দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮০ জন। দেশটির ইতিহাসে কারাগারের ভিতর এটি সবচেয়ে সহিংস ঘটনা বলে বুধবার কর্মকর্তারা জানিয়েছেন।
দেশটির গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে মঙ্গলবার রাতে এই ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটে।
ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো বিদ্যমান পরিস্থিতিতে দেশটির কারাগারে জরুরি অবস্থা জারি করেন এবং ওই কারাগারের নিরাপত্তায় আরও বেশি সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী পাঠানোর ঘোষণা দেন।
প্রেসিডেন্ট গুইলারমো লাসো এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক, অপরাধী গ্যাংদের ক্ষমতার বিরোধের জন্য কারাগারগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা হচ্ছে।’
ইকুয়েডরে কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে ফেব্রুয়ারিতে কারাগারে দাঙ্গার ঘটনায় ৭৯ জন নিহত হয়েছিল।
আরও পড়ুন: উখিয়ায় শীর্ষ রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা
বরগুনায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, কথিত ‘চিকিৎসক’ কারাগারে