সকলের অভূতপূর্ব সাহায্য ও সমর্থনের কারণে খুব দারুণভাবে শ্যুটিং সম্পন্ন হয়।’
বাংলাদেশের প্রথম রূপান্তরিত নারী হিসেবে এ বছর বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির বার্তা বিভাগে যোগদান করেন শিশির। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বৈশাখী টিভি এই পদক্ষেপ গ্রহণ করে।
বহু গুণের অধিকারী শিশির বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীনে গণস্বাস্থ্য বিষয়ে আন্তর্জাতিক স্নাতকোত্তর ডিগ্রি অর্জনে পড়ছেন। এছাড়া ২০০৭ সাল থেকেই নাট্যদল বটতলার সাথে মঞ্চনাটক নিয়ে কাজ করছেন।
আরও পড়ুন: যশোরে তৃতীয় লিঙ্গের তরুণীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ১
সম্প্রতি নির্মাতা অনন্য মামুনের সিনেমা ‘কসাইয়’-এ গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন শিশির। আগামীতে নির্মাতা সৈয়দ শাহরিয়ারের চলচ্চিত্র ‘গোল’-এ একজন ফুটবল কোচের চরিতে দেখা যাবে এই অভিনেত্রীকে।
পেশাদার কর্মজীবনে শিশির বিভিন্ন সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন।
৩ বছর আগে
শেরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে জমিসহ ঘর হস্তান্তর
‘নিজের নামে জমি, নিজের ঘর। এ আনন্দ বলে বুঝানো যাবে না। আমরা আর ভিক্ষা করতে চাই না। কর্ম করে বাঁচতে চাই। ঘরতো হলো, মাথাগুজার ঠাঁই হলো। এখন আমরা যাতে আয়-উপার্জন করতে পারি, নিজেরা স্বাবলম্বী হতে পারি, সেই সুযোগ চাই।’ জমি সহ ঘর পেয়ে খুশিতে কথাগুলো বললেন তানিয়া হিজড়া।
শেরপুরে ৭ জুন সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের কবিরপুর মৌজার আন্ধারিয়া সুতিরপাড় এলাকায় ২ একর ওপর ওপর নির্মিত তৃতীয় লিঙ্গ হিজড়া জনগোষ্ঠীর ৪০ জনের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসক আনার কলি মাহবুব প্রধান অতিথি হিসেবে এসব ঘর হস্তান্তর করেন। এসব হিজড়াদের জন্য ঘরের আসবাবপত্র, রান্নাবান্নার থালা-বাসন, খাদ্যসমাগ্রী সহ প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়।
এছাড়া আবাসন প্রকল্পে সবজি আবাদের জন্য সবজি বীজ, পুকুরে মৎস্য অবমুক্ত করণ করা হয় এবং জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে আয়বর্ধনমূলক কর্মকাণ্ডের জন্য ঋণ প্রদান করা হয়।
ভিক্ষাবৃত্তি ও চাঁদাবাজি ছেড়ে স্বাভাবিক জীবনের স্বপ্ন এখন শেরপুরে বসবাসরত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মানুষের। কম্পিউটার, শেলাই, পার্লারের কাজসহ নানা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে জীবিকা উপার্জন করতে চান তারা।
মূল জনশক্তিতে এগিয়ে আসার জন্য তাদের আগ্রহকে প্রাধান্য দিয়ে স্থানীয় প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহায়তায় জন্য গড়ে তোলা হয়েছে ‘স্বপ্নের ঠিাকানা’ আবাসন প্রকল্প। এই আবাসন প্রকল্পে ৪০ জনের হাতে তুলে দেয়া হয়েছে নতুন ঘরের চাবি। সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের কবিরপুর মৌজাধীন আন্ধারিয়া সুতিরপাড় এলাকায় ২ একর সরকারি খাসজমিতে নির্মিত হয়েছে এই স্বপ্নের ঠিকানা।
শেরপুর সদর উপজেলা প্রশাসনের তথ্য মতে, দুই একর জায়গায় ৬৯ লাখ ৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই আবাসন প্রকল্পে বসবাসকারি হিজড়াদের আয়বর্ধনমূলক কর্মকাণ্ডের জন্য থাকছে প্রায় ৪০ শতক জমির ওপর একটি পুকুর, শাক-সবজি, ফসল আবাদের জন্য রাখা হয়েছে খোলা জায়গা, আত্মকর্ম প্রশিক্ষণের জন্য নির্মিত হয়েছে একটি মাল্টিপারপাস কক্ষ। গুচ্ছগ্রামের সাথেই রয়েছে ৮ একরের বড় একটি সরকারি খাস বিল। সেই বিলটিও খনন করে মৎস্য চাষের জন্য হিজড়াদের দেয়ার প্রক্রিয়া চলেছে। গুচ্ছগ্রামে নির্মিত প্রতিটি ঘরের সাথেই রয়েছে রান্নাঘর ও স্বাস্থ্যসম্মত পায়খানা।
শেরপুর জেলা হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি নিশি সরকার গুচ্ছগ্রামের মাধ্যমে তাদের বাসস্থানের ব্যবস্থা করায় জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসাথে তারা হিজড়াদের বিষয়গুলো জনসম্মুখে তুলে ধরার জন্য জনউদ্যোগ শেরপুর কমিটির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আরও পড়ুন: গাজীপুরে তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে যুবলীগের ঈদ উপহার
এসময় তিনি বলেন, গুচ্ছগ্রামের মাধ্যমে আমাদের বাসস্থানের বিষয়টি নিশ্চিত হয়েছে। এখন আমাদের কর্মসংস্থানের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, আমরা ভিক্ষাবৃত্তি চাই না, চাঁদাবাজি করে জীবন চালাতে চাই না। আমরা মানুষের মতো বাঁচতে চাই। কর্ম করে খেতে চাই।
৩ বছর আগে