নওগাঁ শহরের কাঠালতলি এলাকায় শুক্রবার দুপুরে একটি ফার্নিচার কারখানায় আগুন লেগেছে। স্থানীয় ফায়ার সার্ভিস অফিস জানায়, দুপুর দেড়টার দিকে সম্রাট ফার্নিচার নামের একটি ফার্নিচার কারখানায় আগুনের সূত্রপাত হয়।
নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, আসবাবপত্র তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক সামগ্রী, থিনার, রং, বোর্ড ও ফোমসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। নওগাঁ ও রাণীনগরের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় বিকাল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারনা করছেন ওই কর্মকর্তা। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি বলেন, অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে তা এখনও নিরূপণ করা যায়নি।
তবে এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি কারখানার মালিকের।
আরও পড়ুন: শেবাচিম হাসপাতালের সিসিইউতে আগুন, আতঙ্কে রোগীর মৃত্যু