ফার্নিচার
সাশ্রয়ী দামে ফার্নিচার সরবরাহ করবে সরকার: বন উপদেষ্টা
সরকার সাশ্রয়ী দামে টেকসই ও আধুনিক ডিজাইনের ফার্নিচার সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এজন্য বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি)-কে আধুনিকায়ন করা হচ্ছে।
রবিবার (১৬ মার্চ) সচিবালয়ে বিএফআইডিসির কর্মকর্তাদের সাথে এক সভায় এসব তথ্য জানান তিনি।
বন উপদেষ্টা বলেন, কর্পোরেশনের সব ফার্নিচারের ডিজাইন ও পরিকল্পনায় পরিবর্তন আনা হচ্ছে। ফলে এখন থেকে ক্রেতাদের পছন্দ মতো যেকোনো ডিজাইনের আসবাবপত্র তৈরি করা সম্ভব হবে।
আরও পড়ুন: খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুর্নবাসন প্রকল্প পরিদর্শনে যা বললেন প্রধান উপদেষ্টা
‘বিএফআইডিসিকে আধুনিক করতে প্রথমে সীমাবদ্ধতা চিহ্নিত করতে হবে। রাবার গাছের উৎপাদন বাড়াতে উন্নতমানের ক্লোন আনতে হবে। এছাড়া সুপারি পাতা, বাঁশ ও বেত দিয়ে পরিবেশবান্ধব পণ্য তৈরি করে সিঙ্গেল-ইউজ প্লাস্টিকের বিকল্প আনতে হবে,’ যোগ করেন উপদেষ্টা।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিএফআইডিসির চেয়ারম্যান নাসির উদ্দীন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জহিরুল ইসলাম, পরিচালক (উৎপাদন ও বাণিজ্য) সাইফুল ইসলাম, পরিচালক (অর্থ) ড. মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া, এনডিসি ও বিএফআইডিসির সচিব জাহান আরা উপস্থিত ছিলেন।
২৮৪ দিন আগে
মোহাম্মদপুরে ফার্নিচার কারখানায় আগুন
রাজধানীর মোহাম্মদপুরে মিজান ডোর অ্যান্ড ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: পাকিস্তানে পিকআপে বাসের ধাক্কা, আগুন ধরে নিহত ২০
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গুদাম পরিদর্শক (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম জানান, সকালে ফার্নিচার কারখানায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দমকলকর্মীরা দুপুর ১টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে সক্ষম হন।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
পরিদর্শক আনোয়ারুল ইসলাম আরও জানান, অগ্নিকাণ্ডে ৬০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে এবং কারখানা থেকে ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: পুরান ঢাকার নাজিরাবাজারে দোকানের আগুন নিয়ন্ত্রণে
বরিশালে গ্রিন লাইন পরিবহনের বাসে আগুন
৮৪৬ দিন আগে
সরিষাবাড়ী ইউএনও কার্যালয়ে আগুন, নথিপত্র পুড়ে ছাই
জামালপুরে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আগুন লেগে গুরুত্বপূর্ণ নথিপত্র ও ফার্নিচার পুড়ে গেছে। রবিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজধানীতে চলন্ত গাড়িতে আগুন
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৭টার দিকে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দায়িত্বরত নিরাপত্তাকর্মী আনসার সদস্যরা আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্রসহ বেশ সবকিছু জিনিস পুড়ে গেছে।
আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারেননি সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান।
আরও পড়ুন: নাটোরে আগুনে পুড়ে ১০৫ বছর বয়সী নারীর মৃত্যু
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপমা ফারিসা বলেন, সকালে আনসার সদস্যরা উপজেলা পরিষদের তৃতীয় তলায় আগুন লাগার বিষয়টি আমাকে অবহিত করেন। পরে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি বলতে পারেননি।
১৩৪৮ দিন আগে
নওগাঁয় ফার্নিচার কারখানায় আগুন
নওগাঁ শহরের কাঠালতলি এলাকায় শুক্রবার দুপুরে একটি ফার্নিচার কারখানায় আগুন লেগেছে। স্থানীয় ফায়ার সার্ভিস অফিস জানায়, দুপুর দেড়টার দিকে সম্রাট ফার্নিচার নামের একটি ফার্নিচার কারখানায় আগুনের সূত্রপাত হয়।
নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, আসবাবপত্র তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক সামগ্রী, থিনার, রং, বোর্ড ও ফোমসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। নওগাঁ ও রাণীনগরের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় বিকাল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারনা করছেন ওই কর্মকর্তা। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি বলেন, অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে তা এখনও নিরূপণ করা যায়নি।
তবে এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি কারখানার মালিকের।
আরও পড়ুন: শেবাচিম হাসপাতালের সিসিইউতে আগুন, আতঙ্কে রোগীর মৃত্যু
সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুন, ৫ শ্রমিকের মৃত্যু
সেগুনবাগিচায় আবাসিক ভবনে আগুন
১৪৬৯ দিন আগে
‘ইশো’র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব-বাঁধন
ট্রেন্ডী ফার্নিচার ও লাইফস্টাইল ব্র্যান্ড ইশো’র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন দেশের অন্যতম জনপ্রিয় দুজন তারকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
ইশো’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন বলেন, ‘সাকিব ও বাঁধন-কে পাশে পেয়ে আমরা আনন্দিত। আমাদের ভিশন ও ব্র্যান্ডের প্রতি তাঁরা দুজনই আস্থাশীল, যা আনন্দের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে। উভয় তারকাই তাদের ব্যক্তিগত ক্যারিয়ারে ট্রেন্ড-সেটার হিসেবে পরিচিত। তাই এই অংশীদারিত্বের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে আমাদের ইশো পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্য বাস্তবায়িত হবে বলে আমি আশাবাদী।’
আরও পড়ুন: ডেকো ইশো গ্রুপের সঙ্গে ফসল ডট কমের চুক্তি স্বাক্ষর
সাকিব আল হাসান বলেন,‘স্বল্পসময়ের মধ্যেই ইশো অনলাইন বিক্রয়ে দেশের এক নাম্বার ফার্নিচার ব্র্যান্ডে পরিণত হয়েছে, যা থেকে বোঝা যায় তাঁরা কেন অনন্য এবং তাদের ভবিষ্যৎ কেমন হবে। আমি নিজেও ‘ইশো’র আসবাবপত্র ও নকশার একজন ভক্ত। তাই পছন্দের ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পেরে বিশেষভাবে আনন্দিত।’ তিনি আরও বলেন, আমি যেমন সর্বদা সেরার তালিকায় থাকতে স্বচেষ্ট থাকি, তেমনি ইশোও দেশের সেরা ফার্নিচার ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলতে সর্বদা স্বচেষ্ট।
আজমেরী হক বাধন বলেন, ‘ইশো’র সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং এর কিছু কারণও রয়েছে। প্রথমত, তাদের পণ্য, যা অন্যকোনো ব্র্যান্ডের নেই ও ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। দ্বিতীয়ত, ‘ইশো’র প্রতিষ্ঠাতা, যিনি শুধু ব্র্যান্ডটি প্রতিষ্ঠার জন্যই নয় বরং পুরুষ শাসিত এই শিল্পে নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে দেশে ফিরেছেন এবং সফলও হয়েছেন। ইশো দেশের মানুষের আসবাবপত্র বাছাইয়ে পছন্দ ও রুচি পরিবর্তনে সক্ষম হয়েছে।
আরও পড়ুন: আইসিসির জুলাই মাসের সেরা খেলোয়াড় সাকিব
১৫২৪ দিন আগে