স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
চট্টগ্রামে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, ডিসিকে তদন্তের নির্দেশ
চট্টগ্রামের মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে লিখিত মতামত পাঠানোর জন্য জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
রবিবার (১৩ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসকের অনুকূলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব জেসমীন প্রধানের সই করা এক নোটিশের মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।
চিঠিতে বলা হয়, চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি মামলার দায়ের করা হয়। ওই অভিযোগ আদালতে গৃহীত হয়েছে কি না তা জানিয়ে সার্টিফাইড কপি সংগ্রহ করে মতামত পাঠানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ইউএনও’র ওপর হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ আটক ৪
উল্লেখ্য, গত ১৭ জুন মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় যুবলীগ সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের নেতৃত্বে নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার চালায়।
প্রচারের এক পর্যায়ে নেতা-কর্মীরা মঘাদিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু শিল্প জোনগামী মিয়াপাড়া চার রাস্তার মোড়ে পৌঁছালে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন গুরুতর জখম হয় ও গাড়ি ভাঙচুর করা হয়।
ঘটনার পরদিন আহত যুবলীগকর্মী মো. আছিফুল রহমান শাহীন বাদি হয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনকে প্রধান আসামি করে মিরসরাই থানায় মামলা করেন।
আরও পড়ুন: জামালপুরে সাবেক ইউপি সদস্য খুন
চট্টগ্রামে দায়িত্বে অবহেলা করার অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
১ বছর আগে
আইভিডি বাংলাদেশ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২১ এর আবেদন গ্রহণ শুরু
৫ ডিসেম্বর আসন্ন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসকে কেন্দ্র করে একটি সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে। যেখানে স্বেচ্ছাসেবীদের নিঃস্বার্থ প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়া এবং বৈশ্বিক অতিমারি চলাকালীন সময়ে সমাজে উল্লেখযোগ্য অবদান রাখা স্বেচ্ছাসেবীদের পুরস্কৃত করা হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইউএনভি বাংলাদেশ, ওয়াটারএইড বাংলাদেশ, ভিএসও বাংলাদেশ এবং ইউএনএফপিএ বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘আইভিডি বাংলাদেশ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২১’। এই অ্যাওয়ার্ডের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, ২০টি ভিন্ন ক্যাটাগরিতে সেরা স্বেচ্ছাসেবীদের এই পুরষ্কার দেয়া হবে। এই ক্যাটাগরির মধ্যে রয়েছে জনস্বাস্থ্য, সচেতনতা, খাদ্য নিরাপত্তা, উদ্ভাবনী পদক্ষেপ/সামাজিক সমস্যা মোকাবিলায় ডিজিটাল সমাধান, লিঙ্গ - ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে পদক্ষেপ, জেন্ডার সংক্রান্ত প্রচারণা, শিক্ষা নিশ্চিতকরণে সহায়তা, শিশু সুরক্ষা, ওয়াশ, পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা, মানসিক স্বাস্থ্য, মাদকের অপব্যবহার এবং আসক্তির বিরুদ্ধে অবদান, কোভিড-১৯ সংক্রান্ত সহায়তা এবং অন্যান্য।
প্রথম ১০ জন পুরস্কার বিজয়ীকে যথাক্রমে এক লাখ টাকা, ৭০ হাজার টাকা, ৫০ হাজার টাকা, ৩৫ হাজার টাকা, ২৫ হাজার টাকা, ১৫ হাজার টাকা, ১০ হাজার টাকা, সাত হাজার টাকা, ছয় হাজার টাকা, পাঁচ হাজার টাকা দেয়া হবে। বাকি দশজন বিজয়ীসহ সবার জন্য থাকছে ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট।
আগ্রহী আবেদনকারী সেচ্ছাসেবীদের তাদের ব্যক্তিগত তথ্য, কাজের বিবরণ এবং আরও কিছু তথ্য নির্দেশিত নিয়মাবলী অনুযায়ী প্রদান করে আবেদন করতে আহ্বান জানানো হচ্ছে। বিস্তারিত পাওয়া যাবে - www.wateraid.org/bd, https://unvolunteersbd.org/, https://www.facebook.com/UNVBangladesh, https://www.facebook.com/unfpabangladesh, https://www.vsointernational.org/our-work/where-we-work/bangladesh এবং https://www.facebook.com/VSO.BD এ।
চলতি মাসের ১৫ তারিখ আবেদন জমা দেয়ার শেষ সময়। আবেদন ফর্ম পাওয়া যাবে https://forms.gle/LN2gy7t2wTfGTrCD6 লিঙ্কে।
আরও পড়ুন: নিউইয়র্ক সিটি নির্বাচনে জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি শাহানা হানিফ
সৌদির বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা করতে আগ্রহী বাংলাদেশ
৩ বছর আগে