যানবাহন জব্দ
বিধিনিষেধ অমান্য করায় সিলেটে ৯২ যানবাহন জব্দ
সিলেটে কঠোর লকডাউনের প্রথমদিনে বিধিনিষেধ অমান্য করায় শুক্রবার ৯২টি যানবাহন জব্দসহ ৪৬ যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া ১৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ জানায়, করোনাভাইরাসের ব্যাপক ও ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের কঠোর বিধিনিষেধ কার্যকর করতে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: সিলেটে বিপুল পরিমাণ ক্ষতিকারক যৌন উত্তেজক ওষুধ জব্দ
নগরবাসীকে স্বাস্থ্যবিধি মানাতে ৪৬টি চেকপোস্ট এবং সকল থানা-ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকাধীন ৯৭টি টহল বাহিনী দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় লকডাউনের প্রধম দিনে বিধিনিষেধ অমান্য করায় সিলেট মহানগর পুলিশের অভিযানে ২৮ সিএনজি, ৯ মোটরসাইকেল, সাত প্রাইভেট কার ও অন্যান্য দুই মামলাসহ সর্বমোট ৪৬টি মামলা এবং ৩৫ সিএনজি, ১৪ মোটরসাইকেল, পাঁচ প্রাইভেট কার, অন্যান্য ৩৮ সহ মোট ৯২টি যানবাহন জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: ২০২০ সালে ৭৩৮ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ: বিজিবি
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযান চলছে। এসকল অভিযানে পাঁচ ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরের বিভিন্ন স্থানে সর্বমোট ১৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়েছে।
৩ বছর আগে
নিষেধাজ্ঞা অমান্য করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন জব্দ
কুমিল্লা, ১১ মে (ইউএনবি)-সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে এক জেলা থেকে অন্য জেলায় প্রবেশের কারণে দূরপাল্লার বাসের পাশাপাশি বিপুল পরিমান যাত্রী পরিবহনকারী মাইক্রোবাস ও পিকআপ জব্দ করেছে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ।
রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানা এলাকা ও দাইদকান্দি এলাকায় হাইওয়ে পুলিশের চেকপোস্টে এসব যানবাহন জব্দ করা হয়।
আরও পড়ুন: ঢাকা-আরিচা মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
সরেজমিনে দেখা যায়, গভীর রাতে ঈদে ঘরমুখো মানুষকে পায়ে হেঁটে বাড়ি ফিরতে দেখা গেছে। গনপরিবহন চলাচল করতে না দেয়ায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে ক্ষোভ প্রকাশ করেন।
আরও পড়ুন: সাভারের আমিনবাজারে ব্রিজে ফাটল: ৩য় দিনের মতো এক পাশে যান চলাচল বন্ধ
কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, মহাসড়ক দিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী যাত্রীবাহী পরিবহন চলাচল করতে দেয়া হচ্ছে না। সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকবে।
৩ বছর আগে