সিলেটে কঠোর লকডাউনের প্রথমদিনে বিধিনিষেধ অমান্য করায় শুক্রবার ৯২টি যানবাহন জব্দসহ ৪৬ যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া ১৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ জানায়, করোনাভাইরাসের ব্যাপক ও ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের কঠোর বিধিনিষেধ কার্যকর করতে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: সিলেটে বিপুল পরিমাণ ক্ষতিকারক যৌন উত্তেজক ওষুধ জব্দ
নগরবাসীকে স্বাস্থ্যবিধি মানাতে ৪৬টি চেকপোস্ট এবং সকল থানা-ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকাধীন ৯৭টি টহল বাহিনী দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় লকডাউনের প্রধম দিনে বিধিনিষেধ অমান্য করায় সিলেট মহানগর পুলিশের অভিযানে ২৮ সিএনজি, ৯ মোটরসাইকেল, সাত প্রাইভেট কার ও অন্যান্য দুই মামলাসহ সর্বমোট ৪৬টি মামলা এবং ৩৫ সিএনজি, ১৪ মোটরসাইকেল, পাঁচ প্রাইভেট কার, অন্যান্য ৩৮ সহ মোট ৯২টি যানবাহন জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: ২০২০ সালে ৭৩৮ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ: বিজিবি
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযান চলছে। এসকল অভিযানে পাঁচ ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরের বিভিন্ন স্থানে সর্বমোট ১৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়েছে।