শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানাতে মোদি সরকারে প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, শেখ হাসিনাকে উৎখাতের পর ভারতের জ্বালা শুরু হয়েছে। এছাড়া তারা জোর করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে চায়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) নাটোরের কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির জনসভায় এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ নিয়ে ভারত অপপ্রচার করছে জানিয়ে দুলু বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ ছেড়ে দেবে না।
আরও পড়ুন: ভারত কুটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে: দুলু
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ভারতে মুখ্যমন্ত্রী বানিয়ে দেখেন কীভাবে দিনের ভোট রাতে করতে হয়। কীভাবে গুম, খুন হয়।
এছাড়া কীভাবে ক্ষমতায় থাকতে হয় শেখ হাসিনা তাও শিখিয়ে দেবে বলে জানান বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি, দেওয়ান শাহীন প্রমুখ।