সরকারি দেবেন্দ্র কলেজ
মানিকগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু
মানিকগঞ্জে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের টিকার আওতায় এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেয়া শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্রে সরকারি দেবেন্দ্র কলেজের পরীক্ষার্থীদেরকে টিকা দেয়া হয়।
এব্যাপারে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.লুৎফর রহমান জানান, পরীক্ষার্থীদের টিকা দেয়ার পর জেলার প্রায় ৫০ হাজার শিশু শিক্ষার্থীকে টিকা দেয়ার টার্গেট নেয়া হয়েছে।
জানা গেছে, টিদান কর্মসূচিতে আজকে এই দিনে শুধু একটিমাত্র কেন্দ্রেই চারটি বুথে মেয়ে ও ছেলেদের আলাদাভাবে টিকা দেয়া হয়। এক হাজার ৫৪২ জন পরীক্ষার্থীকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ছিল।
কিন্তু বেলা ১১টার দিকে টিকাদানের লাইনে বিশৃঙ্খলা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় শিক্ষার্থী ও অভিভাবকেরা বিভিন্ন বিশৃঙ্খলার অভিযোগ করেন।
এর আগে গত ১ নভেম্বর থেকে এই পর্যন্ত তিন হাজার ৭৭৬ শিশু শিক্ষার্থীদের টিকা দেয়া হয়েছে। জেলায় ১৪ লাখ মানুষের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজের ছয় লাখ ২৩ হাজার এবং দ্বিতীয় ডোজের তিন লাখ ৪২ হাজার টিকা সাধারণ মানুষকে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, জেলায় ১৪ লাখ মানুষের মধ্যে এখন পর্যন্ত ১ম ডোজ ৬ লাখ ২৩ হাজার ও ২য় ডোজ ৩লাখ ৪২ হাজার মানুষকে টিকা দেয়া হয়েছে।
আরও পড়ুন: শাবিপ্রবির বাদ পড়া শিক্ষার্থীরা করোনার টিকা পাবেন রবিবার
ঢাকার কেন্দ্রগুলোতে স্কুলগামী শিশুদের টিকা কার্যক্রম শুরু
১ নভেম্বর থেকে স্কুল শিক্ষার্থীদের দেয়া হবে করোনার টিকা
৩ বছর আগে