চট্টগ্রামের মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে লিখিত মতামত পাঠানোর জন্য জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
রবিবার (১৩ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসকের অনুকূলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব জেসমীন প্রধানের সই করা এক নোটিশের মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।
চিঠিতে বলা হয়, চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি মামলার দায়ের করা হয়। ওই অভিযোগ আদালতে গৃহীত হয়েছে কি না তা জানিয়ে সার্টিফাইড কপি সংগ্রহ করে মতামত পাঠানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ইউএনও’র ওপর হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ আটক ৪
উল্লেখ্য, গত ১৭ জুন মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় যুবলীগ সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের নেতৃত্বে নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার চালায়।
প্রচারের এক পর্যায়ে নেতা-কর্মীরা মঘাদিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু শিল্প জোনগামী মিয়াপাড়া চার রাস্তার মোড়ে পৌঁছালে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন গুরুতর জখম হয় ও গাড়ি ভাঙচুর করা হয়।
ঘটনার পরদিন আহত যুবলীগকর্মী মো. আছিফুল রহমান শাহীন বাদি হয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনকে প্রধান আসামি করে মিরসরাই থানায় মামলা করেন।
আরও পড়ুন: জামালপুরে সাবেক ইউপি সদস্য খুন
চট্টগ্রামে দায়িত্বে অবহেলা করার অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত