ইকুয়েডর
কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২: প্রথমার্ধে ২ গোলে এগিয়ে ইকুয়েডর
স্বাগতিক দেশ কাতারের মুখোমুখি হয়ে খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে আছে ইকুয়েডর। রবিবার বাংলাদেশ সময় রাত ১০টায় কাতার ফিফা বিশ্বকাপের-২০২২ প্রথম খেলাটি শুরু হয়।
খেলা শুরুর মাত্র ১৫ মিনিটের মাথায় কাতারের জালে বল প্রবেশ করিয়ে প্রথম গোল করে ইকুয়েডর। আর ইকুয়েডরের হয়ে দুটি গোলই করেছেন এনের ভ্যালেন্সিয়া। অবশ্য দ্বিতীয় গোলটি হয়েছে পেনাল্টিতে। কাতারের গোলকিপারের ভুলের কারণে এটি হয়েছে। আর দ্বিতীয় গোলটি হয়েছে ৩১ মিনিটের মাথায়।
কাতার এর আগে কখনও বিশ্বকাপে উঠে আসেনি এবং গ্রুপ এ থেকে উঠে আসার জন্য একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। যার মধ্যে সেনেগাল এবং নেদারল্যান্ডসও রয়েছে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকাই একমাত্র স্বাগতিক দেশ যারা গ্রুপ পর্বের বাইরে যেতে ব্যর্থ হয়েছে। তাই এই পার্থক্যটি ভাগ করা এড়াতে হবে সাফল্য।
ফিফা র্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা ইকুয়েডর দলের বিরুদ্ধে জয়ের জন্য আজ কাতারের সেরা আশা হতে পারে।
আরও পড়ুন: স্বাগতিক দেশ কাতার ইকুয়েডরের মুখোমুখি হয়ে বিশ্বকাপের সূচনা
বিশ্বকাপের জন্য কাতারের স্কোয়াড
গোলকিপার: সাদ আল সিব, মিশাল বর্শিম, ইউসুফ হাসান
ডিফেন্ডার: পেদ্রো মিগুয়েল, আব্দুল করিম হাসান, তারিক সলমন, মুসাব খাদের, হামাম আল-আমিন, বসম আল-রাবি, বোয়ালেম খোকি, জসিম জাবের
মিডফিল্ডার: আব্দুলআজিজ হাতেম, মহম্মদ ওয়াদ, আলি আসাদ, সালেম আল হাজরি, করিম বদিয়াফ, আসিম মাদবো, মুস্তাফা তারিক মিশাল
ফরোয়ার্ড: আক্রম আফিফ, আহমেদ আলা, মুহম্মদ মান্তারি, হাসান আল হেদোস, আল ইসমাইল মহম্মদ, খালেদ মুনির, আল-মোজেলি, নায়েফ আল-হাদরামি
কাতারের কোচ – ফেলিক্স স্যাঞ্চেজ
কাতারের অধিনায়ক – হাসান আল-হেদস
বিশ্বকাপের জন্য ইকুয়েডরের স্কোয়াড
গোলকিপার: আলেকাজান্ডার ডমিনগেজ, হার্নান গালিন্দেজ, মোজেস রামিরেজ
ডিফেন্ডার: পার্ভিস এস্তাপিনান, অ্যাঞ্জেলো প্রেসিয়াদো, পিয়েরো হিনক্য়াপি, জাভিয়ের আরেগা, দিয়েগো পালাসিও, জ্যাকসন পোরোজো, রবার্ট আর্বোলেদা, ফেলিক্স তোরেস, উইলিয়াম পাশো
মিডফিল্ডার: মোজেস কাইসাদো, হোসে সিফান্তেস, অ্যালান ফ্র্যাঙ্কো, হেগসন মেন্ডেজ, কার্লোস গ্রুয়েজো, গঞ্জালো প্লাতা, অ্যাঞ্জেল মিনা, আর্তন প্রেসাদো, রোমারিও ইবারা, জেরেমি সারমিয়েন্তো
ফরোয়ার্ড: এনার ভ্যালেন্সিয়া, মাইকেল এস্ত্রাদা, জর্কায়েফ রিয়োস্কো, কেভিন রডরিগেজ
ইকুয়েডরের কোচ: গুস্তোভো আলফারোে
আরও পড়ুন: ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২২ লাইভ স্ট্রীমিং: কাতার বনাম ইকুয়েডর
১ বছর আগে
ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২২ লাইভ স্ট্রীমিং: কাতার বনাম ইকুয়েডর
দেখতে দেখতে চলে এল সেই মাহেন্দ্রক্ষণ। আজ ২০ নভেম্বর রাত থেকে প্রায় এক মাস গোটা বিশ্ব ডুবে থাকবে কাতার বিশ্বকাপে (বিশ্বকাপ-২০২২)। আাগামী ১৮ ডিসেম্বর অবধি চলবে কাতারে ফুটবলের এই মেগা টুর্নামেন্ট।
মোট ৩২টি দল অংশ নিয়েছে এবারের বিশ্বকাপে। জেনে নিন কখন ও কীভাবে দেখবেন বিশ্বকাপে কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচ।
উল্লেখ্য, গ্রুপ ‘এ’-তে রয়েছে কাতার এবং ইকুয়েডর।
এই পোস্টে জানবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কিভাবে দেখবেন সে সম্পর্কে বিস্তারিত।
আরও পড়ুন: ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের ১০টি অত্যাধুনিক প্রযুক্তি
ফিফা ফুটবল বিশ্বকাপ কিভাবে দেখবেন
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২২ দেখা যাবে টিভিতে, অনলাইনে এবং ধারাভাষ্য শোনা যাবে রেডিওতে ও ইউটিউব চ্যানেলেও। চলুন জেনে নেয়া যাক উল্লেখিত মাধ্যমগুলো থেকে কিভাবে খেলার খবর রাখবেন।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনেও।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ-২০২২: আর মাত্র কয়েক ঘন্টা পর শুরু
ফিফা ফুটবল বিশ্বকাপ কোন চ্যানেলে দেখা যাবে?
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার-২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সঙ্গে সাব-লাইসেন্সিং এগ্রিমেন্ট -এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক। সুতরাং টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজি টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বলে ঘোষণা দিয়েছে।
এছাড়া বিভিন্ন ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার বনাম ইকুয়েডর ম্যাচ।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ: স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রির অনুমতি নেই
বিশ্বকাপের জন্য কাতারের স্কোয়াড –
গোলকিপার: সাদ আল সিব, মিশাল বর্শিম, ইউসুফ হাসান
ডিফেন্ডার: পেদ্রো মিগুয়েল, আব্দুল করিম হাসান, তারিক সলমন, মুসাব খাদের, হামাম আল-আমিন, বসম আল-রাবি, বোয়ালেম খোকি, জসিম জাবের
মিডফিল্ডার: আব্দুলআজিজ হাতেম, মহম্মদ ওয়াদ, আলি আসাদ, সালেম আল হাজরি, করিম বদিয়াফ, আসিম মাদবো, মুস্তাফা তারিক মিশাল
ফরোয়ার্ড: আক্রম আফিফ, আহমেদ আলা, মুহম্মদ মান্তারি, হাসান আল হেদোস, আল ইসমাইল মহম্মদ, খালেদ মুনির, আল-মোজেলি, নায়েফ আল-হাদরামি
কাতারের কোচ – ফেলিক্স স্যাঞ্চেজ
কাতারের অধিনায়ক – হাসান আল-হেদস
আরও পড়ুন: কেমন হলো ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপ দল, কার হাতে উঠবে ট্রফি?
বিশ্বকাপের জন্য ইকুয়েডরের স্কোয়াড –
গোলকিপার: আলেকাজান্ডার ডমিনগেজ, হার্নান গালিন্দেজ, মোজেস রামিরেজ
ডিফেন্ডার: পার্ভিস এস্তাপিনান, অ্যাঞ্জেলো প্রেসিয়াদো, পিয়েরো হিনক্য়াপি, জাভিয়ের আরেগা, দিয়েগো পালাসিও, জ্যাকসন পোরোজো, রবার্ট আর্বোলেদা, ফেলিক্স তোরেস, উইলিয়াম পাশো
মিডফিল্ডার: মোজেস কাইসাদো, হোসে সিফান্তেস, অ্যালান ফ্র্যাঙ্কো, হেগসন মেন্ডেজ, কার্লোস গ্রুয়েজো, গঞ্জালো প্লাতা, অ্যাঞ্জেল মিনা, আর্তন প্রেসাদো, রোমারিও ইবারা, জেরেমি সারমিয়েন্তো
ফরোয়ার্ড: এনার ভ্যালেন্সিয়া, মাইকেল এস্ত্রাদা, জর্কায়েফ রিয়োস্কো, কেভিন রডরিগেজ
ইকুয়েডরের কোচ: গুস্তোভো আলফারো
আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল: যে ফল ছিল আগের চার লড়াইয়ে
১ বছর আগে
ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ১১৬
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮০ জন। দেশটির ইতিহাসে কারাগারের ভিতর এটি সবচেয়ে সহিংস ঘটনা বলে বুধবার কর্মকর্তারা জানিয়েছেন।
দেশটির গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে মঙ্গলবার রাতে এই ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটে।
ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো বিদ্যমান পরিস্থিতিতে দেশটির কারাগারে জরুরি অবস্থা জারি করেন এবং ওই কারাগারের নিরাপত্তায় আরও বেশি সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী পাঠানোর ঘোষণা দেন।
প্রেসিডেন্ট গুইলারমো লাসো এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক, অপরাধী গ্যাংদের ক্ষমতার বিরোধের জন্য কারাগারগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা হচ্ছে।’
ইকুয়েডরে কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে ফেব্রুয়ারিতে কারাগারে দাঙ্গার ঘটনায় ৭৯ জন নিহত হয়েছিল।
আরও পড়ুন: উখিয়ায় শীর্ষ রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা
বরগুনায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, কথিত ‘চিকিৎসক’ কারাগারে
মোহাম্মদপুরে কিশোর গ্যাং গাজী গ্রুপের ৪ সদস্য আটক
সোমালিয়ায় প্রেসিডেন্ট ভবনের কাছে বিস্ফোরণে নিহত ৮
৩ বছর আগে