কম খরচে আম পরিবহনের জন্য এবার চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন।
একইসঙ্গে ঈদের কোরবানির পশু পরিবহনের জন্য ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আলাদা ওয়াগন সংযুক্ত করে কার্যক্রম শুরু করা হয়েছে।
আরও পড়ুন: মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
সোমবার (১০ জুন) সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জের স্টেশনে সংসদ সদস্য আব্দুল ওদুদ এই ট্রেনের উদ্বোধন করেন।
এদিকে প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ১ হাজার ৮০৫ কেজি আম নিয়ে যাত্রা শুরু করল ট্রেনটি। তবে আগামী ১২ জুন থেকে ১৪ জুন পর্যন্ত কোরবানির পশু পরিবহন করা হবে।
রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি প্রতিদিন বিকাল ৪টায় জেলার রহনপুর স্টেশন থেকে আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে আসবে এবং বিকাল ৬টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। পথিমধ্যে ম্যাংগো স্পেশাল ট্রেন ১৪টি স্টেশনে থামবে। এবার ট্রেনটি পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছবে। ট্রেনটিতে ৪৩ মেট্রিক টন আম পরিবহন করা যাবে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতি কেজি আম পরিবহনে খরচ হবে ১ টাকা ৪৭ পয়সা। আম ছাড়াও ট্রেনটিতে কৃষিজাত পণ্য পরিবহন করা যাবে। এছাড়া প্রতিটি ওয়াগনে ২০টি করে গরু পরিবহন করা যাবে। একটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৭৩০ টাকা।
রেলওয়ের সূত্র আরও জানায়, ২০২০ সালের ৫ মে আম পরিবহনের জন্য প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হয়।
এছাড়া ২০২১ সালের ১৭ জুলাই প্রথমবারের মতো কোরবানির পশু স্বল্পমূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চাপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হয়।
এসময় পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক আহম্মেদ হোসেন মাসুম, প্রধান প্রকৌশলী আসাদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বারিধারায় পুলিশ হত্যার ঘটনায় ডিএমপির তদন্ত কমিটি গঠন