রুট
চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু
কম খরচে আম পরিবহনের জন্য এবার চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন।
একইসঙ্গে ঈদের কোরবানির পশু পরিবহনের জন্য ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আলাদা ওয়াগন সংযুক্ত করে কার্যক্রম শুরু করা হয়েছে।
আরও পড়ুন: মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
সোমবার (১০ জুন) সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জের স্টেশনে সংসদ সদস্য আব্দুল ওদুদ এই ট্রেনের উদ্বোধন করেন।
এদিকে প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ১ হাজার ৮০৫ কেজি আম নিয়ে যাত্রা শুরু করল ট্রেনটি। তবে আগামী ১২ জুন থেকে ১৪ জুন পর্যন্ত কোরবানির পশু পরিবহন করা হবে।
রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি প্রতিদিন বিকাল ৪টায় জেলার রহনপুর স্টেশন থেকে আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে আসবে এবং বিকাল ৬টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। পথিমধ্যে ম্যাংগো স্পেশাল ট্রেন ১৪টি স্টেশনে থামবে। এবার ট্রেনটি পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছবে। ট্রেনটিতে ৪৩ মেট্রিক টন আম পরিবহন করা যাবে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতি কেজি আম পরিবহনে খরচ হবে ১ টাকা ৪৭ পয়সা। আম ছাড়াও ট্রেনটিতে কৃষিজাত পণ্য পরিবহন করা যাবে। এছাড়া প্রতিটি ওয়াগনে ২০টি করে গরু পরিবহন করা যাবে। একটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৭৩০ টাকা।
রেলওয়ের সূত্র আরও জানায়, ২০২০ সালের ৫ মে আম পরিবহনের জন্য প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হয়।
এছাড়া ২০২১ সালের ১৭ জুলাই প্রথমবারের মতো কোরবানির পশু স্বল্পমূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চাপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হয়।
এসময় পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক আহম্মেদ হোসেন মাসুম, প্রধান প্রকৌশলী আসাদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বারিধারায় পুলিশ হত্যার ঘটনায় ডিএমপির তদন্ত কমিটি গঠন
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩
৪ মাস আগে
বরগুনার সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলছে
বরগুনায় সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ছগীরের ওপর হামলা এবং বাস মালিক সমিতির অফিস ভাঙচুর করার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
রবিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বরগুনা পৌর বাস টার্মিনালে মালিক সমিতির অফিসে এ হামলার ঘটনা ঘটে।
সংগঠনটির সভাপতি গোলাম মোস্তফা কিসলু জানান, একটি ফেস্টুন সাঁটানোকে কেন্দ্র করে বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন তার লোকজন নিয়ে ছগীরের ওপর হামলা চালায়। এ সময় অফিস থেকে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামের ৩ জেলার ২৬ রুটে পরিবহন ধর্মঘট চলছে, ভোগান্তিতে মানুষ
কিসলু বলেন, ‘এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। এরকম পরিস্থিতির সম্মুখীন আমরা আর কখনও হইনি। আমাদের অফিস ভাঙচুর করা হয়েছে। স্ত্রী সন্তানের সামনে সংগঠনের সাধারণ সম্পাদকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তিনি মাথায় আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (বশেমুক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হামলার সময় অফিস থেকে নগদ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
এ দিকে সংগঠনের সাধারণ সম্পাদকের ওপর হামলার কারণে সোমবার সকাল থেকে জেলার সব সড়কে পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাস মালিক সমিতির পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীদের তিন দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার
৯ মাস আগে
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সোমবার দিবাগত রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা আছে ফেরি বনলতা। এছাড়া পাটুরিয়াঘাটে ৭টি ও দৌলতদিয়া ঘাটে ৪টি ফেরি আটকে রাখা হয়েছে।
পদ্মার উভয় পাড়ে আটকা পড়েছে শতাধিক যানবাহন।
আরও পড়ুন: ঘন কুয়াশা আর শীতে বিপর্যস্ত লালমনিরহাটের জনজীবন
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, সোমবার দিবাগত রাত ১২টায় কুয়াশার প্রকোপ বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে ফেরির সার্চ লাইটেও নৌপথ দেখতে না পেয়ে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও জানান, এ সময় মাঝ নদীতে বনলতা নামে একটি ছোট ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয়েছে। এছাড়া পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে আরও ১১টি ফেরি আটকে রাখা হয়েছে।
ঘন কুয়াশা কেটে না যাওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌ চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা ৪ ফেরি
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে আটকা পড়া ফেরি চলাচল শুরু
১০ মাস আগে
ঢাকা-ব্যাংকক রুটে থাই এয়ারওয়েজের ডাবল ফ্লাইট শুরু ১৬ জুলাই
চলতি মাসের ১৬ জুলাই থেকে ঢাকা টু ব্যাংকক রুটে প্রতিদিন ডাবল ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে থাই এয়ারওয়েজ। এ ছাড়া প্রতি সপ্তাহে ঢাকা টু ব্যাংকক রুটে দিনে ও রাতে বিরতিহীনভাবে ১৪টি ফ্লাইট চলানোর পরিকল্পনা জানিয়েছে সংস্থাটি।
সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানান থাই এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ ইউসুফ ওয়ালিদ।
আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, ঢাকা টু ব্যাংকক রুটে আগে প্রতিদিন একটি ফ্লাইট ছিল। এখন থেকে ডাবল ফ্লাইট সুবিধা পেতে যাচ্ছেন যাত্রীরা।
আরও পড়ুন: কুড়িগ্রামে গঙ্গাপূজা ও দশহরা মেলা অনুষ্ঠিত
তিনি বলেন, প্রতিদিন ব্যাংকক থেকে রওনা হয়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে এবং ঢাকা থেকে ব্যাংককে রওনা হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
তিনি আরও বলেন, দিনে ডাবল ফ্লাইটগুলো চলবে এয়ারক্রাফট বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার অথবা বোয়িং ৭৭২ দিয়ে। যাতে থাকবে ৩০টি বিজনেস ও ২৬২টি ইকোনোমি ক্লাসের সিট।
তিনি জানান, ব্যাংকক থেকে রওনা হয়ে রাত ১টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। একই রাতে আবারও ঢাকা থেকে ব্যাংককের ফ্লাইটে যাওয়া যাবে। যা ব্যাংককে পৌঁছাবে রাত ২টা ৪৫ মিনিটে। রাতের ফ্লাইটগুলো মডার্ন এয়ারবাস এ৩২০-২০০ তে পরিচালনা করা হবে। যাতে থাকবে ১৬৮টি ইকোনমি ক্লাসের সিট।
তিনি আরও বলেন, ঢাকা টু ব্যাংকক রুটে ডাবল ফ্লাইট চালু উপলক্ষে ‘হ্যাপি জুলাই' নামে বিশেষ ছাড় রয়েছে। এতে দুজন এক সাথে ভ্রমণ করলে ৩০ কেজি লাগেজ ফ্রিতে বহনের সুবিধা পাবেন। এশিয়া, উত্তর এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়া রুটে ভ্রমণকারীরাই শুধু এই সুবিধা পাবেন। থাই এয়ারওয়েজে হালাল খাবারের ব্যবস্থা আছে। এ ছাড়া যেকোনো যাত্রী আগে থেকে কী খাবার খেতে চান তাও তিনি নির্বাচন করে রাখতে পারবেন।
অনুষ্ঠানে জানানো হয়, থাই এয়ারওয়েজ বর্তমানে ঢাকা থেকে ব্যাংকক ছাড়াও সেখান থেকে দেশটির বিভিন্ন এয়ারপোর্টে ফ্লাইট পরিচালনা করছে।
অনুষ্ঠানে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম অফিসে থাই এয়ারওয়েজের সেলস ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এয়ার গ্যালাক্সির আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন: ১৬০ দেশ ভ্রমণের রেকর্ড গড়লেন নাজমুন নাহার
বাংলাদেশের প্রথম পর্যটন মহাপরিকল্পনা এখনও প্রণয়ন হয়নি, শেষ হওয়ার কথা ছিল ডিসেম্বরে
১ বছর আগে
শরীয়তপুর-চাঁদপুর রুটে ২ দিন বন্ধ থাকবে যানবাহন-ফেরি চলাচল
শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ভেদরগঞ্জের বালারবাজারে বেইলি সেতুর সংস্কার কাজের জন্য ২ জুন দিবাগত রাত ১২টা থেকে ৪ জুন সকাল ৬টা পর্যন্ত দু’দিন বন্ধ থাকবে যানবাহন ও ফেরি চলাচল।
এজন্য যানবাহন চালক ও যাত্রীদেরকে এ সময় বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট।
ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক খান মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ তথ্য জানানো হয়।
যানবাহন ও ফেরি বন্ধের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন মোস্তফাপুর-মাদারীপুর-শরীয়তপুর (মনোহর বাজার), ইব্রাহীমপুর-হরিনা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের শরীয়তপুর জেলায় ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট শীর্ষক প্রকল্পের আওতায় পুরাতন জরাজীর্ণ বালারবাজার বেইলি সেতুর পাশে নতুন সেতু নির্মাণাধীন রয়েছে।
আরও পড়ুন: মোটরসাইলে পদ্মা নদী পারাপারে বিআইডব্লিউটিসি’র ফেরি সার্ভিস চালু
সড়কে বিদ্যমান বেইলি সেতুটি ডাইভারশন সড়কের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে নতুন সেতুর কাজ সম্পন্ন করা হলেও সেতুর সংযোগ সড়কের কাজ চলমান রয়েছে। সংযোগ সড়ক নির্মাণকালীন সময় উক্ত সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য বেইলি সেতুটি মেরামত সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক গোলাম কিবরিয়া জানান, ওই বেইলি সেতুতে যানবাহন চলাচল সচল রেখে সংস্কার কাজ করা সম্ভব নয়। শরীয়তপুর-চাঁদপুর ফেরি দিয়ে চলাচলকারী যানবাহনের জন্য উক্ত সেতুর অংশ পার হওয়ার জন্য বিকল্প রাস্তা না থাকায় সেতুর দু’পাশে যানবাহনের জটলা তৈরি হতে পারে। এতে জনভোগান্তি হতে পারে।
এজন্য ওই সময়ে ফেরি চলাচল বন্ধ রাখলে সমস্যার কিছুটা লাঘব হতে পারে। সুতরাং, বিষয়টি আগে থেকে সকলকে জানানো হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) চাঁদপুর হরিণা ফেরিঘাটের সহ-মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) ফয়সাল আলম চৌধুরী বলেন, শরীয়তপুর অংশের বালারবাজার বেইলি সেতু মেরামত করার জন্য ২ জুন রাত ১২টা থেকে ৪ জুন সকাল ৬টা পর্যন্ত সময় লাগবে। যে কারণে ফেরি ও যান চলাচল এই সময়ে বন্ধ থাকবে।
ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট থেকে আমাদেরকে বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
আরও পড়ুন: ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে আটকা পড়া ফেরি চলাচল শুরু
১ বছর আগে
সিলেট-জকিগঞ্জ রুটে বৃহস্পতিবার থেকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির ডাক
বিআরটিসি বাস চলাচলের প্রতিবাদে (৯ মার্চ) বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সিলেট-জকিগঞ্জ রুটে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি ঘোষণা করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।
রবিবার (৫ মার্চ) রাতে নগরীর কদমতলীস্থ সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেন উপস্থিত পরিবহন মালিক শ্রমিক নেতারা।
সভায় নেতারা বলেন, সিলেট-জকিগঞ্জ রুটে হঠাৎ বিশৃঙ্খলভাবে বিআরটিসি বাস চালু, প্রতিদিন চারটির বেশি বাস চলাচল না করা, প্রত্যেকটি বাস আসা যাওয়া বাবদ একটি করে মোট চারটি ট্রিপ দেয়ার জন্য আমরা প্রথমে ১১ জানুয়ারি এবং পরবর্তীতে ২৩ জানুয়ারি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু কোন ফলাফল আসেনি। এক পর্যায়ে বাধ্য হয়ে আমরা ৩০ জানুয়ারি থেকে সিলেট-জকিগঞ্জ রোডে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দেই। প্রশাসনের আশ্বাসে আমরা সেই কর্মসূচি স্থগিত করি। কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো দাবি মানা হয়নি।
আরও পড়ুন: খুলনায় চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সকল হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতি
প্রশাসনের সঙ্গে বৈঠকের প্রতিশ্রুতি অনুযায়ী বুধবারের মধ্যে (৮ মার্চ) আমাদের দাবি মেনে নেয়া না হলে বৃহস্পতিবার (৯মার্চ) ভোর ৬টা থেকে সিলেট-জকিগঞ্জ রুটে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন করা হবে।
এই সময়ে এই রুটে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। এতেও সমাধান না হলে প্রথমে সিলেট জেলা এবং পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে কঠোর কর্মসূচি পালন করা হবে।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউর কবির পলাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন। এসময় আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি সামছুল উদ্দিন বাবুধন, সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সহ-সভাপতি রাজন মিয়া প্রমুখ।
এছাড়া সভায় বিভিন্ন রোড শাখা কমিটির মালিক-শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল
১ বছর আগে
দুই রুটে ১১ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশা কেটে যাওয়ায় টানা ১১ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।
সোমবার সকাল ১০টায় ঘন কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
একইভাবে আরিচা-কাজিরহাট নৌরুটেও রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখার পর সকাল ১০টায় পুনরায় চালু করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শাহ মোহাম্মদ খালেজ নেওয়াজ জানান, রবিবার সন্ধ্যার পর থেকেই কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এক পর্যায়ে রাত ১১টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
আরও পড়ুন: ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত
এসময় মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয় বনলতা, হাসনা হেনা ও রজনীগন্ধা নামের তিনটি ফেরি।
এ ছাড়া পাটুরিয়া প্রান্তে ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ভাষা শহীদ বরকত ও মাধবী লতা ও দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কেরামত আলী, শাহ পরান ও চন্দ্র মল্লিকা নামের চারটি ফেরি নোঙর করা হয়।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ সময় থেকে ফেরি পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়ে তিন শতাধিক যানবাহন।
এদের মধ্যে যাত্রীবাহী বাস, ছোটগাড়ি প্রাইভেটকার, মাইক্রোবাস মিলে শতাধিক যানবাহন ও আরও শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন: দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ আবারও জেগে উঠেছে ডুবোচর, ফেরি চলাচল করছে ওয়ানওয়ে পদ্ধতিতে
১ বছর আগে
ঘন কুয়াশার কারণে চাঁদপুর-শরিয়তপুর রুটে ৮ ঘন্টা ফেরি চলাচল বন্ধ
চাঁদপুরঘন কুয়াশায় আচ্ছন্ন চাঁদপুরের নৌ ও ফেরিপথ। এজন্য চাঁদপুর-ঢাকাগামী বা ঢাকা–চাঁদপুরগামী লঞ্চগুলো ধীরে ও সতকর্তার সঙ্গে চলছে।
সোমবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন বা বিআইডব্লিউটিসি’র বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন ও লঞ্চ মালিকের সুপারভাইজার আলী আজগর এই তথ্য জানান।
বিআইডব্লিউটিসির ফেরিঘাট ব্যবস্থাপক ফয়সল আলম চৌধুরী বলেন, রবিবার রাত ১২টার পর থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুর্ঘটনা এড়াতে সদরের হরিণা ফেরি ঘাটে ফেরি চলাচল প্রায় আট ঘন্টা বন্ধ ছিল।
আরও পড়ুন: ঘন কুয়াশা: ঢাকা বিমানবন্দর থেকে ৮টি আন্তর্জাতিক ফ্লাইট ঘুরে গেছে, ৭টি বিলম্বিত
এসময় ফেরিঘাটের উভয় পাশে বেশ কিছু বাস, মালবাহী ছোট বড় ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে যায়।
তিনি আরও জানান, চাঁদপুর-শরিয়তপুরের নরসিংহপুর মেঘনায় ১০ কিলোমিটার ফেরিরুটে সাতটি ফেরি চলাচল করছে।
আরও পড়ুন: ঘন কুয়াশার কারণে চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সাড়ে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
১ বছর আগে
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সাড়ে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত মধ্যরাত ৩টা থেকে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। এরপর ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এতে পদ্মার উভয়পাড়ে আটকা পড়ে শতাধিক পণ্যবাহী ট্রাকসহ যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ দুই শতাধিক যানবাহন। পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা পড়েন দুর্ভোগে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, মধ্যরাত থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এক পর্যায়ে রাত ৩টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
আরও পড়ুন: দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
১ বছর আগে
ঢাকা-কক্সবাজার রুটে এয়ার এ্যাস্ট্রার প্রথম ফ্লাইট
বাংলাদেশের নতুন বেসরকারি বিমান সংস্থা এয়ার এ্যাস্ট্রা বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ফ্লাইট ২এ-৪৪১ শতভাগ যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছে।
সংস্থাটির ডেপুটি ম্যানেজার (জনসংযোগ) সাকিব হাসান শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- এয়ার এ্যাস্ট্রা বৃহস্পতিবার থেকে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে তিনটি এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে দুটি ফ্লাইট পরিচালনা করবে। এয়ারলাইনটি পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করবে।
ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে চার হাজার ৮০০ টাকা এবং ঢাকা-চট্টগ্রাম তিন হাজার ৬৯৫ টাকা।
এয়ার এ্যাস্ট্রা ইতোমধ্যে ঢাকায় দুটি এটিআর ৭২-৬০০ বিমানের ডেলিভারি নিয়েছে এবং ২০২২ সালের মধ্যে আরও দুটি বিমান গ্রহণের কথা রয়েছে। ২০২৩ সালের মধ্যে সংস্থাটির বহরের ১০টি বিমান থাকবে।
আরও পড়ুন: যশোর-কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট শুরু ৩০ নভেম্বর
নতুন বিমান সংস্থা এয়ার এ্যাস্ট্রার ফ্লাইট শুরু ২৪ নভেম্বর
সিলেট-শারজাহ্ রুটে বিমানের ফ্লাইট চালু
১ বছর আগে