পরিচ্ছন্নতাকর্মী
রংপুরে পরিচ্ছন্নতাকর্মীর সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
রংপুরের গঙ্গাচড়ায় পরিচ্ছন্নতাকর্মী (ঝাড়ুদার) মিনু মাইয়ের বকেয়া বেতনের সাড়ে ৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান এবং সংস্থাপন ও প্রশাসন শাখার অফিস সহকারী দেলওয়ার হোসেনের বিরুদ্ধে। সুকৌশলে স্বাক্ষর নিয়ে গোপনে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন তারা।
এ ঘটনায় অভিযুক্ত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান এবং যুব উন্নয়ন অফিসের সংস্থাপন ও প্রশাসন শাখার অফিস সহকারী দেলওয়ার হোসেনের কাছ থেকে উত্তোলনকৃত টাকা ফেরত ও তাদের শাস্তির দাবিতে রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ফারুকের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মিনু মাই।
আরও পড়ুন: টয়লেটসহ ৫ দাবিতে রংপুর সিটি বাজারে হরতাল
পরিচ্ছন্নতাকর্মী (ঝাড়ুদার) মিনু মাই জানান, ২০০৩ সালের ১৮ জুন তিনি হবিগঞ্জের যুব উন্নয়ন অফিসে ঝাড়ুদার পদে (উন্নয়ন খাতে) যোগদান করেন।
তিনি আরও জানান, ২০২২ সালের ২৯ অক্টোবর তার চাকরি রাজস্ব খাতে স্থানান্তরিত হয়। এর মাত্র এক মাস পর (২০২২ সালের ১ ডিসেম্বর) তিনি বদলি হয়ে গঙ্গাচড়া উপজেলা অফিসে যোগদান করেন।
তিনি জানান, উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে চাকরি স্থানান্তরিত হওয়ায় তার অনেক টাকা বকেয়া থাকে। ওই বকেয়া টাকা পেতে সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে বিল প্রস্তুত করে তা উপজেলা হিসাবরক্ষণ অফিসে দাখিল করতে হয়।
ওই বিল প্রস্তুতের জন্য মিনু মাই গত ১৩ নভেম্বর উপজেলা হিসাবরক্ষণ অফিসে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে তার ওই বিলের ৩ লাখ ৫৬ হাজার ৪৯৩ টাকা গত ৪ অক্টোবর উপজেলা যুব উন্নয়ন অফিসের সংস্থাপন ও প্রশাসন শাখার অফিস সহকারী দেলওয়ার হোসেন তুলে নিয়ে গেছেন।
তখন তিনি নিজ অফিসে গিয়ে দেলওয়ার হোসেনের কাছে তার পাওনা বেতনের টাকা চাইলে তা প্রদান করা হয়েছে বলে তিনি মিনু মাইকে জানান।
তাৎক্ষণিক যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমানকে জানালে তিনিও একই কথা বলেন। এতে মিনু মাই নিজ অফিসে কান্নায় ভেঙে পড়েন।
কান্নার কারণ জানতে গিয়ে অফিস পাড়ার অনেকেই ঘটনাটি জানতে পরেন। যা মুহূর্তে পুরো অফিসপাড়ায় ছড়িয়ে পড়ে।
ঘটনাটি জানাজানি হওয়ায় মিনুকে বদলিসহ বিভিন্ন হুমকি দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান ও যুব উন্নয়ন সংস্থাপন ও প্রশাসন শাখার অফিস সহকারী দেলওয়ার হোসেন।
আরও পড়ুন: বুধবার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল
নিরুপায় হয়ে তিনি পাওনা টাকা পেতে পরের দিন ১৪ নভেম্বর রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ফারুক বরাবর লিখিত আবেদন জানান।
আবেদনের পরিপ্রেক্ষিতে উপপরিচালকের নির্দেশে গত ১৬ নভেম্বর তার দপ্তরে উপস্থিত হন অভিযোগকারী মিনু মাই এবং অভিযুক্ত মাহমুদুর রহমান ও দেলওয়ার হোসেন।
এ সময় আগামী ২০ দিনের মধ্যে সম্পূর্ণ টাকা মিনু মাইকে ফেরত দেওয়ার অঙ্গীকার করেন মাহমুদুর রহমান ও দেলওয়ার হোসেন। প্রতিশ্রুতি পেলেও টাকা হাতে না পাওয়া পর্যন্ত শঙ্কিত রয়েছেন মিনু।
মিনু মাই আরও বলেন, আমার এই বকেয়া বেতন পাইয়ে দেওয়ার কথা বলে দেলওয়ার হোসেন আমার কাছে ৭০ হাজার টাকা দাবি করেন। এমনকি তাকে ৩৩ হাজার টাকা দিয়েও দিয়েছি। আর বাকি টাকা আমার বেতন হয়ে গেলে বেতনের টাকা তুলে দেব।
মিনু মাইয়ের বকেয়া বেতনের টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাইলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, বিষয়টি অফিস সহকারী দেলওয়ার হোসেন জানেন। তবে ডিডি স্যার বিষয়টি সমাধান করে দিয়েছেন।
এ বিষয়ে সংস্থাপন ও প্রশাসন শাখার অফিস সহকারী দেলওয়ার হোসেন বলেন, স্যারের নির্দেশে আমি নিয়ম অনুযায়ী টাকা উত্তোলন করেছি। মিনুকে ওই টাকা প্রদানের স্বাক্ষরও আমার কাছে রয়েছে।
মিনু মাইয়ের হাতে আপনি টাকা দিয়েছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, ওটা স্যার ভালো জানেন।
রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ফারুক বলেন, মিনু মাই আমার কাছে লিখিত অভিযোগ করার পর আমি তাদের অফিসে ডেকেছিলাম। প্রথমে অস্বীকার করলেও তিন দিন পর স্বীকার করে টাকা ফেরত দিতে চেয়েছেন। বিষয়টি খুবই দুঃখজনক।
আরও পড়ুন: রংপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যার অভিযোগ
১১ মাস আগে
ওসমানী হাসপাতালের সিঁড়ি থেকে পরিচ্ছন্নতাকর্মীর লাশ উদ্ধার
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে হাসপাতালের পরিবার পরিকল্পনা অফিসের সিঁড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. আলী হোসেন (৫২) ঢাকার আশুলিয়ার কুন্দলবাগ এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে। তিনি ওসমানী হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, আলী হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিবার পরিকল্পনা অফিসের সিঁড়িতে তাকে পড়ে থাকতে দেখেন চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে নদী থেকে মা ও দুই ছেলে হাত বাঁধা লাশ উদ্ধার
পরে ঘটনাটি কোতোয়ালি মডেল থানা পুলিশকে জানান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় লাশের পাশ থেকে একটি কীটনাশকের বোতল পাওয়া যায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, এ ঘটনায় নিহতের মেয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন। লাশের পাশে কীটনাশকের বোতল পাওয়ায় প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।
লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ছেলেকে বাঁচানোর ১৭ ঘণ্টা পর নিখোঁজ মায়ের লাশ উদ্ধার
সিলেটে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
১ বছর আগে
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, আহত ২
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন।
মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পোলান (৫২) বানেশ্বর কাচারি পাড়া এলাকার পোকরার ছেলে।
বানেশ্বর বনিক সমিতির সদস্য রমজান আলী বলেন, পোলান বানেশ্বর হাটের একজন পরিচ্ছন্নতাকর্মী ছিল। ভোরে নাটোর-রাজশাহী সড়কের বানেশ্বর হাটে অভিমুখে যাচ্ছিল। পেছন থেকে নাটোর থেকে রাজশাহীগামী ট্রাক এসে ধাক্কা দিলে রাস্তার ওপর পরে গিয়ে সে গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয় জনসাধারণ উদ্ধার করে রাজশাহী মেডিকেলে কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসা চলাকালে সে মারা যায়।
এ ব্যাপারে পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাক্কারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেন।
গুরুতর আহত পোলান রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও দুই জন আহত হয়েছে, তাদের পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
এবার ‘ময়লার গাড়ি’র ধাক্কায় নারী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু
এবার রাজধানীর মহাখালীতে সিটি করপোরেশনের ‘ময়লার গাড়ি’র ধাক্কায় এক নারী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতের নাম শিখা রানী।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, প্রত্যক্ষদর্শীরা জানায় রাত ২টায় মহাখালী ফ্লাইওভারের কাছে রাস্তা ঝাড়ু দেয়ার সময় শিখাকে একটি ময়লার গাড়ি ধাক্কা দেয়।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত গাড়িটিকে শনাক্ত করা সম্ভব হয়নি।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: এবার ময়লাবাহী ট্রাকচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর রাজধানীর টিকাটুলিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।
এর আগে ২৪ নভেম্বর গুলিস্তানের গোলচত্বরের কাছে ১৭ বছর বয়সী নটরডেম কলেজের এক শিক্ষার্থী ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারায়।
এর পরদিন রাজধানীর পান্থপথ এলাকায় ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়।
আরও পড়ুন: এবার ডিএনসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
উল্টো পথে আসা ময়লাবাহী গাড়ির ধাক্কায় পাঠাও চালক নিহত
২ বছর আগে
নটর ডেম কলেজছাত্রের মৃত্যু: ডিএসসিসি’র পরিচ্ছন্নতাকর্মী হারুন রিমান্ডে
নটর ডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় করা মামলায় দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মী মো. হারুনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান হারুনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মো. মাইনুল ইসলাম এ আদেশ দেন।
এদিকে আসামিপক্ষের আইনজীবী তার জামিন চেয়ে একটি আবেদন জমা দেন। কিন্তু রাষ্ট্রপক্ষ বিরোধিতা করার পর আদালত তা নাকচ করে দেন।
শুক্রবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে হারুনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন স্বীকার করেছে যে তিনি লাইসেন্স ছাড়াই ২০২০ সাল থেকে নিয়মিত ময়লা ফেলার ট্রাক চালাচ্ছেন। বুধবার তিনি অনুপস্থিত থাকার কারণে তার সহযোগী রাসেল খান গাড়িটি চালায়।
বৃহস্পতিবার ডিএসসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ উপায়ে ট্রাক বরাদ্দ নেয়ায় পরিচ্ছন্নতাকর্মী মো. হারুনকে চাকরিচ্যুত করা হয়েছে।
আরও পড়ুন: নটর ডেম কলেজছাত্রের মৃত্যু: ময়লার গাড়ির মূল চালক গ্রেপ্তার
এছাড়া ডিএসসিসি’র মনোনীত চালক মো. ইরান মিয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে এবং অবৈধভাবে বরাদ্দকৃত ট্রাক অন্য কাউকে চালাতে দেয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও ডিএসসিসি জানিয়েছে।
এর আগে বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ মামলায় পরিচ্ছন্নতাকর্মী রাসেল খানকে তিন দিনের রিমান্ডে দেন।
বুধবার রাজধানীর গুলিস্তান এলাকার গোলচত্বরে ঢাকা ডিএসসিসি’র বর্জ্যবাহী ট্রাকের ধাক্কায় নটর ডেম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র নাইম হাসান (১৭) নিহত হন।
আরও পড়ুন: কলেজ ছাত্রের মৃত্যু: ডিএসসিসি’র ২ পরিচ্ছন্নতাকর্মী চাকরিচ্যুত, একজন সাময়িক বরখাস্ত
নাইমের মৃত্যুর প্রতিবাদে ও সড়ক নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার ঢাকা মহানগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে। মতিঝিলের শাপলা চত্বর, ফার্মগেট, উত্তরার আজমপুর, আসাদগেট, মিরপুর, গুলিস্তান ও বেইলি রোডের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করে।
আরও পড়ুন: নটরডেম কলেজ ছাত্রের মৃত্যুতে বিক্ষোভ অব্যাহত
২ বছর আগে
কলেজ ছাত্রের মৃত্যু: ডিএসসিসি’র ২ পরিচ্ছন্নতাকর্মী চাকরিচ্যুত, একজন সাময়িক বরখাস্ত
অবৈধভাবে ময়লা ফেলার ট্রাক বরাদ্দ নিয়ে অন্য কাউকে চালাতে দেয়ার অভিযোগে বৃহস্পতিবার দুই পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত এবং এক জনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ উপায়ে ট্রাক বরাদ্দ নেয়ার অভিযোগে পরিচ্ছন্নতাকর্মী মো. হারুন মিয়া এবং ড্রাইভিংয়ে সহায়তার জন্য মো. আব্দুর রাজ্জাককে বরখাস্ত করা হয়েছে।
করপোরেশনের আরেক চালক মো. ইরান মিয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে এবং অবৈধভাবে বরাদ্দকৃত একটি ট্রাক অন্য কাউকে চালাতে দেয়ার জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি।
আরও পড়ুন: ডিএনসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় মৃত্যুতে তদন্ত কমিটি
ডিএসসিসি পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্বহীনতার কারণে বুধবার নগরীর গুলিস্তান এলাকার গোলচত্বরে রাস্তা পার হওয়ার সময় ময়লার ট্রাকের ধাক্কায় নটরডেম কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
ডিএমপির মতিঝিল রেঞ্জের উপ-পুলিশ কমিশনার মো.এ আহাদ জানান, ওই এলাকায় টহল পুলিশ চালক রাসেল খানকে আটক করে ট্রাকটি জব্দ করেছে।
এ ব্যাপারে নাইমের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে পল্টন থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা বলেন, রাসেলকে ডিএসসিসি চালক হিসেবে নিয়োগ দেয় হয়নি এবং তার কোনো ড্রাইভিং লাইসেন্সও নেই।
ডিএসসিসির চালক হারুন রাসেলকে তার অনুপস্থিতিতে গাড়ি চালাতে দিতেন বলে জানান তিনি।
আরও পড়ুন: এবার ডিএনসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
সিটি করপোরেশনের ট্রাকের ধাক্কায় নটরডেম কলেজছাত্রের মৃত্যু
২ বছর আগে
ঢাকায় বাসা থেকে বর্জ্য না নেয়ার হুমকি পরিচ্ছন্নতাকর্মীদের
আগামী সাত দিনের মধ্যে বেসরকারি পরিচ্ছন্নতাকর্মীদের অনুমোদন ও প্রত্যয়ন দেয়ার আনুমতি ফিরিয়ে দেয়া না হলে রাজধানী ঢাকায় বাসা থেকে ময়লা সংগ্রহ কার্যক্রম বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে পরিচ্ছন্নতাকর্মীদের সংগঠন প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার (পিডব্লিউসিএসপি)।
৩ বছর আগে
কোভিড-১৯: ঝুঁকির মধ্যে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আরও তিন দেশের পরিচ্ছন্নতাকর্মীরা
অল্প স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম ও সীমিত হ্যান্ডওয়াশ এবং অন্যান্য জীবাণুমুক্তকরণ সুবিধাহীনতার মধ্যেই বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আরও তিনটি দেশের পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করে যাচ্ছেন বলে ওয়াটারএইডের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে।
৪ বছর আগে
শাহজালালে স্বর্ণের বারসহ ৩ পরিচ্ছন্নতাকর্মী আটক
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার ২ দশমিক ৩ কেজি ওজনের স্বর্ণের বারসহ তিন পরিচ্ছন্নতাকর্মীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
৪ বছর আগে