মুখ্যমন্ত্রী
ভারতের শিমলায় ভূমিধসে ২১ জনের মৃত্যু: মুখ্যমন্ত্রী সুখু
ভারতের হিমাচল প্রদেশের শিমলায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে সোমবার (১৪ আগস্ট) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শিমলার সামার হিল এলাকায় শিবমন্দির ধসে পড়ে ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া মন্দিরের ধ্বংসাবশেষের নিচে বেশ কয়েকজন আটকে পড়েছেন বলে ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতের ঘটনায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু শোক প্রকাশ করেছেন।
তিনি বলেন, সামার হিল এলাকায় ধসে পড়া মন্দিরের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া লোকদের উদ্ধারের চেষ্টা চলছে।
এক টুইটে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসন এখনও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছে।’
রাজ্যের মন্ত্রী বিক্রমাদিত্য সিং ও মুখ্যমন্ত্রী সুখু ধসে পড়া শিবমন্দির পরিদর্শন করেছেন।
মুখ্যমন্ত্রী বলেন, ‘এখনো ২০-২৫ জন মানুষ ধ্বংসাবশেষের নিচে আটকে আছে। ভারী বৃষ্টির কারণে রাজ্যে গত ২৪ ঘণ্টায় মোট ২১ জন মারা গেছে।’
তিনি আরও বলেন, ‘আমি মানুষকে বাড়িতে থাকার জন্য এবং নদী ও ভূমিধসপ্রবণ এলাকার কাছাকাছি না যাওয়ার জন্য অনুরোধ করছি। বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে উদ্ধারাভিযান শুরু হবে।’
আরও পড়ুন: ভারতের উত্তরাখণ্ডে ভূমিধসে ৫ তীর্থযাত্রী নিহত
এর আগে শিমলার পুলিশ সুপার (এসপি) সঞ্জীব কুমার গান্ধী বলেন, ‘ধসে পড়া মাটি মন্দিরের ওপর পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। আশেপাশের ভবনগুলোও হুমকিতে রয়েছে।’
তিনি বলেন, ‘বেশ কিছু মানুষ আটকে পড়েছে। আমরা বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছি।’
এসডিআরএফ, এনডিআরএফ ও সেনাবাহিনীর সদস্যরা আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান চালাতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
মুখ্যমন্ত্রী সুখু বলেন, ‘আমি মান্ডিতে আমার পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল করেছি। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের কর্মসূচি যথারীতি চলবে, তবে আমাদের অগ্রাধিকার হলো (দুর্ঘটনাকবলিতদের) জীবন বাঁচানো।’
রাজ্যের মন্ত্রী বিক্রমাদিত্য সিং জানান, সামার হিলে মন্দিরের ধ্বংসাবশেষ থেকে কয়েকজনের লাশ উদ্ধার করা হয়েছে।
সিং বলেন, ‘এখনও ১০-১৫ জন ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে। আটকে পড়া মানুষদের নিরাপদে উদ্ধারের জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে।’
তিনি আরও বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে রাজ্যের মান্ডি জেলায় ১২-১৫ জন মারা গেছে।
এর আগে, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) কান্দাঘাট সিদ্ধার্থ আচার্য জানান, রাজ্যের সোলান জেলার কান্দাঘাট মহকুমার জাদন গ্রামে আকস্মিক ভারী বৃষ্টিতে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুটি ঘর ও একটি গোয়ালঘর ভেসে গেছে।
মুখ্যমন্ত্রী সুখু নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং কর্তৃপক্ষকে সমস্ত সম্ভাব্য সাহায্য- সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: ভারতে সেতু নির্মাণে ব্যবহৃত ক্রেন ধসে ১৬ শ্রমিক নিহত
সুখু পৃথক টুইটে বলেন, ‘সোলান জেলার কান্দাঘাট মহকুমার জাদন গ্রামে আকস্মিক ভারী বৃষ্টিতে সাতটি মূল্যবান প্রাণ ঝড়ে যাওয়ায় গভীর মর্মাহত। আমি শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে আমরা আপনাদের পাশে আছি।’
তিনি আরও লিখেছেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সাহায্য-সহায়তা করতে কর্তৃপক্ষকে আমরা নির্দেশ দিয়েছি।’
হিমাচল প্রদেশে গত ২৪ ঘণ্টা ধরে অবিরাম বর্ষণের ফলে ভূমিধস হয়েছে।
শিমলা-চণ্ডিগড় সড়কসহ বেশ কয়েকটি সড়ক প্লাবিত হওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষাসচিব ১৪ আগস্ট সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ বন্ধ রাখার প্রজ্ঞাপন জারি করেছেন।
মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের পাশাপাশি সমস্ত জেলা কালেক্টরকে দুর্যোগ পরিস্থিতির উপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, প্রশাসনিক কর্মীদের সতর্ক থাকতে হবে এবং রাস্তা, বিদ্যুৎ ও পানির সুষ্ঠু ব্যবস্থা বজায় রাখতে হবে।
আরও পড়ুন: ভারতে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭
১ বছর আগে
মেঘালয় বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যে অবদান রাখতে প্রস্তুত: মুখ্যমন্ত্রী
ভারতের মেঘালয় রাজ্য সরকার বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে বুধবার তার কার্যালয়ে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ বিষয়ে আলোচনা করেন।
মেঘালয় রাজ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে হাইকমিশনারকে অবহিত করেন মুখ্যমন্ত্রী।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, বিশেষ করে তিনি বাংলাদেশ থেকে গার্মেন্টস, প্লাস্টিক ও ইলেকট্রনিক পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও হিমায়িত খাদ্য সরাসরি আমদানির সম্ভাবনার কথা তুলে ধরেন।
আরও পড়ুন: শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা আসামের মুখ্যমন্ত্রীর
বৈশ্বিক ভ্যালু চেইনে পারস্পরিক অংশীদারিত্ব জোরদার করা এবং পণ্যের বৈচিত্র্য আনার ওপরও জোর দেন মুখ্যমন্ত্রী।
তিনি মেঘালয়ের পর্যটন শিল্পের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।
মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে হাইকমিশনার রহমান মেঘালয়ের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সড়ক, রেল ও নৌপথে যোগাযোগ বাড়াতে কাজ করছে।
তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বাংলাদেশের বর্তমান সরকারের আগ্রহের কথাও তুলে ধরেন।
তিনি আরও উল্লেখ করেন, মেঘালয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। হাইকমিশনার সীমান্ত এলাকায় বন্ধ স্থল শুল্ক স্টেশনগুলো যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় চালু করার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
এর আগে বাংলাদেশ হাইকমিশনার গুয়াহাটিতে আসামের ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ট্রেড ফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেন। সরকারি সফরে তিনি সীমান্তের বেশ কয়েকটি স্থল শুল্ক স্টেশন পরিদর্শন করবেন এবং মেঘালয়ের ডাউকি ও তামাবিলে ব্যবসায়ী সম্প্রদায় ও বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
আরও পড়ুন: ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মানিক সাহা
১ বছর আগে
মন্ত্রীসভা থেকে বাদের পর দল থেকেও বহিষ্কার হলেন পার্থ চ্যাটার্জি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলটির অন্যতম জ্যেষ্ঠ মন্ত্রী পার্থ চ্যাটার্জিকে তার মন্ত্রিসভা থেকে বাদ দিয়েছেন। এছাড়াও তার দল ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরেই এক বিজ্ঞপ্তি জারি করে তাকে মন্ত্রিত্ব থেকে সরানোর তথ্য জানানো হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পরে গণমাধ্যমকে কলেন, ‘আমি পার্থ চ্যাটার্জিকে মন্ত্রী পদ থেকে সরিয়ে দিয়েছি। আমার দল কঠোর ব্যবস্থা নিচ্ছে। আরও অনেক পরিকল্পনা আছে, তবে এখন আর আমি বিস্তারিত বলতে চাই না।’
এরপর এদিন সন্ধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে পার্থ চ্যাটার্জিকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করার ঘোষণা দেয়া হয়।
পার্থ চ্যাটার্জি রাজ্য মন্ত্রিসভায় শিল্প ও বাণিজ্য, তথ্য ও প্রযুক্তি, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা, শিল্প পুনর্গঠন ও পরিষদীয় বিভাগের মন্ত্রী। তিনি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকও ছিলেন।
আগের দিন দলের মুখপাত্র কুণাল ঘোষ অভিযুক্ত এই মন্ত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে টুইট করেন।
তিনি লেখেন, ‘পার্থ চ্যাটার্জিকে অবিলম্বে মন্ত্রিত্ব এবং সমস্ত দলীয় পদ থেকে অপসারণ করা উচিত। তাকে বহিষ্কার করা উচিত।’
স্কুল শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার ৬৯ বছর বয়সী এই রাজনীতিবিদকে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে নেয়া হয়।
এরপর পার্থ চ্যাটার্জির সহযোগী অর্পিতার দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে নগদ ৫০ কোটি রুপি জব্দ করে ইডি।
পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী থাকাকালে সরকারি স্কুলগুলোতে শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী নিয়োগে দুর্নীতি করে এই বিপুল টাকা ঘুষ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: সাংবাদিক জুবায়েরকে জামিন দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট
শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে পালাতে সাহায্য করার কথা অস্বীকার ভারতের
২ বছর আগে
ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মানিক সাহা
ডেন্টাল সার্জন থেকে অভিজ্ঞ রাজনীতিবিদ হয়ে ওঠা এবং ত্রিপুরা বিজেপির সভাপতি মানিক সাহা রবিবার রাজ্যের ১২তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
এর আগে শনিবার বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার পদ থেকে পদত্যাগ করেছেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, সাহা একাই শপথ নেবেন, নাকি তার সঙ্গে অন্য কোনো নতুন মন্ত্রী শপথ নেবেন; তা দলীয় সূত্র এখনও স্পষ্ট করে জানায়নি।
৬৯ বছর বয়সী সাহা গত ৩১ মার্চ রাজ্যসভায় ত্রিপুরার একমাত্র আসন থেকে নির্বাচিত হয়েছিলেন এবং শনিবার বিজেপির আইনসভায় দলের নেতা হিসেবে তিনি নির্বাচিত হন। এরপর তিনি রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যের সঙ্গে দেখা করে একটি চিঠি দিয়ে সরকার গঠনের দাবি করেন।
দুই কন্যার জনক সাহাকে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভায় নির্বাচিত হতে হবে।
আরও পড়ুন: দিল্লিতে ভবনে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ২৯
সাহা ত্রিপুরা মেডিকেল কলেজ এবং আগরতলার বি.আর. আম্বেদকর মেমোরিয়াল টিচিং হাসপাতালের অধ্যাপক। সেইসঙ্গে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি ২০১৫ সালে বিজেপিতে যোগ দেন।
২০২১ সালে সাহা বিদায়ী মুখ্যমন্ত্রী দেবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ত্রিপুরা বিজেপি প্রদেশ কমিটির সভাপতি হন।
আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভার নির্বাচন হওয়ার কথা। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরে সাবেক রাজ্য বিজেপির সভাপতি দেব বলেন, দলের স্বার্থে এবং আগামী বছর বিধানসভা নির্বাচনের কথা বিবেচনা করে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।
বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের ২৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ২০১৮ সালে বিজেপি-আইপিএফটি জোট ক্ষমতায় আসে এবং বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী হন।
আরও পড়ুন: গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলো ভারত
দিল্লিতে ভবনে আগুন লেগে ২৬ জন নিহত
২ বছর আগে
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা ভগবন্ত মান
পাঞ্জাবের দুর্নীতিবিরোধী আম আদমি পার্টির (এএপি) নেতা ও জনপ্রিয় কৌতুক অভিনেতা ভগবন্ত মান (৪৮) পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
বুধবার রাজ্যের স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং-এর পৈতৃক গ্রাম খটকার কালানে একটি জমকালো অনুষ্ঠানে আম আদমি পার্টির প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতে পাঞ্জাবের গভর্নর বনওয়ারিলাল পুরোহিত মানকে শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানের পরে মান পাঞ্জাব থেকে দুর্নীতি নির্মূল এবং রাজ্যে শিক্ষা ও স্বাস্থ্য সুবিধার উন্নতির জন্য তার নির্বাচনী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন,‘আমি সবার মুখ্যমন্ত্রী হব।’
মান-এর জয়ের মধ্য দিয়ে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসকে হারিয়ে আম আদমি পার্টি পাঞ্জাবে ক্ষমতায় আসীন হলো। ২০১৭ সাল থেকে কংগ্রেস রাজ্যটির ক্ষমতায় ছিল।
আরও পড়ুন: হিজাব পরা ইসলামে অপরিহার্য নয়: কর্নাটক হাইকোর্ট
১৯৭৩ সালে পাঞ্জাবের সাতোজ গ্রামে জন্মগ্রহণকারী ভগবন্ত মান একজন কৌতুক অভিনেতা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ২০১১ সালে তিনি পাঞ্জাব পিপলস পার্টিতে যোগ দেয়ার মাধ্যমে রাজনীতিতে যোগ দেন। এরপর ২০১৪ সালে তিনি আম আদমি পার্টিতে যোগ দেন।
সাবেক বেসামরিক কর্মচারী-রাজনীতিবিদ কেজরিওয়াল ২০০৬ সালে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে ও বিভিন্ন সমাজসেবামূলক কাজ করার মাধ্যমে উদীয়মান নেতা হিসেবে র্যামন ম্যাগসেসে পুরস্কার জিতে খ্যাতি অর্জন করেন।
পরে তিনি আম আদমি পার্টি গঠন করেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী হন। কেজরিওয়াল বর্তমানে ভারতের রাজধানীর তিনবারের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: দিল্লির বস্তিতে আগুন লেগে ৭ জনের মৃত্যু
ভারতের বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল জয়
২ বছর আগে
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য প্রধানমন্ত্রীর আম উপহার
ভারতের সীমান্তবর্তী ও বন্ধুপ্রতীম রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের রংপুর জেলায় উৎপাদিত বিশেষ জাতের 'হাড়িভাঙ্গা' আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
সোমবার সকালে ৩০০ কেজি আম আখাউড়া সীমান্তে পৌঁছালে সীমান্তের জিরো পয়েন্টে তা গ্রহন করেন রাজ্যে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন৷
আরও পড়ুন: মোদির জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী
সোমবার বিকেলে জোবায়েদ হোসেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এই আম হস্তান্তর করেন৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী সানন্দচিত্তে এই উপহার গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহারের জন্য ধন্যবাদ দেন৷
আরও পড়ুন: মোদির মন্ত্রিসভায় বড় রদবদল আসছে!
এসময় তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন৷ তিনি ত্রিপুরার প্রসিদ্ধ কুইন ভ্যারাইটি আনারস প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে পাঠানোর ঘোষণা প্রদান করেন৷
আরও পড়ুন: শেখ হাসিনাকে মোদির চিঠি: মানবজাতি শিগগিরই মহামারি কাটিয়ে উঠবে
৩ বছর আগে
আসামের মুখ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সরমা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেনকে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন আগামী ২৫ বছর উভয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি টুইটারে বলেন, "আমরা সকলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি অনুসরণ করি, মোদী সম্প্রতি বাংলাদেশ সফরে বলেছিলেন যে একবিংশ শতাব্দীতে পরবর্তী ২৫ বছরে দু'দেশের যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
আরও পড়ুন: ‘কোয়াডে’ বাংলাদেশ যোগ দিলে ঢাকা-বেইজিং সম্পর্ক খারাপ হবে
এর আগে ডা. মোমেন দায়িত্ব গ্রহণের বিষয়ে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
তখন ভারতের উত্তর প্রাচ্যের জন্য যোগাযোগ বাড়ানো এবং ভারতের "আইন পূর্ব নীতি" তে প্রাসঙ্গিকতা বৃদ্ধিতে বাংলাদেশের কেন্দ্রীয়তার কথা উল্লেখ করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
ডা. মোমেন আশা প্রকাশ করেছেন যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আসাম বৃহত্তর শান্তি ও সমৃদ্ধির দিকে অগ্রসর হবে।
আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়কে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
উত্তর-পূর্বের বিজেপির মূল কৌশলবিদ সরমা সাম্প্রতিক নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রোমেন চন্দ্র বোর্ঠাকুরকে ১ লাখ ১ হাজার ৯১১ ভোটে পরাজিত করেছিলেন।
৩ বছর আগে
কোভিড সংকট মোকাবিলায় একসাথে কাজ করব: মমতাকে হাসিনা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় মমতা ব্যানার্জীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মমতাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল বিজয় আপনার ওপর পশ্চিমবঙ্গের জণগনের সুগভীর আস্থার প্রতিফলন।’
শেখ হাসিনা বলেন, আপনার সুযোগ্য নেতৃত্বে পশ্চিমবঙ্গের জনগণের সর্বাঙ্গীণ উন্নতি ও উত্তরোত্তর মঙ্গল কামনা করছি।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় আম্পান ‘করোনাভাইরাস থেকে বড় বিপর্যয়’: মমতা
দুই বাংলার জনগণের অধিকতর সমৃদ্ধ ভবিষ্যত বিনির্মাণের লক্ষ্যে আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হবে বলে শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক করোনাভাইরাস মহামারির এই ক্রান্তিকালে বন্ধুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে সংকট উত্তরণের লক্ষ্যে একযোগে কাজ করে যেতে আমরা অঙ্গীকারাবদ্ধ।’
আরও পড়ুন: আপনি প্রধানমন্ত্রী নাকি পাকিস্তানের রাষ্ট্রদূত: মোদিকে প্রশ্ন মমতার
তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত নিবিড়, হৃদয়ের এবং আবহমান কালের।’
আরও পড়ুন: করোনায় একদিনে এত মৃত্যু ও শনাক্ত আগে দেখেনি ভারত
প্রধানমন্ত্রী বলেন, ‘২০২১ এর এই বিশেষ সময়ে যখন আমরা মুজিববর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছি, সেই মাহেন্দ্রক্ষণে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি- বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে পশ্চিমবঙ্গের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের অবদান এবং আমাদের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও জীবনচর্যা।’
তিনি মমতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য প্রত্যাশা করেছেন।
৩ বছর আগে
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা
ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার টানা তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন মমতা ব্যানার্জি।
রাজ্যের রাজধানী কলকাতায় তাজ ভবনে (গভর্নর হাউজ) ভারতীয় সময় বেলা ১১টায় পশ্চিমবঙ্গের গভর্নর যগদীপ ঠাকুর ৬৬ বছর বয়সী মমতাকে শপথ পড়ান।
শপথ অনুষ্ঠান শেষে দিদি হিসেবে পরিচিত মমতা বলেন, ‘আমার প্রথম প্রাধান্য হলো কোভিড মোকাবিলা করা। সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নেয়া হচ্ছে সে বিষয়ে বৈঠক করতে রাজ্য সচিবালয়ে যাব।’
পশ্চিমঙ্গের বিধানসভার নির্বাচনে মমতার দল তৃণমূল কংগ্রেস ২৯২টি আসনের মধ্যে ২১৩টি আসনে জয়লাভ করে ক্ষমতায় এসেছে। রবিবার এ ফলাফল ঘোষণা করা হয়। তবে মমতা তার নিজের আসনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে প্রায় ২ হাজার ভোটে পরাজিত হয়েছেন।
৩ বছর আগে