নিরাপত্তা বাহিনী
মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ৩২৭ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে: বিজিবি
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে চলমান সংঘর্ষের মধ্যে বুধবার দুপুর পর্যন্ত মিয়ানমার থেকে আরও ৬৩ জন বাংলাদেশে প্রবেশ করেছেন। এ নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মোট ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩২৭ জনে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম জানান, মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি), সেনাবাহিনী ও ইমিগ্রেশন কর্মকর্তাসহ মিয়ানমারের মোট ৩২৭ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের ৬৩ সেনা।
আরও পড়ুন: বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শনকালে যা বললেন বিজিবি মহাপরিচালক
জনসংযোগ কর্মকর্তা বলেন, বিজিবি তাদের নিরস্ত্র করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়।
আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বিজিবি’র কক্সবাজার রিজিয়নের আওতাধীন বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা তৎপর রয়েছে।
তিনি বলেন, ‘সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ বিজিবি’র নিয়ন্ত্রণে রয়েছে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ধৈর্য ধারণ করে, মানবিক থেকে এবং আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’
আরও পড়ুন: নিরাপত্তা নিশ্চিতে সীমান্তে বিজিবির সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
সেনা সদস্যসহ আরও ১২৩ বিজিপি সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে: বিজিবি
৯ মাস আগে
নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণের পরিধি বাড়াতে চীনের প্রতি অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর
নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণের পরিধি বাড়াতে চীনের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে চীন সরকারের 'গ্রেট ওয়াল মেমোরেটিভ মেডেল' হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান।
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ এ মেডেল হস্তান্তর করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তা ও চীনের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব সময় সাইবার সিকিউরিটির বিষয়ে আমরা উদ্বিগ্ন আছি। আমরা ট্রান্স ন্যাশনাল ক্রাইম, আন্তর্জাতিক ক্রাইম এসমস্ত ক্রাইম যাতে আমরা প্রতিরোধ করতে পারি সেগুলোর জন্য আমরা সবসময় সহযোগিতা চাচ্ছি।
তিনি আরও বলেন, তারা সবসময় আমাদের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আসছেন। এই প্রশিক্ষণের পরিধি আরও বাড়ানোর জন্য আমরা অনুরোধ জানিয়েছি তারা বিবেচনা করেছেন যে তারা আমাদের আরও প্রশিক্ষণ গ্রহণের সুযোগ দেবেন। প্রশিক্ষণের জন্য আমাদের পুলিশ মহাপরিদর্শক এরই মধ্যে তালিকা তাদের কাছে হস্তান্তর করেছেন। আমার মনে হয়, তারা সেটি গ্রহণ করবে।
আরও পড়ুন: পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন রাষ্ট্রের বিরূপ মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, আমরা মনে করি একটা সুন্দর নির্বাচন উপহার দিয়েছে আমাদের নির্বাচন কমিশন। এখন পর্যন্ত কোনো দেশ থেকে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়নি সেটা আপনারা জানেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নির্বাচন নিয়ে অনেকগুলো দেশ অনেক মন্তব্য করেছেন। কিন্তু চায়না সরকার আমাদের বন্ধু। তারা সবসময় বলেছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সেখানে আমাদের কোনো মন্তব্য নেই। বাংলাদেশ সরকারই নির্বাচন করবে আমাদের এখানে কোনো মন্তব্য নেই।
যারা বিরূপ মন্তব্য করেছেন তাদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমি মনে করি তারা এখন বুঝে গিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাদেশ একটা সুন্দর নির্বাচন হয়েছে।
তিনি বলেন, চীনের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক পাশাপাশি অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গেও আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। আমি মনে করি এটা আরও শক্তিশালী হবে।
আরও পড়ুন: পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নৈতিক দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
৯ মাস আগে
বিক্ষোভের নামে ভাঙচুর করলে নিরাপত্তা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক কর্মসূচির নামে বিক্ষোভ প্রদর্শন করতে স্বাভাবিক প্রক্রিয়ায় না গিয়ে যদি তারা ভাঙচুর করেন এবং জনদুর্ভোগ তৈরি করেন তাহলে নিরাপত্তা বাহিনী তার অর্পিত দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, যদি কেউ রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে কিংবা গাড়িঘোড়া ভাঙচুর করে কিংবা জনগণের দুর্ভোগ তৈরি করার জন্য তারা যদি কিছু করে, তাহলে তো আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। তাদের অর্পিত দায়িত্ব পালন করবে-এটাই স্বাভাবিক।
বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম’- আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী মনে করেন যে যারা রাজনীতিতে স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করে; তারা মিটিং করবে, তাদের দাবি-দাওয়ার কথা বলবে, রাজনৈতিক কর্মকাণ্ড করবে-সেগুলোতে আমাদের সরকারের কোনো রকম বাধা দেয়ার ইচ্ছা নেই এবং আমরা বাধা দিচ্ছিও না।
আরও পড়ুন: কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং দরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যেকোনো দল তার কর্মকাণ্ড করবে। তাতে আমাদের আপত্তি নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সব সময়েই মনে করে যে নির্বাচনের মাধ্যমে পাবলিক ম্যান্ডেটে সরকার বদল হবে। আমাদের দুর্ভাগ্য আমরা অনেক কিছুই দেখেছি, ষড়যন্ত্র দেখেছি। এগুলোর মাধ্যমেও ক্ষমতা বদল হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ ও আমাদের প্রধানমন্ত্রী সব সময়ই মনে করেন সরকার বদল করবার একমাত্র উপায় হলো নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে। সেজন্য সংবিধান অনুযায়ী ৫ বছর পর পর নির্বাচনের মাধ্যমেই, সেই নির্বাচনকেই আওয়ামী লীগ সরকার বিশ্বাস করে।
তিনি বলেন, কোনো ভাঙচুর বা কোনো কিছু হলে মামলা তো হবেই। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কালকে একজন বিচারপতির গাড়ি ভাঙচুর হয়েছে। বিচারপতি স্বাভাবিক প্রক্রিয়ায় মামলা করেছেন। এই মামলা তো হবেই। এখানে রাজনীতির গন্ধ আনা উচিত নয়।
পুরনো রাজনৈতিক মামলা সক্রিয় হচ্ছে কিনা এমন প্রশ্নে জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরনো মামলা রয়ে গেছে। এগুলো নিষ্পত্তি করতে হবে। পুরনো বলে কিছু না। পুরনো মামলা তো যুগ যুগ ধরে রাখবো না। নতুন করে কিছু হচ্ছে না।
আরও পড়ুন: জাতীয় ৪ নেতার খুনিদের দেশে ফিরিয়ে আনতে চেষ্টা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশিং দক্ষতা বাড়াতে আরও প্রি-ডিপ্লয়মেন্ট ট্রেনিং প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
২ বছর আগে
ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে রেলের নিরাপত্তা বাহিনীর ২ সদস্য আটক
চট্টগ্রামে কালোবাজারে বেশি দামে টিকিট বিক্রির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন-হাবিলদার মো. রবিউল হোসেন (৩৯) ও সিপাহী মো. ইমরান হোসেন (২৭)।
র্যাব জানায়, তারা চট্টগ্রাম রেলস্টেশনে রেলওয়ে শ্রমিক লীগের কার্যালয়ের সামনে চড়া দামে টিকিট বিক্রি করছিল। রবিবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব অভিযান চালিয়ে ওই দুই রেলকর্মীর কাছ থেকে নয়টি ট্রেনের টিকিট ও ১০ হাজার ৩২০ টাকা উদ্ধার করে।
পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের চট্টগ্রামের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: দামুড়হুদায় ট্রাকচাপায় শিশু নিহত, ড্রাইভারসহ ট্রাক আটক
গাজীপুরে হাতুড়ির আঘাতে গৃহবধূ খুন, স্বামী আটক
২ বছর আগে
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে তথ্য বিভ্রাট হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ১৩ এপ্রিল (ইউএনবি)- বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ক্ষমতার অপব্যবহার নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে তথ্য বিভ্রাট হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, ‘প্রথমত, এই অভিযোগটি সম্ভবত ২০২১ সালের, ২০২২ সালের নয়। প্রতিবেদনে ২০২১ সালে গুম ও খুনের যে সংখ্যা উল্লেখ করা হয়েছে আমাদের রেকর্ডে সে পরিমাণ নেই।’
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আমাদের নিরাপত্তা বাহিনীর হাতে বন্দুকযুদ্ধে কেউ নিহত হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সব সময় তদন্ত করে থাকেন। এমনকি নিরাপত্তা বাহিনী আত্মরক্ষায় গুলি চালালেও।
আরও পড়ুন: মার্কিন মানবাধিকার প্রতিবেদনের সমালোচনা সরকারের
ঘটনার সত্যতা প্রমাণিত হলেই বিষয়টি ক্লোজড করা হয়। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্যায় বা অসতর্কতার কারণে ঘটনা ঘটেছে বলে মনে করলে তা বিচার বিভাগে পাঠানো হয় বলে জানান মন্ত্রী।
নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা হতো তখন যখন বিএনপি ক্ষমতায় ছিল। পেছনের কথা যদি তারা বলে, এটা আমার জানা নেই।’
তিনি বলেন, যখন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দায়িত্ব নিয়েছেন তখন থেকে কোনো ধরনের অন্যায় অত্যাচার নিরাপত্তা বাহিনীর করলে সে কিন্তু আইনের মুখোমুখি হয়। আমি সেটাই বারবার স্পষ্ট করে বলছি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার চুক্তি করছে না বাংলাদেশ: পররাষ্ট্র সচিব
তিনি আরও বলেন, গুম-খুনের কথা যেগুলো বলছেন, এগুলো প্রায়ই অনুসন্ধান করে আমরা দেখেছি, তারা অনেকেই হয়তো আত্মগোপন করে গুম বলে চালিয়ে দিয়েছে। হয়তো ব্যবসায়ে লোকসান করে নিজেই কোথাও চলে গেছেন।
তিনি বলেন, এই কিছুদিন আগেও আপনারা দেখেছেন, এক লোক আড়াই বছর পর বলেছে ইচ্ছা করেই গুম হয়েছিল পরিবারের অশান্তির কারণে।
নিরাপত্তা বাহিনী এমন অনেককেই খুঁজে পেয়েছে বলেও দাবি করেন তিনি।
২ বছর আগে
সাবেক আফগান ও আন্তর্জাতিক বাহিনীর শতাধিক সদস্যকে হত্যা করা হয়েছে: জাতিসংঘ
আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর দেশটির সাবেক সরকার, নিরাপত্তা বাহিনী ও আন্তর্জাতিক জোটের সঙ্গে কাজ করা ১০০ জনের বেশি সদস্যকে হত্যা করা হয়েছে। জাতিসংঘ এ বিষয়ে ‘বিশ্বাসযোগ্য অভিযোগ’ পেয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।
রবিবার বার্তা সংস্থা এপি এ বিষয়ে একটি প্রতিবেদন পেয়েছে। প্রতিবেদনে গুতেরেস বলেছেন, দুই-তৃতীয়াংশের বেশি ভুক্তভোগীকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে তালেবান ও এর সহযোগীরা। তবে ক্ষমতা গ্রহণের পর সাবেক আফগান সরকার ও মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে কাজ করা সবার প্রতি ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করে তালেবান।
এছাড়া আফগানিস্তানের ইসলামিক স্টেট (আইএস) এর সঙ্গে জড়িত সন্দেহে কমপক্ষে ৫০ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যার বিশ্বাসযোগ্য অভিযোগ পেয়েছে দেশটিতে জাতিসংঘের রাজনৈতিক মিশন। সংস্থাটির নিরাপত্তা কাউন্সিলে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করেছেন গুতেরেস।
আরও পড়ুন: আইএস নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চায় না তালেবান
তালেবানের আশ্বাস সত্ত্বেও জাতিসংঘের রাজনৈতিক মিশন গুম ও নির্যাতনের বিশ্বাসযোগ্য অভিযোগ পেয়েছে।
গুতেরেস বলেন, এ সময়ে মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের ওপর হামলা, তাদের হুমকি, হয়রানি, বিধিবহির্ভূত আটক, অসদাচরণ, হত্যাও করা হয়।
মহাসচিব বলেন, জাতিসংঘ মিশন সাময়িক আটক, মারধর ও হুমকির ৪৪টি মামলা নথিবদ্ধ করেছে। এর মধ্যে ৪২টিই করেছে তালেবান।
২০ বছর পর মার্কিন ও ন্যাটো বাহিনীর আফগানিস্তান ত্যাগের চূড়ান্ত পর্যায়ে তালেবান দেশটির অধিকাংশ এলাকা দখলে নেয়। ১৫ আগস্ট দেশটির সেনবাহিনী ও প্রেসিডেন্ট আশরাফ গনির পক্ষ থেকে কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই তালেবান রাজধানী কাবুলে প্রবেশ করে।
আরও পড়ুন: সৈন্য প্রত্যাহারের পর প্রথম তালেবান-যুক্তরাষ্ট্র বৈঠক
কাবুলে আইএসের আস্তানায় তালেবানের অভিযান
২ বছর আগে
সুদানে অভ্যুত্থান: গণতন্ত্রপন্থী ৩ নেতা আটক
অভ্যুত্থানের পর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মধ্যে সুদানের নিরাপত্তা বাহিনী বুধবার গণতন্ত্রপন্থী তিনজন বিশিষ্ট ব্যক্তিকে আটক করেছে কর্মকর্তারা জানিয়েছেন।
সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে গত সোমবার দেশটির ক্ষমতা দখল করার পরই রাজধানী খার্তুমসহ অন্যান্য শহরে অভ্যুত্থান বিরোধীরা টানা বিক্ষোভ করতে থাকে। উত্তর আফ্রিকার এই দেশটিতে অভ্যুত্থান গণতন্ত্রের জন্য এক বড় ধাক্কা। বছর দুয়েক আগে দেশটির দীর্ঘদিনের শাসক ওমর-আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।
আরও পড়ুন: অগ্নি-৫ এর সফল পরীক্ষা ভারতের
বিক্ষোভকারীরা প্রধান প্রধান সড়কে ব্যারিকেড দিয়ে প্রতিবাদ করতে থাকে। তবে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ব্যারিকেড সরিয়ে দেয়। এতে দুই পক্ষের সংঘর্ষে অনেক বিক্ষোভকারী গুলিবিদ্ধ ও আহত হয়।
সুদানের ডক্টরস কমিটির তথ্য অনুযায়ী, সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ছয়জন নিহত এবং ১৪০ জনেরও বেশি আহত হয়েছে, যাদের অনেকের অবস্থা গুরুতর।
গত মাসে দেশটির দীর্ঘদিনের শাসক ওমর-আল-বশিরের সমর্থকরা অভ্যুত্থানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরপর থেকেই দেশটিতে বেসামরিক ও সামরিক নেতাদের মধ্যে উত্তেজনা মধ্যে এই অভ্যুত্থান ঘটে।
আরও পড়ুন: সুদানে অভ্যুত্থান, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩
৩ বছর আগে
সুদানে অভ্যুত্থান, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩
সুদানের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে সোমবার দেশটির ক্ষমতা দখল এবং প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়েছে।
এদিকে, অভ্যুত্থান বিরোধী হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নিয়েছে।
সুদানের ডক্টরস কমিটি জানায়, নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে তিনজন বিক্ষোভকারী নিহত হয়েছে এবং ৮০ জনের বেশি আহত হয়েছে।
দেশটির অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভোরে গ্রেপ্তারের পর হাজার হাজার মানুষ রাজধানী খার্তুমে রাস্তায় নেমে বিক্ষোভ করে। নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করলে তারা রাস্তা অবরোধ করে এবং টায়ারে আগুন দেয়।
আরও পড়ুন: সুদানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানসহ আটক ৫, অভ্যুত্থানের আশঙ্কা
সামরিক বাহিনীর মাধ্যমে দেশটিতে অভ্যুত্থান সুদানের জন্য এক বড় ধাক্কা। বছর দুয়েক আগে দেশটির দীর্ঘদিনের শাসক ওমর-আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।
গত মাসে ওমর-আল-বশিরের সমর্থকরা অভ্যুত্থানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরপর থেকেই দেশটিতে বেসামরিক ও সামরিক নেতাদের মধ্যে উত্তেজনা শুরু হয়।
পড়ুন: যুক্তরাষ্ট্রসহ ১০ রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ এরদোয়ানের
৩ বছর আগে
মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে ৩৮ জন খুন, ইয়াঙ্গুনে সামরিক আইন জারি
সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন সময়ে রবিবার মিয়ানমারের নিরাপত্তা বাহিনী কমপক্ষে ৩৮ জনকে হত্যা করেছে বলে জানিয়েছে একটি অধিকার গোষ্ঠী। এছাড়া দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের বেশ কয়েকটি স্থানে সামরিক আইন ঘোষণা করা হয়েছে।
৩ বছর আগে